Gpf Slip and Ledger by cafopfm gov bd । জিপিএফ স্লিপ ও লেজার দেখুন নতুন নিয়মে

Gpf Slip and Ledger by cafopfm । নিজের জিপিএফ স্লিপ ও লেজার দেখুন নতুন নিয়মে

Cafopfm gov bd জিপিএফ নিয়ে নতুন আপডেট আনল – এখন জিপিএফ স্লিপ ও লেজার দেখা যায় – জিপিএফ স্লিপ ও লেজার দেখার নতুন নিয়ম ২০২৪

জিপিএফ স্লিপ ও লেজার ২০২৪  – সরকারি কর্মচারীদের জন্য সুখবর সরকার জিপিএফ ব্যালেন্স ও লেজার দেখার নতুন নিয়ম চালু করেছে। লেজারে প্রতিমাসের জমার পরিমাণ থাকবে। জিপিএফ স্লিপ কোন প্রকার স্বাক্ষর ছাড়াই ব্যবহার করা যাবে। জিপিএফ স্লিপে এখন নতুন জিপিএফ বা ডিজিটাল জিপিএফ নম্বর দেয়া থাকবে। GPF Check by New Way । জিপিএফ ফান্ড চেক করার নতুন নিয়ম ২০২৪

জিপিএফ বর্তমানে সবচেয়ে লাভজনক বিনিয়োগ – সরকারি কর্মচারীদের জমাকৃত অর্থের ব্যালেন্স অনলাইনে নিজে নিজেই চেক করা যায়। পূর্বে শুধু জিপিএফ স্লিপ আসতো তাও ভিন্নভাবে। বর্তমানে আইবাস++ এর সাথে সংযুক্ত করা হচ্ছে তাই জিপিএফ স্লিপ এবং লেজার দেখতে পারবেন কর্মচারী নিজের মোবাইল বা কম্পিউটার থেকে ঘরে বসেই। GPF slip from ibas++ । কর্মচারীদের জিপিএফ আইবাস++ হতেই পাওয়া যাবে।

জিপিএফ লেজার আইবাস++ এ আপনি প্রতি মাসে যে পরিমাণ অর্থ জমা হচ্ছে তা দেখতে পারবেন। জিপিএফ ম্যানুয়াল হিসাব করতে গেলে জিপিএফ লেজারের প্রয়োজন হয়। যেখানে ওপেনিং ব্যালেন্স ও ক্লোজিং ব্যালেন্স দেওয়া থাকে। প্রতি মাসের চাঁদা লেজারে দেখতে পারবেন।

এখন জিপিএফ ও লেজার অনলাইনে দেখা যাবে / নিজের জিপিএফ স্লিপ ও লেজার দেখুন নতুন নিয়মে

প্রত্যেক সরকারি কর্মকর্তা কর্মচারী এখন অনলাইনে জিপিএফ স্লিপ এবং জিপিএফ লেজার দেখতে পারবেন। মোবাইল ভেরিফিকেশন কোড বা ওটিপি আসবে তাই যে কেউ চাইলে চেক করতে পারবে না।  কর্মচারী বা কর্মকর্তার মোবাইলে মেসেজের কোড দিয়ে যাচাই করতে হবে।

 

Caption: GPF Check by New Way । জিপিএফ ফান্ড চেক করার নতুন নিয়ম ২০২৪

How to generate gpf accounts slip and Subsidiary Ledger by cafopfm.gov.bd

  1. Google by cafopfm or Click cafopfm.gov.bd
  2. Click GPF INFORMATION Menu Click here
  3. Input NID old Number or EFT Number
  4. Input Mobile Number as your eft or pay fixation Number
  5. Click Submit
  6. Input OTP from your mobile (Which is 6 digits)
  7. Click Submit or OK
  8. Now Select Fiscal Year and Click GO For GPF Accounts Slip
  9. or Select Fiscal year for GPF GPF SUBSIDIARY LEDGER and Click GO
  10. Done
  11. Now print it

জিপিএফ লেজার ও স্লিপ ক্রসমেচিং করা যাবে?

যাবে – প্রতি বছর অনলাইনে জিপিএফ স্লিপ ডাউনলোড অথবা প্রিন্ট করে নিন। জিপিএফ লেজারও ডাউনলোড বা প্রিন্ট করে নিন। দুটি ডকুমেন্ট মিলিয়ে নিন সব কিছু ঠিক ঠাক মত হিট করেছে কিনা। গ্রাহক বা কর্মচারীদের সুবিধার্থে এখন আইবাস++ ও পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটে জিপিএফ স্লিপ ও জিপিএফ লেজার দেখতে পারবেন। দুটি ধরণ প্রায় একই রকম হবে। OTP আসা শুরু হয়েছে। তাই এখন জিপিএফ লেজার বা স্লিপ সংগ্রহ করতে পারবেন।

লেখা পড়ে বুঝতে সমস্যা হলে ভিডিও দেখে নিন………….

2 comments

  1. Thank you very much for uploading class useful and quality content. Good luck material for you with likes and full races

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *