Sonali Bank Cheque Book Request by Ewallet App । সোনালী ই ওয়ালেট অ্যাপের মাধ্যমেই ভিসা কার্ড ও চেক বইয়ের আবেদন করা যায়?

Sonali Bank Cheque Book Request by Ewallet App । অ্যাপের মাধ্যমেই ভিসা কার্ড ও চেক বইয়ের আবেদন করা যায়?

সোনালী ব্যাংক ই ওয়ালেট ব্যবহার করে আপনি ডেবিট কার্ড অথবা চেক বইয়ের জন্য রিকুয়েস্ট রাখতে পারেন – Sonali Bank Cheque Book Request by Ewallet App

Request a Cheque Book– জি আপনি অ্যাপের মাধ্যমে এমআইসিআর চেক বুকের জন্য রিকুয়েস্ট রাখতে পারেন। ১০ পাতা, ৩০ পাতা বা ৫০ পাতার চেক বইয়ে জন্য আবেদন করতে পারবেন। শুধু তাই নয়, আপনি আপনার সিলেক্টিভ ব্রাঞ্চ হতেও তা সংগ্রহ করতে পারবেন। বাঞ্চ জেলা সিলেক্ট করে আপনি আপনার নিজের ব্যাংক ব্রাঞ্চে না এসেও নিকটস্থ ব্রাঞ্চ হতে তা সংগ্রহ করতে পারবেন।

ডেবিট কার্ড একটিভ করা যাবে? হ্যাঁ। আপনি চাইলে আপনার কার্ডটি একটিভ আছে কিনা তা চেক করতে পারেন। এছাড়াও আপনি ডেবিট কার্ড রিইস্যু, ইস্যু, কার্ডের পিন রিইস্যুর অনুরোধ রাখতে পারবেন। বড় সুবিধা হচ্ছে আপনার কার্ডের মেয়াদ শেষ হলে আপনাকে রিইস্যুর জন্য ব্রাঞ্চে যেতে হবে না আপনি অ্যাপ হতেই রিকুয়েস্ট রাখতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন। কার্ড চলে আসলে ব্রাঞ্চ হতে আপনাকে কল করবে।

সোনালী ব্যাংক কার্ড হতে কি বিকাশে টাকা পাঠানো যায়? সোনালী ব্যাংকের সকল শাখা কোর ব্যাংকিং CBS সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। অর্থাৎ সোনালী ব্যাংকের সকল শাখা শতভাগ অন-লাইন ব্যাংকিং এর আওতাভুক্ত। সোনালী ব্যাংকে একটি হিসাব থাকলে অন্য সকল শাখা থেকে অন-লাইনে টাকা জমা ও উত্তোলন করা যায়। সোনালী ব্যাংকের একটি ডেবিট কার্ড থাকলে যেকোন ব্যাংকের বুথ থেকে ২৪x৭ টাকা উত্তোলন করা যায়। এছাড়া POS ট্রান্সজেকশনের মাধ্যমে সকল ধরনের কেনাকাটা ও বিল পেমেন্ট করা যায়। উল্লেখ্য, POS ট্রান্সজেশনে সকল ধরনের লেনদেন সম্পূর্ণ চার্জ বিহীন। সোনালী ব্যাংকের VISA Debit Card ব্যাবহার করে “Bkash” কিংবা “নগদে” মুহুর্তের মধ্যে টাকা ট্রান্সফার করা যায়।

আপনি অ্যাপ প্রবেশ করবেন এবং সার্ভিস মেন্যুতে যাবে / পিন দিয়ে মোবাইল ভেরিফিকেশন কোড দিবেন ব্যাস কাজ শেষ

Sonali e wallet Login>Tap Service>Debit Card Service or Cheque Service>Place a request only>Use PIN>done

Sonali Bank Cheque Book Request by Ewallet App । সোনালী ই ওয়ালেট অ্যাপের মাধ্যমেই ভিসা কার্ড ও চেক বইয়ের আবেদন করা যায়?

Caption: Sonali bank E wallet Service

সোনালি ব্যাংক সার্ভিস তালিকা ২০২৪ । সোনালী ব্যাংক হতে যে ১০টি সেবা আপনি সহজেই পেতে পারেন।

  1. Sonali eWallet দিয়ে MICR চেক বইয়ের রিকুয়েষ্ট পাঠাতে পারবেন। এইজন্য আপনাকে Services option এ গিয়ে cheque request এ যেতে হবে।
  2. আপনার চলতি হিসাব বা current account থেকে বাংলা QR কোড নিয়ে ফেলেন. তারপর, ঐ হিসাবে Sonali eWallet apps টি ব্যবহার করতে পারবেন।
  3. FDR এর বর্তমান রেইট-৩ মাস পর্যন্ত -৬.৭৫% , ৬ মাস পর্যন্ত – ৭.০০% ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত -৭.২৫%।
  4. ৫ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র করতে কোন TIN certificate লাগে না। ৫ লক্ষ টাকার উপরে করতে গেলে, Tax return slip বাধ্যতামুলক।
  5. সঞ্চয়পত্র ১ বছর আগে ভাঙ্গলে লাভের টাকা পাওয়া যায় না বরং লাভ যা পেয়েছেন তা ফেরত দিতে হয়।
  6. একাউন্ট থেকে টাকা চলে গেছে কিন্তু বিকাশে টাকা জমা হয়নি! চিন্তা করবেন না, ২-৩ দিনের মধ্যে টাকা অটো টাকা জমা হবে। তবে, আপনি চাইলে support@bkash.com এ আপনার ব্যাংক হিসাব নম্বর, লেনদেনের সময়, কত টাকা কেটেছে এই বিষয়গুলো লিখে মেইল করতে পারেন।
  7. সঞ্চয়পত্রের মুনাফা নির্দিষ্ট তারিখের মধ্যে জমা না হলে, চিন্তা করবেন না। সরকারী ছুটির দিন বন্ধ থাকার কারনে এই ঘটনা ঘটে।
  8. চেকে যে তারিখ দিয়েছেন তা ৬ মাস পর্যন্ত বহাল থাকে। তাই চেকের তারিখ কাটাকাটি করার দরকার নেই।
  9. পার্সোনাল লোন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা। মেয়াদ সর্বোচ্চ ৫ বছর।
  10. চেক কখনও আগে থাকতে সাইন দিয়ে রাখবেন না। এই কাজ কখনও করবেন না। কোন চেক লিখতে গিয়ে বেশী কাটাকাটি হলে, এমনভাবে ছিঁড়ে ফেলুন যাতে টুকরো টুকরো হয়ে যায়।

ই ওয়ালেট অ্যাপ হতে কি অন্য ব্যাংকে টাকা পাঠানো যায়?

হ্যাঁ। সোনালী ব্যাংকের যুগান্তকারী আবিষ্কার Sonali e wallet. ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিং এর অভূতপূর্ব সমন্বয় #Sonali e-wallet. এই app ব্যবহার করে ডিপোজিট স্কীমসহ সোনালী ব্যাংকের যে কোন হিসাবে মুহূর্তের মধ্যে টাকা ট্রান্সফার করা যায়। অন্য ব্যাংকের যে কোন হিসাবেও BEFTN এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়। এছাড়া ঘরে বসে হিসাবের ব্যালেন্স সহ মিনি স্টেটমেন্ট দেখা যায়। Sonali e wallet এর মাধ্যমে “#রকেটে” টাকা পাঠানো যায়। #মোবাইল রিচার্জও করা যায়। Sonali eSheba এ্যাপ ব্যবহার করে ব্যাংকে না গিয়ে হিসাব খোলার সুবিধা রয়েছে । E passport, Income Tax, XI admission ও Travel Tax, Vat এর টাকা ঘরে বসেই প্রদান করা যায়। বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্স এর তথ্যও এই app এর মাধ্যমে জানা যায়।

নতুন ফিচার নিয়ে এলো সোনালী ই-ওয়ালেট ২০২৩ । New Feature in Sonali ewallet UpdateSonali Bank NBSB Service । বন্ধের দিনেও মুহুর্তে অন্য ব্যাংক একাউন্টে টাকা পাঠান
সোনালী ই-ওয়ালেটের পিন পরিবর্তন করার নিয়ম ২০২৩ । Sonali E wallet Pin Changeসোনালী ব্যাংকের সোনালী ই ওয়ালেট ২০২৩ । Sonali E wallet ব্যবহার ও এ সংক্রান্ত প্রশ্নোত্তর

Sonali e wallet অ্যাপে রেজিস্ট্রেশন পদ্ধতি ২০২৩ । সোনালী ই ওয়ালেট দিয়ে কি কি করা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *