Sonali Bank NBSB Service । বন্ধের দিনেও মুহুর্তে ব্যাংক একাউন্ট বা কার্ডে ১০/- চার্জে টাকা পাঠান

Sonali Bank NBSB Service । বন্ধের দিনেও মুহুর্তে অন্য ব্যাংক একাউন্টে টাকা পাঠান

সোনালী ব্যাংক নতুন নতুন আধুনিক সার্ভিস যুক্ত করার মাধ্যমে স্মার্ট হয়ে উঠছে – Sonali Bank NBSB Service

সোনালী ব্যাংক ই ওয়ালেট কি? –সোনালী ই-ওয়ালেট হল বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের স্মার্ট ব্যাংকিং মোবাইল অ্যাপ। সোনালী ব্যাংক লিমিটেড “ডিজিটাল বাংলাদেশ” এর এজেন্ডা বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিভিন্ন অটোমেশন উদ্যোগ প্রবর্তন করে কাজ করছে। এবার এনপিএসবি যুক্ত করার মাধ্যমে অ্যাপটি আরও আধুনিক করা হয়েছে।

NPSB Limit in Bangladesh? Operational since 2012, NPSB is meant for establishing interoperability among participating banks for their account and card based transactions. Currently, it caters interbank Automated Teller Machines (ATM), Point of Sales (POS) and Internet Banking Fund Transfer (IBFT) transactions while the Mobile Financial Services interoperability is under active consideration. 53 Banks are now interconnected through NPSB for their ATM transactions. Currently, four types of interbank ATM transaction (i.e. cash withdrawal, balance enquiry, fund transfer and mini statement) could be done through NPSB. As of October 2021, 53 banks are interoperable for POS transactions and 30 banks are interconnected for their IBFT transactions. There are different limits for individual and institutional IBFT transactions. For individual, the maximum value of each transaction is 3,00,000 taka and the frequency is maximum 10 times a day and not more than 10,00,000 taka per day. For corporate, limit has been set on each transaction as 5,00,000 taka and maximum frequency as 20 times a day and 25,00,000 taka per day. It is mandatory for the participating banks to ensure Two Factor Authentications (2FA) for any online/e-commerce/interbanking/card not present transactions. Sonali Bank E wallet NPSB । অন্য যে কোন ব্যাংকে নিমিষেই টাকা পাঠাতে পারবেন

টাকা ট্রান্সফার হওয়ার পদ্ধতিটা কি? সোনালী ই ওয়ালেট ব্যবহার করে অনেকে বিভিন্ন ব্যাংকে বিইএফটিএন করছেন। করেই অযথা টেনশন করছেন টাকা যাবে কিনা। পাঠানোর আগে জেনে পাঠালে অনেকটা টেনশনমুক্ত থাকা যায়। বিইএফটিএন এর মাধ্যমে আন্ত ব্যাংকিং যে লেনদেন হয় তা হয় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। আপনি ই ওয়ালেটের মাধ্যমে যখন বিইএফটিএন করছেন তখন আপনার দেয়া তথ্য সহ টাকাটা সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংককে দিয়ে দেয়। বাংলাদেশ ব্যাংক তখন রাউটিং নাম্বারের ভিত্তিতে টাকাটি সংশ্লিস্ট ব্যাংকের কাছে পৌছে দেয়। এই প্রসেসটা দিনে দুইবার হয়। আনুমানিক সকাল ১১ টা ১৫ এবং দুপুর ২ টা ৩০। প্রায়ই এ টাইমেও গোলমাল লেগে যায়। আপনাকে অন্তত এই টাইমের থেকে এক ঘন্টা আগে টাকা পাঠাতে হবে যদি আপনি সেদিনই টাকা জমা করতে চান। টাকা যেই ব্যাংকে যাচ্ছে সেখানকার অফিসারের দায়িত্ব হলো আপনার দেয়া তথ্য মিলায়ে টাকাটা ক্রেডিট করে দেয়া। আর তথ্য না মিললে সেটা রিটার্ন দেয়া। রিটার্ন দিলে বাংলাদেশ ব্যাংক আবার তা অরিজিনেটিং ব্যাংকে পাঠিয়ে দেয় এবং গ্রাহকের একাউন্টে ফেরত আসে।

সোনালী ব্যাংক একাউন্ট থেকে যে কোন ব্যাংক হিসাবে টাকা পাঠানো যাবে / ই-ওয়ালেটের মাধ্যমে যে কোন ব্যাংক কার্ডেও টাকা পাঠানো যাবে

NPSB or Q-cash দুটি পেমেন্ট চ্যানেলই ব্যবহার করা যাবে। সোনালী ব্যাংক হিসাব বা ই ওয়ালেট থেকে আপনি যে কোন ব্যাংকের একাউন্ট বা কার্ডে এনপিএসবি বা কিউ ক্যাশ পদ্ধতিতে টাকা পাঠাতে পারবেন। এজন্য প্রতি লেনদেনে মাত্র ১০ টাকা চার্জ গুণতে হবে।

Caption: Check Reference

এনপিএসবি ব্যবহার পদ্ধতি । লেনদেন কিভাবে সম্পন্ন করতে হয়?

  1. প্রথমে আপনি আপনার সোনালী ব্যাংক ই-ওয়ালেট অ্যাপটিতে প্রবেশ করুন।
  2. NPSB মেন্যূতে ক্লিক করুন।
  3. SBL Account or Sonali ewallet সিলেক্ট করুন। যেটিতে টাকা আছে সেটি সিলেক্ট করুন।
  4. Destination বা যেখানে টাকা পাঠাতে চান সেটি সিলেক্ট করুন। অর্থাৎ ব্যাংক বা কার্ড যে কোন একটি সিলেক্ট করুন।
  5. পেমেন্ট চ্যানেল NPSB অথবা Q-cash যে কোন একটি সিলেক্ট করুন।
  6. লিস্ট হতে ব্যাংক সিলেক্ট করুন। কার্ড সিলেক্ট করলে কার্ডের নম্বর লিখুন। এক্ষেত্রে রাউটিং নম্বর বা শাখা কিছুই দিতে হবে না।
  7. টাকার পরিমাণ লিখুন। যেমন-১,০০,০০০ বা ১০,০০০ টাকা।
  8. Submit ক্লিক করুন। আপনার ব্যাংক হিসাবে যুক্ত মোবাইল নম্বরে OTP মেসেজ যাবে।
  9. Enter OTP তে মেসেজ থেকে ওটিপি লিখুন এবং Submit ক্লিক করুন।
  10. ব্যাস কাজ শেষ। কাঙ্খিত ব্যাংক হিসাব বা কার্ডে টাকা চলে যাবে।

NPSB অপশন ওয়ালেটে পাচ্ছেন না?

হ্যাঁ। না পেতে আপনি আপনার মোবাইলে ইনস্টল করা সোনালী ই ওয়ালেট টি আপডেট করুন। সোনালী ই-ওয়ালেট আপডেট করলে আপনি অ্যাপের মধ্যে NPSB অপশনটি পেয়ে যাবেন। বিএফটিআইএন থেকে এটি আরও বেশি দ্রুত ও সুবিধাজনক। বাংলাদেশ ব্যাংকের গেইটওয়ে ব্যবহার করে যেহেতু লেনদেন সম্পন্ন হয় তাই লেনদেনটি সম্পূর্ণ নিরাপদ। Sonali e-Wallet এর মাধ্যমে NPSB ও Q-Cash উভয় payment চ্যানেল ব্যবহার করে IBFT সার্ভিসটির লাইভ অপারেশন কার্যক্রম চালু করা হবে। এই সার্ভিস চালু করা হলে Sonali e-wallet এর ব্যবহারকারীগণ নিম্নোক্ত সুবিধা সমূহ পাবেঃ- (১) যে কোন ব্যাংকের একাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা জমা করতে পারবে। (২) যে কোন ব্যাংকের কার্ডে তাৎক্ষণিকভাবে (24X7) টাকা পাঠাতে পারবে। উল্লেখ্য যে, প্রতিটি IBFT Transaction এর জন্য VAT সহ ১০ (দশ) টাকা চার্জ প্রযোজ্য হবে।

সোনালী ব্যাংকের সোনালী ই ওয়ালেট ২০২৩ । Sonali E wallet ব্যবহার ও এ সংক্রান্ত প্রশ্নোত্তর