Sonali e-Wallet । যে সকল সুবিধা রয়েছে।

Sonali e-Wallet । যে সকল সুবিধা রয়েছে

সোনালী ই-ওয়ালেট (Sonali e-Wallet), সোনালী ব্যাংকের একটি ডিজিটাল ব্যাংকিং লেনদেন সেবা অ্যাপ। এই অ্যাপটি যাত্রা শুরু করার মাত্র ৩ মাসের মাথায় প্লে স্টোর হতে ডাউনলোড হয়েছে ১,০০,০০০ এরও বেশি সংখ্যক বার।

এ থেকেই প্রমাণ হয় আমাদের সম্মানিত গ্রাহকবৃন্দ কতটা আপন করে নিয়েছেন সোনালী ব্যাংকের ডিজিটাল লেনদেনের এই মাধ্যমটিকে। আপনাদের আগ্রহ, আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার পাথেয়। যারা এখনো বুঝে উঠতে পারছেন না যে, এই অ্যাপটি ব্যবহার করবেন কিনা কিংবা করলেও, কেন ব্যবহার করবেন।

সোনালী ই-ওয়ালেট অ্যাপ ব্যবহারের মাধ্যমে, দিনে ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন ঘরে থেকে, শুয়ে বসে যে সকল যে সকল সুবিধাসমূহ উপভোগ করতে পারবেনঃ

১. সোনালী ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে টাকা স্থানান্তর
২. BEFTN এর মাধ্যমে অন্য যে কোন ব্যাংকের হিসাবে ব্যালেন্স ট্রান্সফার
৩. ওয়ালেট হিসাব হতে অন্য ওয়ালেট হিসাবে ব্যালেন্স ট্রান্সফার
৪. মোবাইল রিচার্জ
৫. নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করা
৬. ইউটিলিটি বিল প্রদান
৭. চার্জ ছাড়াই যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ড এর বিল প্রদান
৮. ডিপোজিট স্কিম হিসাবে কিস্তি জমাকরণসহ নানাকিছু

এছাড়াও শীঘ্রই আরও অনেক নতুন নতুন ব্যাংকিং সেবা যুক্ত হতে যাচ্ছে।
ব্যাংকিং সেবা এখন আপনার হাতের মুঠোয়। ব্যাংকিং করুন যখন তখন (২৪/৭)।

ডাউনলোড লিংকঃ অ্যান্ড্রয়েড ফোনের জন্যঃ https://play.google.com/store/apps/details…

আইফোন এর জন্যঃ https://apps.apple.com/app/id1504192221

হ্যাপি ব্যাংকিং।

ক্রেডিট:  প্রণব চৌধুরী, ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড, গোলাপগঞ্জ শাখা, সিলেট।

সোনালী ই ওয়ালেটে প্রতিদিন এবং প্রতিমাসে ট্রানজেকশন লিমিট ২০২২

সোনালী ওয়োলেটে ট্রানজেকশন লিমিট

2 comments

  1. আমি সরকার কর্মচারী আমার 400000/- টাকা লোন দরকার খুব জরিুরি ভাবে আমি বাংলাদেশ পুলিশে আছি আমি কি আপনাদের নিকট হতে লোন পেতে পারি

    1. দু:খিত। সোনালী ব্যাংকের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *