Sonali E Wallet Loan Payment 2025 । সোনালী ই ওয়ালেটের মাধ্যমে যেভাবে লোনের কিস্তি পরিশোধ করবেন
সোনালী ই ওয়ালেটের মাধ্যমে আপনি সহজেই যে কোন লোনের কিস্তি পরিশোধ করতে পারবেন-লোনের কিস্তি এখন অটো কেটে নেয় না–Sonali E Wallet Loan Payment Process 2025
এখন লোনের কিস্তিও দেয়া যাবে? হ্যাঁ। এখন অ্যাপের মাধ্যমে আপনি সোনালী ব্যাংক হতে গৃহীত লোনের মাসিক কিস্তি পরিশোধ করা যাবে। আপনাকে লোনের কিস্তি পরিশোধের জন্য ব্যাংকে গিয়ে লোন একাউন্টে আর টাকা জমা দিতে হবে না। আপনি চাইলে সোনালী ই ওয়ালেট হতেই আপনি ব্যক্তিগত যে কোন ঋণের মাসিক কিস্তি পরিশোধ করতে পারবেন।
লোন অপশন পাচ্ছেন না? আপনার অ্যাপ আপডেট নাই। আপনার মোবাইলে ইনস্টল করা সোনালী ই ওয়ালেট অ্যাপটি গুগল প্লে স্টোর হতেই আপডেট বা হালনাগাদ করতে হবে। মোবাইল অ্যাপ হালনাগাদ করার পরই আপনি লোন অপশন দেখতে পারবেন।
এফডিআর খোলা যাবে? হ্যাঁ। সোনালী ই ওয়ালেটে টাকা জমা করে আপনি মোবাইলের মাধ্যমে ব্যাংকে না গিয়েই আপনি এফডিআর একাউন্ট খুলতে পারবেন। মেয়াদ শেষে অটো টাকা ব্যাংক হিসেবে জমা হবে বা চাইলে অটো রিনোয়াল অন করে রাখতে পারেন। অটো রিনুয়াল অন করে রাখলে মেয়াদ শেষ হলে পুনরায় এফডিআর একটিভ হয়ে যাবে।
Sonali Bank Balance / Loan Payment is now very easier from app
অ্যাপের মাধ্যমে কিস্তি পরিশোধ করা এবং পরিশোধিত তথ্য দেখা যায়।
Caption: Sonali Bank E wallet App link
Sonali e wallet Loan 2025 । সোনালী ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে লোনের কিস্তি জমা দেবার পদ্ধতি
- অ্যাপে ঢুঁকে লোন অপশনে ক্লিক করুন।
- লোন অপশন না থাকলে অ্যাপটি আপডেট করুন।
- আপনার ১৩ সংখার লোন একাউন্ট নাম্বার লিখে ডান পাশের ” i “ বাটনে ক্লিক করলে লোনের বিস্তারিত তথ্য দেখা যাবে
- লোনের বিস্তারিত তথ্য
- কিস্তির পরিমান ও আপনার ওয়ালেট পিন নাম্বার দিন ও PAYMENT বাটনে ক্লিক করুন
- আপনার ফোনে পাঠানো OTP দিয়ে SUBMIT বাটনে ক্লিক করুন
- ব্যাস কাজ শেষ।
সোনালী ব্যাংক ই ওয়ালেট কেন ব্যবহার করবেন?
প্রথমত ব্যালেন্স চেক– নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করা যায়।ফান্ড ট্রান্সফার- যে কোন ব্যাংকের একাউন্টে টাকা প্রেরণ করা যায়। এড মানি- একাউন্ট হতে ওয়ালেট এ টাকা আনা যায়। সেন্ড মানি- ওয়ালেট হতে ওয়ালেট এ টাকা প্রেরণ, ওয়ালেট হতে একাউন্ট এ টাকা প্রেরণ, একাউন্ট হতে অন্য একাউন্ট এ টাকা প্রেরণ করা যায়। ডিপিএস/ঋণের কিস্তি প্রদান-ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ডের বিল, পেমেন্ট মােবাইল রিচার্জ ও বিবিধ ডিজিটাল সেবা পাওয়া যায়। ডিপিএস এবং এফডিআর একাউন্ট খোলা- অনলাইনেই এখন মিলিওনিয়ার স্কিম সহ অন্য স্কিমগুলো খোলা যায় এবং এফডিআর করা যায়।
https://technicalalamin.com/sonali-e-wallet-loan-payment/