ব্যাংকে গিয়েই চালানের অর্থ জমা দিতে হবে এমনটি নয়। আপনি চাইলে অনলাইনেই চালানের অর্থ জমা দিতে পারেন। আপনি জানেন কি ? সরকারী চালানের অর্থ সােনালী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখায় অথবা ঘরে বসেই অনলাইনে জমা দেয়া যায়!
ই চালান কি? “ই চালান” হল ইলেকট্রনিক চালান বা ই-চালান। এটি ইন্টারনেট বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে সরকার বা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত কর বা ফি পরিশোধ করার জন্য ব্যবহৃত হয়। বাংলাদেশে, ই চালান সাধারণত আয়কর, সেবা শুল্ক, উপকরণ এবং সেলস ট্যাক্স মতো করের পরিশোধের জন্য ব্যবহৃত হয়। এটি ইংরাজি চালানের মতো হিসাবে কাজ করে, তবে এটি দলিল হিসাবে বেশি সম্ভবত ব্যবহৃত হয় না। ই চালান প্রমাণ হিসাবে ব্যবহৃত হতে পারে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় প্রয়োজন হতে পারে। Automated Challan System । এ-চালান- ডিজিটাল পদ্ধতিতে সরকারি কোষাগারে অর্থ জমা
শাখায় চালান জমা দেয়ার পদ্ধতি কি? চলানের প্রয়ােজনীয় তথ্য (আবেদনকারীর তথ্য, জমাদানকারীর তথ্য, টাকার পরিমান, চালান কোড) সহ সােনালী ব্যাংকের যে কোন শাখায় আসুন। চালান ফরম/ভাউচারটি সঠিকভাবে পূরণ করুন। ফরম/ভাউচারটি নগদ টাকা/চেক সহ ব্যাংক কাউন্টারে জমা দিন। চালানের কপি বুঝে নিন এবং সার্ভিস গ্রহনের জন্য তা সংরক্ষণ করুন। income tax challan code bd । কর অঞ্চল ভিত্তিক আয়কর চালান জমা কোড দেখে নিন
হজ, সঞ্চয়, ট্রাভেল ট্র্যাক্স, ই পাসপোর্ট ও যে কোন চালান অনলাইনে জমা দেয়া যায়। এখন আয়কর ও ভ্যাটও জমা দিতে পারবেন
ঘরে বসে অনলাইনে চালান জমা দেয়ার পদ্ধতি । যে ধাপগুলো অনুসরণ করে আপনি চালান জমা দিবেন
- ই-চালান পাের্টাল www.echallan.gov.bd এ প্রবেশ করুন।
- কাঙ্খিত চালান খাতে ক্লিক করুন।
- তথ্য প্রদানের স্ক্রীনটি প্রদর্শিত হলে চালানের প্রয়োজনীয় তথ্যাবলী (আবেদনকারীর নাম, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা, টাকার পরিমান) পূরণ করে “দাখিল” বাটনটি চাপুন।
- চালানের ড্রাফট কপি স্ক্রীনে প্রদর্শিত হলে তথ্যের সঠিকতা যাচাই করুন। তথ্য সঠিক হলে “পরিশােধ” বাটনটি চাপুন।
- কাঙ্খিত পেমেন্ট অপশনটি (সােনালী ব্যাংকের ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ড/একাউন্ট ট্রান্সফার/ যে কোন ব্যাংকের VIS/A/MASTER/AMEX কার্ড/ বিকাশ/রকেট/ ইউক্যাশ) নির্বাচন করে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।
- পেমেন্ট সফল হলে চালানের কপিটি সংরক্ষণ অথবা প্রিন্ট করুন।
জমা না হলে কোথায় কল করতে হবে?
www.cga.gov.bd থেকে ব্যাংকের শাখায় অথবা অনলাইনে জমাকৃত চালানের সঠিকতা যাচাই করতে পারবেন। যে কোন সমস্যায় যােগাযােগ ইমেইল: [email protected] ফোনঃ ০২-৯৫৮৫২, হটলাইনঃ ০১৯০৬ ০০০০০০ ,সােনালী ব্যাংক লিমিটেড, Sonali Bank Limited * উদ্ভাবনী ব্যাংকিং এ আপনার বিশ্বস্ত সঙ্গী। E challan bd ই-চালান ব্যবহার সুবিধা।
সূত্র: Challan Deposit by online । ঘরে বসেই অনলাইনে জমা দেয়া যায়: ডাউনলোড