Sonali E wallet New Update । ঘরে বসে ডিপিএস এবং এফডিআর একাউন্ট খোলা যাবে?
সোনালী ব্যাংক নতুন আপডেট এনেছে যার মাধ্যমে ই ওয়ালেট ব্যবহার করে ব্যাংকে না গিয়েই ডিপিএস এবং এফডিআর একাউন্ট খোলা যাবে–টাকা জমা দিতেও যেতে হবে না ব্যাংকে– Sonali E wallet New Update
অ্যাপের মাধ্যমে ডিপিএস এবং এফডিআর করা যাবে? হ্যাঁ। ঠিকই শুনেছেন। যুগের সাথে তাল মিলিয়ে সোনালী ই ওয়ালেট ব্যাংকিং করেছে আরও সহজ। এখন আপনি অ্যাপ হতে ডিপিএস খুলে টাকা জমা করতে পারবেন। বিবাহ ডিপিএস, মেডিকেল ডিপিএস এবং মিলিওনিয়ার স্কিম আপনি ঘরে বসেই খুলতে পারেন। সোনালী ই ওয়ালেটে টাকা থাকলে মাসিক ডিপিএস অটো জমা হবে।
এফডিআর খোলা যাবে? হ্যাঁ। সোনালী ই ওয়ালেটে টাকা জমা করে আপনি মোবাইলের মাধ্যমে ব্যাংকে না গিয়েই আপনি এফডিআর একাউন্ট খুলতে পারবেন। মেয়াদ শেষে অটো টাকা ব্যাংক হিসেবে জমা হবে বা চাইলে অটো রিনোয়াল অন করে রাখতে পারেন। অটো রিনুয়াল অন করে রাখলে মেয়াদ শেষ হলে পুনরায় এফডিআর একটিভ হয়ে যাবে।
সোনালী ই ওয়ালেট ব্যবহার করে কিভাবে ব্যালেন্স চেক করবেন? প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে Sonali e wallet ইনস্টল করবেন। Signup ব্যবহার করে Application সম্পন্ন করবেন যেখানে ব্যাংক একাউন্ট নম্বর, এনআইডি, মোবাইল নম্বর, রাউটিং নম্বর ও ব্রাঞ্চ সিলেক্ট করে ৬ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। ব্যাংক হতে ম্যানুয়ালি বা সরাসরি যোগযোগ করে অ্যাপ আবেদন অনুমোদন করাবেন। এখন আপনি অ্যাপ মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করবেন। One Click on Bank Balance । আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখানো হবে। যেহেতু এক হাজার টাকা ব্যালেন্স রাখতে হয় তাই এক হাজার টাকা কম দেখাবে।
সোনালী ই ওয়ালেট দিয়ে এফডিআর খুললে ডকুমেন্ট? / অনলাইন হতেই ফিক্সড ডিপোজিট রিসিড ডাউনলোড করতে পারবেন।
Sonali Bank DPS Interest Rate 6.5% where FDR Rate is 7.75%. That is more than DPS Rate
Sonali e-Wallet App Download Link
সোনালী ব্যাংক ই ওয়ালেট ২০২৪ । যে কারণে আপনি ই ওয়ালেট ব্যবহার করবেন
- ব্যালেন্স চেক– নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করা।
- ফান্ড ট্রান্সফার- যে কোন ব্যাংকের একাউন্টে টাকা প্রেরণ।
- এড মানি- একাউন্ট হতে ওয়ালেট এ টাকা আনা।
- সেন্ড মানি- ওয়ালেট হতে ওয়ালেট এ টাকা প্রেরণ, ওয়ালেট হতে একাউন্ট এ টাকা প্রেরণ, একাউন্ট হতে অন্য একাউন্ট এ টাকা প্রেরণ।
- ডিপিএস/ঋণের কিস্তি প্রদান-ব্যাংক স্টেটমেন্ট ক্রেডিট কার্ডের বিল, পেমেন্ট মােবাইল রিচার্জ ও বিবিধ ডিজিটাল সেবা।
- ডিপিএস এবং এফডিআর একাউন্ট খোলা- অনলাইনেই এখন মিলিওনিয়ার স্কিম সহ অন্য স্কিমগুলো খোলা যায় এবং এফডিআর করা যায় টাকা।
অ্যাপ দিয়ে কিউআর কোড ব্যবহার করে টাকা পেমেন্ট করা যায়?
হ্যাঁ। সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স মোবাইল এ ইন্সটল থাকতে হবে। সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে। সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন। অর্থাৎ ব্যাংক থেকে ই ওয়ালেট এ টাকা ট্রান্সফার করে আনতে হবে। এখন QR code স্কান করে ক্যাশ আউট করুন। ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার। ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ বা নগদ টাকা গ্রহন করুন। খুবই সহজ ব্যাপার। এখন চেক বই না থাকলেও এই কিউআর কোড ব্যবহার করে আপনি ব্যাংক হতে টাকা তুলতে পারবেন।
https://technicalalamin.com/sonali-bank-nbsb-service-%e0%a5%a4-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%93-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4/
Pingback: Sonali Bank E Wallet 2024 । ই ওয়ালেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখুন - Technical Alamin
Pingback: Sonali e wallet DPS 2024 । ডিপিএস করতে ব্যাংকে কোন কাগজ জমা দিতে হবে না? - Technical Alamin