TTC 3 months training course । মাত্র ৪৮ টাকায় ৩ মাসের টেকনিক্যাল কোর্স ২০২২
TTC 3 months training course– মাত্র ৪৮ টাকায় ৩ মাসের টেকনিক্যাল কোর্স– টেকনিক্যাল কোর্স ২০২২
৩ মাস মেয়াদী কারিগরী প্রশিক্ষণ ২০২২ – “দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ জশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাের অধীন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল-এ হাতে-কলমে কারিগরি শিক্ষা প্রদান ও আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে ০৩ (তিন) মাস মেয়াদি বিভিন্ন কোর্সে (নিয়মিত) নিম্নবর্ণিত ছকে উল্লিখিত কোর্সে অক্টোবর-ডিসেম্বর/২০২২খ্রি. সেশনে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। আবেদনের শেষ তারিখ: ২০/০৯/২০২২
ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীগণকে নির্ধারিত তারিখের পূর্বে কেন্দ্রের প্রশিক্ষণ শাখা হতে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতঃ স্ব-হস্তে পূরণপূর্বক অফিস চলাকালীন সময়ে অত্র কেন্দ্রে জমা দিতে হবে। আপনার হাতের কাছে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আজই যোগাযোগ করুন এবং ৪৮ টাকা ফি দিয়ে ভর্তি হউন আপনার পছন্দমত কোর্সে। ৩ মাস মেয়াদী কোর্সগুলো মাত্র ৪৮ টাকা ভর্তি হতে আজই যোগাযোগ করুন।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (ইংরেজি: Technical Training Centre) সংক্ষেপে টিটিসি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বহুমুখী বাস্তব ও কর্মমুখী শিক্ষা প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশ ‘শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন বর্তমানে দেশে ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও ৩৫টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মেরিন ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগ নেন। বর্তমানে বাংলাদেশের ৬২ টি জেলায় ৬৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মেরিন ইনস্টিটিউট রয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে পরিচালিত হয় এখানে এসএসসি (ভোকেশনাল) ও বিভিন্ন সময় মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
যুব উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র / যুবকদের কর্মক্ষম ও জনশক্তি উন্নয়নের জন্য কারিগরি প্রশিক্ষণ অত্যাবশ্যক
কোথায় যোগাযোগ করবেন? ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যােগাযােগের ঠিকানা: তথ্য কর্ণার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল। ফোনঃ ০২৯৯৭৭৫৩২৪০ মােবাঃ ০১৭১৪-৯৯৯৪৫৮, ০১৭৭০-২১২৩৪৫, ই-মেইল: tangailttc@gmail.com. আপনার এলাকার নিকটস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন।
Caption: Pick your choosing course / Take best course that matches to you
দেশের যে কোন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির শর্ত সমূহ ২০২২
- বিদেশগামী পাসপাের্টধারীদের অগ্রাধিকার দেয়া হবে।
- জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে।
- নূন্যতম জেএসসি/৮ম/এসএসসি পাস হতে হবে।
- রাষ্ট্র ও সমাজ বিরােধী কাজে জড়িত থাকা যাবে না (কোন মামলা)।
- প্রত্যেক আগ্রহী প্রশিক্ষনার্থীদেরকে অবশ্যই NTVQF Level Assessment সম্পন্ন করতে হবে।
- ভর্তির ক্ষেত্রে অত্র টিটিসির স্কীল্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- ভর্তির ক্ষেত্রে বয়স অবশ্যই ১৭-৪৫ বৎসর এর মধ্যে হতে হবে।
- মুক্তিযােদ্ধা সন্তানদের অগ্রাধিকার দেয়া হবে।
- শুধুমাত্র স্বল্প শিক্ষিত, এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনগ্রসর যুব পুরুষ/যুব মহিলাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।
- ভর্তি ফি ৪৮/- এবং BTEB/NSDA এর RTO/RPL Mode এ Assessment ফি প্রদান করতে হবে।
আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সমূহ দাখিল করতে হবে?
ভর্তি হতে যে কাগজপত্রগুলো লাগবে – ১) শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত অনুলিপি (২) জাতীয় পরিচয় পত্র/জন্ম সনদের সত্যায়িত ১ কপি। (৩) পাসপাের্ট সাইজের ৩ কপি ছবি সত্যায়িত। (৪) নাগরিকত্ব সনদপত্র ১ কপি (০৫) পাসপাের্ট এর ফটোকপি সত্যায়িত (যদি থাকে)।
সূত্র: অক্টোবর-ডিসেম্বর , ২০২২ খ্রি: সেশনে নিয়মিত কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি: ডাউনলোড