বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ২০২২ । ২২জনকে প্রাইজমানি হিসেবে ০৩ লক্ষ টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ২০২২ – প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনন্য মেধাবী শিক্ষার্থীদেরকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়/কলেজে স্নাতকোত্তর (Post Graduation) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের এটি দেয়া হবে– Banghabandhu Sheikh Mujib Scholar Selection 2022
Banghabandhu Sheikh Mujib Scholar Selection 2022– it is pestigious award for post graduate to be a part of Banghabandhu Sheikh Mujib Scholar Selection. Scholar will be given 3 lakh taka and award to be honored.
“বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার” নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদানের জন্য আবেদন আহবান।। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সােনার বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শিক্ষা ও গবেষণা ভাবনায় পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে অনন্য মেধাবী শিক্ষার্থীদেরকে স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে দেশের অভ্যন্তরীণ সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়/কলেজে স্নাতকোত্তর (Post Graduation) পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্তে ও নির্ধারিত আবেদনপত্রে দরখাস্ত আহবান করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন আবেদন PDF ফরম ডাউনলোড করুন।
ধর্মীয় শিক্ষা (Religious Studies) খ) সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনােলজি, চিকিৎসা বিজ্ঞান এবং কৃষি বিজ্ঞান অধিক্ষেত্রে (দুই) ০২ জন এবং অবশিষ্ট অধিক্ষেত্রগুলােতে এক জন করে মােট বাইশ (২২) জন চূড়ান্তভাবে “বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার” হিসেবে নির্বাচন এবং অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলারকে প্রাইজমানি হিসেবে তিন (০৩) লক্ষ টাকা, একটি সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন আবেদন Word ফরম ডাউনলোড করুন।
পুরস্কার প্রাপ্তির জন্য সর্বমোট ১৬টি ক্ষেত্র রয়েছে / প্রাইজমানি হিসেবে ৩ লক্ষ টাকা পাওয়া যাবে।
মােট বাইশ (২২) জন চূড়ান্তভাবে “বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার” হিসেবে নির্বাচন এবং অ্যাওয়ার্ড প্রদান করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলারকে প্রাইজমানি হিসেবে তিন (০৩) লক্ষ টাকা, একটি সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হবে।
Caption: Banghabandhu Sheikh Mujib Scholar Selection 2022
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ২০২২ এ আবেদনের নিয়ম ও শর্তাবলি ২০২২
- ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান নির্দেশিকায় বর্ণিত শর্ত, যােগ্যতা এবং অন্যান্য বিষয়াদি অনুসরণপূর্বক শিক্ষার্থীদেরকে আবেদন করতে হবে। এ নির্দেশিকা এবং আবেদনপত্রের ফরম ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে।
- বৃত্তির জন্য অবশ্যই এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০ (স্কেল ৫.০০ এর ক্ষেত্রে এবং স্নাতকে জিপিএ/সিজিপিএ ৩.৭০ (স্কেল ৪.০০ এর ক্ষেত্রে) থাকতে হবে;
- সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্নাতকোত্তর (Post Graduation) শ্রেণিতে ভর্তির নিশ্চয়তা পেয়েছেন বা ভর্তিকৃত এমন শিক্ষার্থীগণ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করবেন। আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যােগ্যতার সনদ কারিকুলার অ্যাকটিভিটিজ’র সনদের সত্যায়িত অনুলিপি সংযােজন করতে হবে;
- পূরণকৃত আবেদন ফরম আগামী ৩১ আগস্ট ২০২২ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর রেজিস্টার্ড ডাকযােগে বা সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত কোনাে আবেদনপত্র বিবেচনা করা হবে না।
- কর্তৃপক্ষ যে কোনাে সময় এ বিজ্ঞপ্তি বাতিল/পরিবর্তন এবং যে কোনাে আবেদন বিবেচনা/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।
স্কলারশীপ প্রাপ্তির জন্য আবেদনের শেষ সময়?
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন আবেদন ফরম ২০২২– পূরণকৃত আবেদন ফরম আগামী ৩১ আগস্ট ২০২২ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর | রেজিস্টার্ড ডাকযােগে বা সরাসরি পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পর প্রাপ্ত কোনাে আবেদনপত্র বিবেচনা করা হবে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচন ২০২২ । ২২জনকে প্রাইজমানি হিসেবে ০৩ লক্ষ টাকা-বিজ্ঞপ্তি দেখুন: ডাউনলোড