ঈদের আগাম টিকিট অনলাইনে

ঈদ যাত্রার অগ্রীম টিকিট বিক্রয় ২০২২ । EID Train Ticket by online System

ঈদের বাড়ি যাত্রায় ভোগান্তির শেষ নেই। ইন্দোনেশিয়ার পর বাংলাদেশ একমাত্র দেশ যেখানে নারীর টানে ঢাকা ছাড়ে অসংখ্য মানুষ। ঈদ যাত্রা বাস, ট্রেন সকল পথেই মানুষের ভীর। ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীদের ঈদ যাত্রার অগ্রীম টিকিট বিক্রয় আগামী ২৩ এপ্রিল ২০২২ ইং তারিখ হতে শুরু হবে। 

প্রতিদিন অনলাইনে সকাল ০৬:০০ টা হতে এবং কাউন্টারে সকাল ০৮:০০ টা হতে বিক্রয় করা হবে। এছাড়া ২৫ এপ্রিল ২০২২ ইং তারিখ হতে সকল ট্রেনের কোন সাপ্তাহিক বন্ধ থাকবে না।

অনলাইনে অগ্রীম টিকিট বিক্রয় হবে যে সময় থেকে যে সময়ের টিকিট

  • ২৩ এপ্রিল দেয়া হবে ২৭ এপ্রিলের টিকিট
  • ২৪ এপ্রিল দেয়া হবে ২৮ এপ্রিলের টিকিট
  • ২৫ এপ্রিল দেয়া হবে ২৯ এপ্রিলের টিকিট
  • ২৬ এপ্রিল দেয়া হবে ৩০ এপ্রিলের টিকিট
  • ২৭ এপ্রিল দেয়া হবে ০১ লা মে’র টিকিট

ঈদ যাত্রায় ট্রেনের অগ্রীম টিকিট বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী (সংশোধিত)

ট্রোনের টিকিট অনলাইনে

বাংলাদেশ রেলওয়ে ই-টিকিটিং সার্ভিস

বিঃদ্রঃ চাঁদ দেখা স্বাপেক্ষে ২রা মে ২০২২ ইং তারিখ ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে এই অনুমানে উপরোক্ত টিকিট বিক্রয়ের সময়সূচী নির্ধারণ করা হয়েছে। যদি ১লা মে চাঁদ দেখা না যায় সেক্ষেত্রে ২৮ তারিখ ২ রা মে’র টিকিট দেয়া হবে।

অনলাইনে টিকিট কাটতে ক্লিক করুন: https://eticket.railway.gov.bd/

১ লা মে ফিরতি যাত্রার টিকিট দেয়া হবে। ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ ই মে হতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *