“উদ্যােক্তা উন্নয়ন” প্রশিক্ষণ কোর্স ২০২‌১

“উদ্যােক্তা উন্নয়ন” প্রশিক্ষণ কোর্স ২০২‌১

স্বাস্থ্যবিধি মেনে করোনা টিকা গ্রহীতারা বিসিক ট্রেনিং ইনস্টিটিউট, স্কিটির ক্লাশরুমে সশরীরে এবং আগ্রহীরা অনলাইনে ZOOM App এর মাধ্যমে প্রশক্ষিণে অংশগ্রহণরে সুযোগ পাবনে। ০৫-০৯-২০২১ থেকে ০৯-০৯-২০২১ খ্রিঃ পর্যন্ত।

কোর্সে অন্তর্ভূক্ত বিষয়সমূহ :

*উদ্যোক্তার যোগ্যতা নিরূপণের উপায়
*যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী লাভজনক শিল্প/ব্যবসা বাছাই পদ্ধতি
*বাছাইকৃত শিল্প/ব্যবসার ব্যাংক উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন
*শিল্প/ব্যবসার বিপণন, উৎপাদন, ব্যবস্থাপনা ও আর্থিক দিক বিশ্লেষণ
*ব্যাংক থেকে ঋণ পাওয়ার পদ্ধতি
*শিল্পনীতি ২০১৬ অনুযায়ী উদ্যোক্তাগণকে প্রদত্ত সরকারি সুযোগ-সুবিধাসমূহ
*শিল্প/ব্যবসার লাভ- ক্ষতির হিসাব ও আর্থিক অনুপাতসমূহ

ঋণ সহায়তা :

সফলভাবে কোর্স সমাপ্ততিে সনদপত্র বিতরণ ও সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিবন্ধনসহ নিজস্ব তহবিল ও র্কম সংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে

শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম এইচ.এস.সি

কাগজপত্রাদি : র্সবশষে শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, ১ কপি ছবি ও সশরীরে অংশগ্রহণের জন্য করোনা টিকার প্রমাণপত্র। 

অংশগ্রহণকারী :
ব্যবসায়/ শিল্প স্থাপনে আগ্রহী সম্ভাবনাময় ও বিদ্যমান উদ্যোক্তা

কোর্স ফি : 

অনলাইনে অংশগ্রহণকারীদরে জন্য ১,০০০/- (এক হাজার) এবং
সশরীরে উপস্থতিরি জন্য ১,৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা মাত্র
বিকাশ নম্বর : ০১৬৮৬-৩৯৫৪৫৯ (অনলাইন),
রকটে নম্বর : ০১৭১০-০১৩১৬১৮ (সশরীর)

রেজিস্ট্রেশন : 

০৫-০৯-২০২১ তারিখ সকাল ০৯.৩০ মিঃ এর মধ্যে প্রশিক্ষণার্থীগণ প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন (যোগ্যতা ও আসন খালি থাকা সাপেক্ষে)

যোগাযোগ :

কোর্স পরিচালক: মুনিরা মান্নান, ০১৫৩৪-২৭৮১৫৫, ৪৮৯৬১৯৪৮, কোর্স সমন্বয়কারী : জোনায়েত হোসেন, ০১৭১০-০১৩১৬১, ৪৮৯৬১৯৪৮ ,আবাসন : ইনস্টিটিউটের নিজস্ব ডরমিটরিতে স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে।

সূত্র: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *