উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩ । চলতি সপ্তাহে ২৩ লক্ষ শিক্ষার্থীর উপবৃত্তির অর্থ ছাড় হবে।

উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩ । আজ হতেই উপবৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে

ইতোমধ্যে উপবৃত্তির টাকা অনেক অভিভাবক পেয়ে গেছে – যারা এখনও উপবৃত্তি পাননি তারা দুঃচিন্তায় রয়েছেন – উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৩

উপবৃত্তি মোট কতজনকে দেওয়া হয়েছে? প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে অধ্যয়নরত ৫৩ লাখ ৬০ হাজার ৬৩৯ জন উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ২০২২-২০২৩ অর্থবছরের ২য় কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি বাবদ ১১৯৯ কোটি ৯২ লাখ ৭১ হাজার ১২০ টাকা G2P পদ্ধতিতে BEFTN ব্যবস্থায় মোবাইল ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হবে। একই সাথে স্নাতকোত্তর পর্যায়ের ২২ জন অনন্য মেধাবী শিক্ষার্থীর মাঝে “বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড- ২০২২” বাবদ প্রত্যেককে ৩ লক্ষ টাকার চেক, ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানটি ১১ জুন ২০২৩, রবিবার, সকাল ১০.০০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল হতে শুভ উদ্বোধন করেছেন।

যারা পাননি তারা কবে পাবেন? – চলতি সপ্তাহে ৫৩ লক্ষ শিক্ষার্থীর (যৌথ শিক্ষার্থীসহ) উপবৃত্তির অর্থ ছাড় হবে। অনুগ্রহ করে অভিভাবক ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। চলতি ও আগামী সপ্তাহের মধ্যে সকল অভিভাবক তাদের ব্যাংক হিসাব বা মোবাইলে উপবৃত্তির অর্থ পেয়ে যাবেন।

কোন ক্লাশে কত টাকা উপবৃত্তি পাওয়া যাবে? ২০২২-২৩ অর্থ বছরের ২০২২_সালের ৬ষ্ঠ থেকে ১০ম এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের ১২শ শ্রেনির শিক্ষার্থীদের মাঝে জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তিতে নিন্মোক্ত হারে উপবৃত্তির অর্থ বিতরণ করা হচ্ছে। উপবৃত্তি (শিক্ষার্থী কর্তৃক প্রাপ্য হার ২০২৩।  ৬ষ্ঠ (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  ৭ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ২০০×৬=১২০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা প্রদান করা হয়।

৮ম (জুনিয়র দাখিলসহ) শ্রেণি- ২৫০×৬=১৫০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  ৯ম (মাদ্রাসাসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা। ১০ম (দাখিলসহ) শ্রেণি- ৩০০×৬=১৮০০+১০০০ (পরীক্ষার ফি বাবদ)= ২৮০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  ১২শ (আলিম ২য় বর্ষসহ) শ্রেণি- ৪০০×৬=২৪০০/- (প্রতি শিক্ষার্থী) টাকা।  উল্লেখ্য যে, জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তিতে ১১শ (আলিম ১ম বর্ষসহ) শ্রেণির শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নেই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তি ২০২৩ । জুলাই-ডিসেম্বর/২০২২ কিস্তির উপবৃত্তি পাননি, তাহলে করণীয় কি?

দফায় দফায় উপবৃত্তির অর্থ ছাড় করা হচ্ছে / উপবৃত্তির অর্থ প্রাপ্তিতে বিলম্ব হতে পারে কিন্তু অবশ্যই আপনিও উপবৃত্তির অর্থ পাবেন

যাদের একাউন্টজনিত সমস্যার কারণে মোবাইলে টাকা আসেনি তারা অপেক্ষা করুন। তথ্য এন্ট্রি পূর্বক পুনরায় উপবৃত্তির অর্থ ট্রান্সমিট করা হবে।

Caption: Check source of information

উপবৃত্তির ছাড়করণ ও প্রাপ্তি ২০২৩ । উপবৃত্তির আপডেট একনজড়ে দেখে নিন

  • PESP MIS Software বিদ্যালয়ের ইউজারসমূহের জন্য খোলা থাকবে ১৫/০২/২০২৩ থেকে ২০/০২/২০২৩ তারিখ পর্যন্ত।
  • উপজেলা শিক্ষা অফিসের ইউজারগণের জন্য সফটওয়্যার ২২/০২/২০২৩ থেকে ২৬/০২/২০২৩ তারিখ পর্যন্ত খোলা থাকবে পূর্বের এমন নির্দেশনা থাকলে ও ১৯/০২/২০২৩ তারিখ থেকে উপজেলা শিক্ষা অফিসের ইউজারগণের জন্য ওপেন হবে।
  • উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র শ্রেণি হালনাগাদের পেন্ডিং কার্যক্রম (শ্রেনি হালনাগাদ, যাচাই-বাছাই ও অনুমোদনের কাজ করা যাবে।
  • উক্ত সময়ের মধ্যে শ্রেণি হালনাগাদের নিমিত্তে ট্রান্সফার করণ ও ট্রান্সফার গ্রহণ কার্যক্রম সম্পন্ন করে হালনাগাদ, যাচাই-বাছাই ও অনুমোদন সম্পন্ন করা যাবে।
  • শুধুমাত্র ২০২১ সালের শিক্ষার্থী যাদের পূর্বে হালনাগাদ করা হয়নি তাদের হালনাগাদ করতে হবে।২০২২ সালের যারা নতুন ভর্তি (প্রাক-প্রাথমিক, ১ম-৫ম শ্রেণিতে) তাদের শ্রেণি হালনাগাদের দরকার নেই।
  • জানুয়ারি -জুন ২০২২ সালে যে সকল শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদের সময় ভুলক্রমে প্রাথমিক চক্রের সমাপ্তি, রিপিটার দিয়েছিলেন যার কারণে তারা সার্ভার থেকে আউট হয়ে গিয়েছিল তাদের তথ্য অধিদপ্তরের উপবৃত্তির (dirpesd.dpe@gmail.com) মেইলে পাঠালে পুনরায় শ্রেণি হালনাগাদের সুযোগ পাওয়া যাবে।
  • হালনাগাদের পর চাহিদার জন্য পরবর্তীতে সময় দেওয়া হবে।(২৭/০২/২০২৩ থেকে ০৫/০৩/২০২৩)
  • যে সকল শিক্ষার্থী জানুয়ারি -জুন ২০২২ টাকা পায়নি আগামী সপ্তাহে তাদের টাকা পুনরায় বিতরণ শুরু হবে।
  • শিক্ষার্থী ট্রান্সফার গ্রহনের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছে ( permition denied) সেটার জন্য আইবাসকে অ্যাডেস করা হয়েছে।

উপবৃত্তি পাওয়া যাবে তথ্য সূত্র কি?

তথ্য সূত্র হিসাবে জনাব জিয়াউল কবির সুমন স্যার, শিক্ষা অফিসার উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।তথ্য সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করেছেন এস,এম,সেরাজুল ইসলাম সবুজ (সহকারী শিক্ষক ও এডিটর হেল্পিং পেজ অন ই-মনিটরিং,01721584059) কয়রা, খুলনা। আপডেট জানতে Helping page on e-monitoring ফেসবুক পাতায় চোখ রাখুন।

উপবৃত্তির অর্থ বিতরণ ২০২৩ । ইতোমধ্যে মোবাইলে টাকা পাঠানো শুরু হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *