এফডিসি তারকা জয়-পরাজয় ২০২৪ । মাহি মমতাজ বেগম কি হেরে গেল? - Technical Alamin
Latest News

এফডিসি তারকা জয়-পরাজয় ২০২৪ । মাহি মমতাজ বেগম কি হেরে গেল?

কেউ নৌকার প্রতীক আবার কেউ বা স্বতন্ত্র হয়েও জাতীয় নির্বাচন ২০২৪ এ হেরে গেলেন – এফডিসি তারকা জয়-পরাজয় ২০২৪

ফেরদৌস কি এমপি হলেন? জাতীয় নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছেন নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর। প্রথমবার নির্বাচনের রেসে অংশ নিয়েই কেল্লাফতে করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। তবে নির্বাচনের প্রচারে বেশ চমক দেখালেও প্রথমবারের মতো নির্বাচনে নেমে জয়ের শিকে ছেড়েনি চিত্রনায়িকা মাহিয়া মাহির।

মমতাজ এমপি হতে পারলেন না? না। স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন তিনবারের এমপি সংগীতশিল্পী মমতাজ বেগম। সংগীতশিল্পী ডলি সায়ন্তনীও প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে হেরেছেন; যদিও ভোট গ্রহণ শেষের আগেই নির্বাচন বর্জন করেন তিনি। হেরেছেন দুই বাংলায় ‘মিরাক্কেল’ তারকা হিসেবে জনপ্রিয় মুখ কমর উদ্দিন আরমান।

হিরো আলম কত ভোট পেয়েছেন? হিরো আলম বগুড়া-৪ আসনে ২ হাজার ১৭৫ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন। মোট প্রদত্ত ভোট ৯৬ হাজার ৬০৮টি। পূর্বের ন্যায় এবারও হিরো আলম নির্বাচনে হেরে জামানত হারালেন।

নৌকার মাঝি হতে চেয়েছিলেন মাহিয়া মাহি / বিপুল ভোটে হেরে গেলেন নায়িকা মাহি

দুই উপজেলা নিয়ে গঠিত এই আসনে মাহি ট্রাক প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ তিন হাজার ৫৯২ ভোট।

এফডিসি তারকা জয়-পরাজয় ২০২৪ । মাহি মমতাজ বেগম কি হেরে গেল?

Caption: Heroine Mahia Mahi

তারকাদের ফলাফল ২০২৩ । নির্বাচনে যারা হেরে গেলেন দেখুন

  • আসাদুজ্জামান নূর- নীলফামারী-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে পঞ্চমবারের মতো এমপি হলেন গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর।
  • ফেরদৌস আহমেদ- ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী ছিলেন ঢালিউড নায়ক ফেরদৌস জয়ী। এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৯৩৩।
  • মাহিয়া মাহি -প্রচার-প্রচারণায় চমক দেখালেও প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে হেরে গেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
  • মমতাজ বেগম –মানিকগঞ্জ-২ আসন থেকে চতুর্থবারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে হারলেন মমতাজ বেগম।
  • ডলি সায়ন্তনী- পাবনা-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের কাছে হেরেছেন ডলি সায়ন্তনী।
  • কমর উদ্দিন আরমান- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি)। 

ডলি সায়ন্তনী কত ভোটে হেরেছেন?

পাবনা-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবিরের কাছে হেরেছেন ডলি সায়ন্তনী। তিনি পেয়েছেন মাত্র ৪ হাজার ৩৮২ ভোট। যদিও ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এই প্রার্থী। ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পেজে লাইভে এসে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *