কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত। - Technical Alamin
Latest News

কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত।

১৮ বছরের উর্ধ্বে অথচ এনআইডি কার্ড নেই এ ধরনের জনগোষ্ঠিকে বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে পর্যায়ক্রমে টিকা দেওয়া ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জনসাধারণকে টিকাদান কেন্দ্রে নেয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে”।

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা

www.cabinet.gov.bd

নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০১.২১.২৫১; তারিখ: ২৯ জুলাই ২০২১

বিষয়: কোভিড-১৯ প্রতিরোধকল্পে আরোপিত বিধি নিষেধের কার্যক্রম পর্যালোচনা ও কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত সভার সিদ্ধান্ত বাস্তবায়ন।

উপরোক্ত বিষয়ে গত ২৭ জুলাই ২০২১ তারিখ দুপুর ১-৩০ ঘটিকায় মন্ত্রিপরিষদ বিভাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্ত: মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত নিম্নরুপ:

“আগামী ৭ আগস্ট ২০২১ তারিখ হতে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্যবহারপূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা দেওয়া হবে। ১৮ বছরের উর্ধ্বে অথচ এনআইডি কার্ড নেই এ ধরনের জনগোষ্ঠিকে বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে পর্যায়ক্রমে টিকা দেওয়া ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি জনসাধারণকে টিকাদান কেন্দ্রে নেয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে”।

০২। বর্ণিতবস্থায়, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(মো: রেজাউল ইসলাম)

উপসচিব

ফোন: ২২৩৩৩৮১১০৭

কোভিড-১৯ প্রতিরোধক টিকা প্রদান কার্যক্রম জোরদারকরণ সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *