জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিশেষ সুযোগ, ভোটার আইডি কার্ড সংশোধন করতে কত দিন লাগে, জাতীয় পরিচয়পত্র সংশোধন ২০২২, জাতীয় পরিচয় পত্র সংশোধন, অনলাইনে ভোটার আইডি কার্ড সংশোধন, ভোটার আইডি কার্ড জন্ম তারিখ সংশোধন, ভোটার আইডি কার্ড সংশোধন ফি, স্মার্ট কার্ড সংশোধন করার নিয়ম ২০২২,

জাতীয় পরিচয়পত্রের স্থায়ী ঠিকানা সংশোধন প্রক্রিয়া ২০২২

জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা পরিবর্তন – এনআইডিতে স্থায়ী ঠিকানা পরিবর্তন একটু জটিল হলেও এটি সম্ভব – NID Permanent Address Change Process 2022

একা একাই জাতীয় পরিচয়পত্র সংশোধণ – অনেকেই জাতীয় পরিচয়পত্র থেকে স্থায়ী ঠিকানা সংশোধন করতে চান। কেউ কেউ দালালেরও সহযোগিতা নিয়ে থাকে। আমি বলবো আপনার হাতে সময় থাকতে আপনি নিজেই চেষ্টা করুন দেখবেন কোন রকম অতিরিক্ত অর্থ ব্যয় ছাড়াই আপনি আপনার স্থায়ী ঠিকানা সংশোধন করতে পারবেন। আসুন এনআইডি সংশোধন করার প্রসেসটা জেনে নিই।

ভোটার রেজিস্ট্রেশন ফরম-২ যদি আপনার কাছে না থাকে তাহলে উপজেলা নির্বাচন অফিস এ হেল্প ডেস্ক এ রিকুয়েস্ট করলে তারা প্রিন্ট করে দিতে পারে। এই স্থায়ী ঠিকানা সংশোধনের আবেদনটি সাধারনত খ-ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ জেলা নির্বাচন অফিসার আবেদনটি অনুমোদন করবেন। তাই কিছুটা সময়ের প্রয়োজন হতে পারে।

আপনার সমস্যাটি ভদ্রভাবে উপজেলা নির্বাচন অফিসার স্যারকে বুঝিয়ে বলুন। অভদ্র ব্যাবহার বা মাথা গরম করবেন না, হিতে বিপরীত হতে পারে। আপনি যদি সঠিক ডকুমেন্ট যুক্ত করতে পারেন এবং যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন তাহলে কিন্তু স্থায়ী ঠিকানা সংশোধন কোন ব্যাপারই হবে না। ভোটার রেজিস্ট্রেশন ফরম-২ ডাউনলোড করুন

স্থায়ী ঠিকানা পরিবর্তনে অনলাইন আবেদন করা যাবে না / ঠিকানা পরিবর্তনে আপনাকে অবশ্যই অফলাইনে বা ম্যানুয়াল আবেদন করতে হবে।

আপনি যদি শুধু ভোটার এলাকা পরিবর্তন করতে চান তবে নিচের ফরমটি সংগ্রহ করে নিন।

এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকায় ভোটার স্থানান্তরের আবেদন পত্র: ডাউনলোড

স্থায়ী ঠিকানা পরিবর্তনে যে স্টেপগুলো অনুসরণীয় ২০২২

ধাপ-১ । বাংলাদেশ এনআইডি পোর্টাল https://services.nidw.gov.bd/nid-pub থেকে আপনার প্রোফাইল এ ঠিকানা তে দেখুন আপনি কোন ঠিকানায় ভোটার। মানে আপনি বর্তমান ঠিকানায় ভোটার নাকি স্থায়ী ঠিকানায় ভোটার। সহজ কথায় আপনার প্রোফাইল এ বর্তমান ঠিকানার পাশে “এই ঠিকানায় ভোটার” লেখা আছে নাকি স্থায়ী ঠিকানার পাশে “এই ঠিকানায় ভোটার” লেখা আছে। যদি বর্তমান ঠিকানায় ভোটার হয়ে থাকেন তাহলে আপনি ধাপ-২ তে চলে যান। কিন্তু যদি আপনি স্থায়ী ঠিকানায় ভোটার হয়ে থাকেন তাহলে আপনাকে একই ঠিকানায় ভোটার স্থানান্তরের মাধ্যমে বর্তমান ঠিকানায় ভোটার করতে হবে। এই কাজটি আপনাকে উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে করতে হবে।

ধাপ-২। বিকাশ, রকেট বা অন্য যেসব মাধ্যমে NID CORRECTION FEE জমা নেওয়া হয়, তার মাধ্যমে OTHER INFO CORRECTION এর জন্য ফি জমা দিতে হবে। এরপর উপজেলা নির্বাচন অফিসে CMS SOFTWARE এর মাধ্যমে OTHER INFO CORRECTION এর আবেদন এন্ট্রি করতে হবে। আবেদনের সাথে ভোটার রেজিস্ট্রেশন ফরম-২, জন্ম নিবন্ধন সনদ, চেয়ারম্যান বা মেয়রের নাগরিকত্ব সনদ সংযুক্ত করবেন (যা ফর্মে উল্লেখ রয়েছে)ভোটার রেজিস্ট্রেশন ফরম-২ যদি আপনার কাছে না থাকে তাহলে উপজেলা নির্বাচন অফিস এ হেল্প ডেস্ক এ রিকুয়েস্ট করলে তারা প্রিন্ট করে দিতে পারে।

একই সাথে দু’স্থানের ভোটার হওয়া যায় কি?

যায়। এ কাজটি কেউ কেউ করেছেনও বটে। কিন্তু এটি দন্ডনীয় অপরাধ। এই অপরাধটি করে আপনি হয়তো এতোদিন পার পেয়ে গেছেন কিন্তু অনলাইনে এখন ম্যাপিং ও ডুপ্লিকেট আইডি ফাইন্ডিং কাজ চলমান রয়েছে। তাই দুটো আইডি থাকলে তা নির্ণয় করা যাচ্ছে এবং নির্ণয় হলে একটি Invalid করে দেওয়া হচ্ছে। ইনভ্যালিড এনআইডি দিয়ে কোন কাজই অনলাইনে করতে পারবেন না। যেমন আপনি যদি সরকারি চাকরি পান তবে ফিক্সেশন হবে না। যদি লোনের আবেদন করেন তবে লোন পাস হবে না। এরকম অনেক কাজই ঐ এনআইডি দিয়ে করতে পারবেন না। তাই যদি আপনার দুটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তবে যথাশীঘ্রই স্থানীয় নির্বাচন কমিশন অফিসে গিয়ে ক্ষমা চেয়ে একটি ফেরত দিয়ে বন্ধ করে নিন। ধন্যবাদ

আইডি কার্ডে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার নিয়ম ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *