জিনিয়াস শিক্ষা বৃত্তি ২০২২

জিনিয়াস বৃত্তির জন্য দরখাস্ত আহবান করা হয়েছে – Genious Online Scholarship Application Form-পূরণকৃত ফরম কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে- Genious Scholarship 2022

জিনিয়াস বৃত্তি ২০২২ – সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাত ও সদাকার অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ বছর দেশের সকল সরকারি বিশ্ববিদ্যালয় (সাধারণ বিশ্ববিদ্যালয় ,প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় , কৃষি বিশ্ববিদ্যালয় ) ও সরকারি মেডিকেল কলেজ সমূহের ২০২০-২০২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছেনা তাদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে।  জিনিয়াস শিক্ষা বৃত্তি ফরম ডাউনলোড

আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ১৫ এপ্রিল ২০২২, আবেদনপত্রে উল্লিখিত নির্দেশনা ভালোভাবে পড়ে তারপর আবেদনপত্র পূরণ করুন। বৃত্তির আবেদনপত্র ডাউনলোড এর ঠিকানা: czm-bd.org/scholarship আপনি কি আবেদন পত্রের হার্ডকপি পূরণ করেছেন? যদি না করে থাকেন, তবে অবশ্যই আগে হার্ডকপি আবেদন পত্রটি পূরণ করুন তারপর এই ফর্ম টি পূরণ করুন। এরপর হার্ড কপি CZM এর ঠিকানায় কুরিয়ার যোগে পাঠাতে হবে। এই অনলাইন ফর্ম টি পূরণ না করে কুরিয়ার করলে, আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) যাকাতের অর্থে অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ২০১০ সাল থেকে জিনিয়াস বৃত্তি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ বছর সারা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিক্যাল কলেজসমূহের ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের পরিবারের পক্ষে শিক্ষার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না তাদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন টোকেন পূরণের লিংক: https://tinyurl.com/gsp2021app

চাইলে আপনি যাকাতের অর্থ ডোনেট করতে পারেন / শিক্ষা সহায়তার ব্যয় হবে আপনার যাকাতের অর্থ । দান করতে ক্লিক করুন।

Download Scholarship Application Form । Download Scholarship Application Form 2022

Caption: The Best looking man in Bangladesh / Most Handsome Man in Bangladesh

নির্দেশনা সমূহ মনোযোগ সহকারে পড়ুন, তারপর পূরণ করুন। (এই প্রক্রিয়া অনুসরণ না করলে আপনার আবেদন গ্রহণ করা হবে না)

  1. ইমেইল এড্রেস এর ঘরে আপনার নিজের ব্যক্তিগত ইমেইল এড্রেস দিন। পরবর্তীতে এই ইমেইলে সি.জেড.এম থেকে যোগাযোগ করা হবে।
  2. এই ফর্ম টি ইংরেজী তে পূরণ করতে হবে। শুধুমাত্র বৃত্তি পাওয়ার যথার্থতা (আপনার আবেদনপত্র অনুযায়ী) এই ঘরটি বাংলায় অথবা ইংরেজীতে পূরণ করা যাবে।
  3. আবেদন করার ক্ষেত্রে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদের এর ফটোকপি, SSC ও HSC এর ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি পাঠাতে হবে এবং পরবর্তীতে সিজেডএম কর্তৃক যেসব কাগজপত্র চাওয়া হবে সেগুলো যথাসময়ে জমা দিতে হবে।
  4. তথ্যগুলো সঠিক ভাবে পূরণ হয়েছে কিনা তা ভালো করে পর্যবেক্ষণ করুন, তার পর সাবমিট করুন। এরপর আপনার হাতে পূরণকৃত হার্ডকপি টি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সি জেড এম এর ঠিকানায় প্রেরণ করুন।
  5. বিজ্ঞপ্তি ও আবেদন ফর্মে প্রদত্ত নির্দেশনা ভালোভাবে না পড়ে অযথা কিংবা আবদার/তদবির-সুলভ কোনো কারণে আমাদের নম্বরে কল না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বৃত্তির আবেদন সংক্রান্ত জরুরি প্রয়োজনে যোগাযোগের সময়: রবি – বৃহস্পতিবার সকাল ১০:০০ – বিকাল ৪:০০ (সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত); এসএমএস কিংবা ইমেইল পাঠাতে পারে ন যেকোনো সময়।
  6. সাবমিটকৃত আবেদন ফর্মে সরবরাহকৃত যাবতীয় তথ্য ও ছবির সংবেদনশীলতার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবহারকারীই দায়ী হবেন।

কত দিনের মধ্যে শিক্ষা বৃত্তির ফলাফল জানানো হবে?

আবেদন পত্র পাওয়ার পর ১৫ থেকে ৩০ দিন এর মাঝে সিজেডএম কর্তৃক এসএমএস এর মাধম্যে জানানো হবে। তবে আবেদন পোঁছালো কি না এই মর্মে কোন প্রকার ফোন-কল অথবা এসএমএস না করার জন্যে অনুরোধ করা যাচ্ছে। মনে রাখবেন যেই কোন প্রকার মিথ্যা তথ্য প্রদানে আপনার আবেদন পত্র বাতিল হয়ে যেতে পারে।

প্রশ্নোত্তর:

প্রশ্ন: আপনি কি আবেদন পত্রের হার্ডকপি পূরণ করেছেন? 

উত্তর: আপনি কি আবেদন পত্রের হার্ডকপি পূরণ করেছেন? যদি না করে থাকেন, তবে অবশ্যই আগে হার্ডকপি আবেদন পত্রটি পূরণ করুন তারপর এই ফর্ম টি পূরণ করুন। তারপর আবেদন পত্রের হার্ডকপি বাকি কাগজগুলো (বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ভর্তির পে-ইন-স্লীপ অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদের এর ফটোকপি, SSC ও HSC এর ট্রান্সক্রিপ্ট এর ফটোকপি) সহ CZM এর ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করুন। মনে রাখবেন এই প্রক্রিয়া অনুসরণ না করলে আপনার আবেদন গ্রহণ করা হবে না।

প্রশ্ন: আপনার বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ এর নাম নির্বাচন করুন, করেছেন কি?

উত্তর: আপনার অধ্যয়নকৃত বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ এর নাম সিলেক্ট করুন। অনলাইন টোকেনে যদি আপনার প্রতিষ্ঠানের নাম না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে নিবেন।

যে বিষয়গুলো উত্তর গুগল ডকস ফর্মে দিয়ে অতপর ফরম পূরণ করে প্রেরণ করতে হবে

ইংরেজীতে আপনার ডিপার্টমেন্ট অর্থাৎ পঠিত বিষয়ের এর নাম লিখুন *
আপনি যেই ডিপার্টমেন্ট বা সাবজেক্ট এ অধ্যায়ন করেন তার পুরো নাম লিখুন (ইংরেজীতে)

ইংরেজীতে আপনার নাম লিখুন (সার্টিফিকেট অনুযায়ী) *
ইংরেজীতে আপনার পুরো নাম লিখুন যেই ভাবে আপনার সার্টিফিকেট আছে .

মোবাইল নম্বর ০১ *
আপনার ব্যবহৃত মোবাইল নম্বর লিখুন।

মোবাইল নম্বর ০২
আপনার অন্য কোন মোবাইল নম্বর থাকলে তা লিখুন।

লিঙ্গ পরিচয় *
আপনার লিঙ্গ পরিচয় নির্বাচন করুন।

Select Your Religion *
আপনার ধর্ম নির্বাচন করুন।

Select Your Blood Group *

Type your National ID Card Number *
আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর দিন না থাকলে NA লিখুন।

Do you have any Disabilities? *
আপনার কোন শারীরিক অক্ষমতা আছে? না থাকলে “No” নির্বাচন করুন।

ইংরেজীতে আপনার বাবার নাম *
ইংরেজীতে আপনার বাবার পুরো নাম লিখুন। বাবা বেঁচে না থাকলে নামের আগে Late লিখুন ।

Your Father’s Living Status *
আপনার বাবা বেঁচে থাকেল “Alive” নির্বাচন করুন, মৃত হলে “Late” নির্বাচন করুন আর পরিবার থেকে বিচ্ছিন্ন হলে “Separated from Family” নির্বাচন করুন

ইংরেজীতে আপনার মায়ের নাম *
ইংরেজীতে আপনার মায়ের পুরো নাম লিখুন। মা বেঁচে না থাকলে নামের আগে Late লিখুন ।

Your Mother’s Living Status *
আপনার মা বেঁচে থাকেল “Alive” নির্বাচন করুন, মৃত হলে “Late” নির্বাচন করুন আর পরিবার থেকে বিচ্ছিন্ন হলে “Separated from Family” নির্বাচন করুন

অভিভাবক এর মোবাইল নম্বর *
ইংরেজীতে আপনার বাবার অথবা মায়ের মোবাইল নম্বর দিন (যাদের বাবা মা বেঁচেনেই তারা অন্য কোন অভিবাবক এর নম্বর দিন )

Your Thana /Police Station Name *
আপনার থানার নাম লিখুন।

আপনার জেলার নাম নির্বাচন করুন *

আপনার বিদ্যালয়ের নাম *
ইংরেজিতে আপনার বিদ্যালয়ের নাম লিখুন। বিদ্যালয়ের নামের পর জেলার নাম লিখে দিবেন। যেমন- Bogra Cantonment Public School, Bogura

আপনার কলেজের নাম *
ইংরেজিতে আপনার কলেজের নাম লিখুন। কলেজের নামের পর জেলার নাম লিখে দিবেন। যেমন- Alipur Model College, Rajshahi

মাসিক প্রাপ্ত অর্থের মোট পরিমান *
আবেদনপত্রের ১.২ অনুচ্ছেদ অনুযায়ী আপনার মাসিক প্রাপ্ত অর্থের মোট পরিমান লিখুন

মাসিক খরচের মোট পরিমান *
আবেদনপত্রের ১.২ অনুচ্ছেদ অনুযায়ী আপনার মাসিক খরচের মোট পরিমান লিখুন

পরিবারের বর্তমান সহায়-সম্পদের মোট মূল্য *
আবেদনপত্রের ৩.১ অনুচ্ছেদ অনুযায়ী আপনার পরিবারের বর্তমান সহায়-সম্পদের মোট মূল্য লিখুন |

পরিবারের বর্তমান গড় মাসিক আয়ের যোগফল *
আবেদনপত্রের ৩.২ অনুচ্ছেদ অনুযায়ী আপনার পরিবারের বর্তমান গড় মাসিক আয়ের যোগফল লিখুন |

HSC পাশের সন *
আপনি কোন বছরে HSC পাশ করেছেন তা নির্বাচন করুন । (শুধু ২০১৯ এবং ২০২০ সালের এইচ.এস.সি পাশ করা শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। তবে আপনার সম্মান শ্রেনির সেশন অবশ্যই ২০২০-২০২১ হতে হবে। )

চতুর্থ বিষয় ছাড়া আপনার HSC এর জিপিএ *
চতুর্থ বিষয় ছাড়া আপনার HSC এর জিপিএ লিখুন। যেমন 4.50 অথবা 4.00 অথবা 5.00

চতুর্থ বিষয় ছাড়া আপনার SSC এর জিপিএ *
চতুর্থ বিষয় ছাড়া আপনার SSC এর জিপিএ লিখুন। যেমন 4.50 অথবা 4.00 অথবা 5.00

বৃত্তি পাওয়ার যথার্থতা (আপনার আবেদনপত্র অনুযায়ী ) *
আপনার আবেদনপত্র এর চতুর্থ পৃষ্ঠার ৫.৩ অনুচ্ছেদ এ যা লিখেছেন তা হুবহু লিখুন। এই ঘরটি বাংলায় অথবা ইংরেজী ভাষায় পূরণ করা যাবে। (তবে বাংলিশ গ্রহণ যোগ্য নয় )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *