bKash Add Money offer, bKash Add Money offer 2022, বিকাশ এড মানি অফার ২০২২, বিকাশ এড মানি অফার ২০২২,

কার্ড সেভ করে অ্যাড মানিতে ১০০ টাকা ক্যাশব্যাক ২০২২ । bkash add money 100 taka bonus

বিকাশে অ্যাডমানি করে বোনাস – 100 Taka bonus for bkash Add Money – Bkash Add money from Card and Get your bonus 2022

বিকাশ বোনাস পাওয়ার নিয়ম –বিকাশ গ্রাহকরা ঘরে বসেই তাদের ভিসা কার্ড বা মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করতে পারবেন। এটি একটি ইনস্ট্যান্ট মানি ট্রান্সফার প্রসেস যা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে হয়ে থাকে। এই সার্ভিসে কোনো চার্জ প্রযোজ্য নয়।

অফারের বিস্তারিত জানুন-১,০০০ টাকা বা তার বেশি অ্যাড মানি করতে হবে। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই ক্যাশব্যাক পাবেন। যে সকল গ্রাহক ভিসা কার্ড বা মাস্টারকার্ড থেকে ২০২০ সালে বিকাশ একাউন্টে অ্যাড মানি করেছেন, কিন্তু ১ জানুয়ারি ২০২১ থেকে ১২ এপ্রিল ২০২১ পর্যন্ত ভিসা কার্ড বা মাস্টারকার্ড থেকে বিকাশ একাউন্টে অ্যাড মানি করেননি তাদের জন্য অফারটি প্রযোজ্য। কার্ড টু বিকাশ, এর ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য। যে বিকাশ একাউন্ট-এ অ্যাড মানি করা হবে, সেই গ্রাহক ক্যাশব্যাক পাবেন। গ্রাহকের একাউন্টে লেনদেনের পরবর্তী কর্ম দিবসে ক্যাশব্যাক দেয়া হবে

bkash add money 100 taka bonus / কার্ড সেভ করে অ্যাড মানিতে ১০০ টাকা ক্যাশব্যাক ২০২২ । bkash add money 100 taka bonus

কার্ড সেইভ করে অ্যাড মানি করলে ১০০ টাকা ক্যাশব্যাক কিভাবে নিবেন জেনে নিন।

bkash add money 100 taka bonus

প্রথমে অ্যাপ থেকে অ্যাড মানি অপশন সিলেক্ট করে, কার্ড টু বিকাশ – এ ক্লিক করুন। তারপর সিলেক্ট ভিসা, তারপর নিজের অ্যাকাউন্ট নাম্বার দিন এবং কত টাকা (১০০০ টাকা বা তার বেশি হতে হবে) অ্যাড মানি করতে চান লিখুন।

অ্যাড মানি ফ্রম নিউ কার্ড – এ ক্লিক করুন। ক্লিক করার পর কার্ড সেইভ করার অপশন দেখবেন তখন সেইভ দিবেন। (***কার্ড সেইভ মাস্ট করতে হবে তা না হলে ক্যাশব্যাক পাবেন না বলে রাখলাম)।

সেইভ করার পর ভিসা কার্ডে সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পে -তে ক্লিক করুন, তারপর ওটিপি আসবে সেটা দিলেই হয়ে যাবে।
ক্যাপশন: সেইভ করার পর ভিসা কার্ডে সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পে -তে ক্লিক করুন, তারপর ওটিপি আসবে সেটা দিলেই হয়ে যাবে। এভাবে কার্ড সেইভ করার পর অ্যাড মানি দুইবার করলে ৫০+৫০ করে সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ৩ কার্যদিবসের মধ্যে কিন্তু অ্যাড মানির পরিমাণ ১০০০ বা তার বেশি হতে হবে।

বিকাশ অ্যাড মানি করে বোনাস পাওয়ার শর্তাবলী ২০২২

  1. গ্রাহকের একাউন্টে লেনদেনের পরবর্তী কর্ম দিবসে ক্যাশব্যাক দেয়া হবে
  2. যদি কোনো গ্রাহকের একাউন্টে প্রতারণামূলক কার্যক্রম ধরা পড়ে, সেক্ষেত্রে বিকাশ উক্ত গ্রাহকের ক্যাম্পেইনে অংশগ্রহণ বাতিলের অধিকার সংরক্ষণ করে
  3. যে সকল বিকাশ গ্রাহকের সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে, শুধুমাত্র তারাই নিজেদের একাউন্ট থেকে লেনদেন করে এই অফারটি উপভোগ করতে পারবেন
  4. ক্যাশব্যাক পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, তাহলে গ্রাহক আর ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাবেন না
  5. গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে ক্যাশব্যাক বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে একবার পুনরায় ক্যাশব্যাক বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক এই অফারের জন্য আর বিবেচিত হবেন
  6. বিকাশ গ্রাহকের একাউন্ট থেকে সফলভাবে লেনদেন সম্পন্ন করলে ক্যাশব্যাক তার একাউন্টে পেয়ে যাবেন
  7. বিকাশ ও অংশগ্রহণকারী ব্যাংকসমূহ কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
  8. কোনো নির্দিষ্ট লেনদেন অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক ক্যাম্পেইনের সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ গ্রাহকের ক্যাশব্যাক বাতিলের অধিকার সংরক্ষণ করে
  9. অ্যাড মানি সার্ভিস-এর ক্ষেত্রে শুধুমাত্র ক্রেডিট কার্ড দিয়ে বিকাশ-এ টাকা আনতে গেলে নির্দিষ্ট ব্যাংক কর্তৃক চার্জ আরোপিত হতে পারে। বিস্তারিত জানতে আপনার ব্যাংকের সাথে যোগাযোগ করুন।

বিকাশে অ্যাডমানি বোনাস অফার কত দিন চলবে?

বর্তমান বিকাশ অ্যাড মানি বোনা অফার স্বল্প মেয়াদী অফার। বিকাশ অ্যাপ দিয়ে ভিসা কার্ড বা মাস্টারকার্ড থেকে ১,০০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানি করলেই পাবেন ১০০ টাকা ক্যাশব্যাক। এই অফারের সময়সীমা হচ্ছে ১৭ মে ২০২১ পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *