ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে করণীয়।
ফুলের টব সহ বাসার ভিতরে ও চারপাশে জমে থাকা পানি অবশ্যই ৩ দিনের মধ্যে ফেলে দিন এবং ৩ দিনের বেশি সময়ের জন্য বাড়ির বাইরে গেলে কমোড ও প্যান ঢেকে রাখুন, পানির পাত্র উল্টিয়ে রাখুন। দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
মশার কামড় থেকে বাঁচতে ছোট বড় সকলে শরীর ঢেকে রাখে এমন কাজড় পরিধান করুন। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে জ্বর থাকলে কোভিড-১৯ এর পাশাপাশি ডেঙ্গু জ্বরের পরীক্ষা (NS1 টেস্ট) করান। ডেঙ্গু জ্বরের পরীক্ষার জন্য দেশের সকল জেলার সিভিল সার্জন বরাবর NS1 কীট সরবরাহ করা হয়েছে। তাই জ্বরের রোগী হাসপাতালে আসলেই চিকিৎসকের পরামর্শত তাকে NS1 পরীক্ষা করান এবং কোন রোগীর ডেঙ্গু শনাক্ত হলে সেই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম -এ পাঠান।
কখন হাসপাতালে ভর্তি হবেন?
- প্রচন্ড পেট ব্যাথা ও অত্যাধিক পানি পিপাসা থাকলে
- ঘন ঘন বমি বা বমি বন্ধ না হলে
- রক্তবমি বা কালো পায়খানা হলে
- দাতেঁর মাড়ি বা নাক থেকে রক্তপাত হলে
- ৬ ঘন্টার বেশি সময় ধরে প্রস্রাব না হলে
- প্রচন্ড শাসকষ্ট হলে
- ডায়রিয়া হলে ও অত্যধিক শারীরিক দুর্বলতা অনুভব করলে
- গর্ভবতী মা, নবজাতক শিশু, বয়স্ক রোগী ডায়াবেটিস ও কিডনী রোগ থাকলে
- শরীরের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেলে (শরীর অস্বাভাবিক ঠান্ড হয়ে গেলে।
বাড়িতে করণীয়
- এ সময় পূর্ণ বিশ্রামে থাকুন।
- স্বাভাবিক খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে লবন যুক্ত তরল খাবার যেমন: খাবার স্যালাইন, ডাবের পানি, ফলের রস, স্যুপ ইত্যাদি খেতে থাকুন।
- ডেঙ্গু জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য কোন ব্যাথার ঔষুধ সেবল করবেন না। (পূর্ণবয়স্কদের: জ্বর/ব্যাথাজনিত কারণে সর্বোচ্চ দৈনিক ৩ গ্রাম বা ৫০০ মি: গ্রা: এর ৬টি ট্যাবলেট, বাচ্চাদের: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
- জ্বর কমাতে কুসুম গরম পানি দিয়ে সারা শরীর মুছে ফেলুন।
কখন ও কিভাবে বাড়িতে চিকিৎসা নিবেন? মুখে পর্যাপ্ত তল খাবার খেতে পারলে খাবেন। প্রতি ৬ ঘন্টায় অন্তত: ১ বার প্রসাব হলে বাড়িতেই থাকবেন। জ্বরের পরীক্ষা ও চিকিৎসার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনীয় হটলাইন ১৬২৬৩ তে ফোন করুন। ডেঙ্গু সংক্রান্ত যে কোন তথ্যের জন্য প্রয়োজনে যোগযোগ করুন-ফোন: ০২-২২২২৮৫৭৪৪, ইমেইল: mpdc_dghs@yahoo.com
জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী, রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।
ডেঙ্গ ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে করণীয় : ডাউনলোড