নতুন ফিচার সোনালী ই ওয়ালেটে

নতুন ফিচার নিয়ে এলো সোনালী ই-ওয়ালেট ২০২৩ । New Feature in Sonali ewallet Update

New Feature in Sonali ewallet Update – বারকোড স্ক্যান অপশন পেতে এখনই অ্যাপটি আপডেট করুন – কিউআর কোডের মাধ্যমে ট্রানজেকশন

Sonali E Wallet Update Features – নতুন ফিচার নিয়ে ই-ওয়ালেট এর নতুন আপডেট প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এখন থেকে বাংলা কিউআর এর মাধ্যমে ই-ওয়ালেট দিয়ে কেনাকাটা করতে পারবেন। এখন থেকে স্কিটো সিমেও রিচার্জ করতে পারবেন। 

তাছাড়া আপনার একাউন্ট, বিইএফটিএন, ওয়ালেট থেকে কি পরিমান ট্রানজেকশন করতে পারবেন, আর অলরেডি করেছেন তাও আপনার ই-ওয়ালেট থেকে জানতে পারবেন। কাজেই দেরি না করে এখনই ই-ওয়ালেট আপডেট করে নিন। আপনার পরিচিত যারা এখনো ই-ওয়ালেটের ব্যবহার শুরু করেনি আজই ব্যবহার করুন।

মোট কথা ক্যাশলেস ট্রানজেকশন করতে সোনালী ই ওয়ালেট এর কোন জুড়ি নেই। সকাল ১১-বিকাল ৪ টা পর্যন্ত যে কোন তফসীলি ব্যাংকে বিএফটিআইএন এর মাধ্যমে খুব সহজেই অর্থ প্রেরণ করুন। কোন ফি ছাড়াই সোনালী ব্যাংক হতে যে কোন বেসরকারি বা সরকারি ব্যাংকে অর্থ ট্রান্সফার করুন মুহুর্তেই।

QR Code স্ক্যান করে এখনই লেনদেন করুন / সোনালী ই ওয়ালেটের নতুন আপডেটে এখন লেনদেন আরও সহজ

ব্যাকডেট ব্যাংক হতে আপডেট ব্যাংকে পরিনত হচ্ছে সোনালী ব্যাংক ই ওয়ালেটের বিভিন্ন সুবিধার জন্য

QR Code by sonali e wallet

Caption: update to enjoy QR code Scanner menu.

সোনালী ই ওয়ালেটের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?

  1. Sonali e Wallet (সালালা ই-ওয়ালেট এ লেনদেন করুন ঘরে বসে।
  2. যেকোন ব্যাংকে টাকা পাঠানাে যায়।
  3. সােনালী ব্যাংকের অন্য হিসাবে টাকা পাঠানাে যায়।
  4. বিল পেমেন্ট করা যায় (বিদ্যুৎ ,পানি ইত্যাদি)
  5. মােবাইল রিচার্জ করা যায়।
  6. ক্রেডিট কার্ডের বিল প্রদান করা যায়।
  7. একাউন্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট দেখুন যতবার ইচ্ছে।
  8. এছাড়াও পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত হবে।
  9. কিভাবে ঘরে বসে Sonali e-Wallet এ যুক্ত হবেন।
  10. আপনার মােবাইল ফোনের Google Play Store (for Android)

আপডেট করলেই ফিচার চলে আসবে?

জি, QR কোড মেন্যু পেতে এখনই গুগল পে স্টোর হতে আপনার মোবাইলে থাকা অ্যাপসটি আপডেট করে নিন। তাহলে লেনদেন আরও সহজ হবে।

3 comments

  1. কারেন্ট এলাউন্ট দিয়ে কি ই ওয়ালেট ব্যবহার করা যায়?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *