শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত হল

নতুন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্তকরণ আদেশ জারি ২০২২

সরকার  ২১৫১টি (১১২২+৬৬৬+১৩৬+১০৯+১৮) শিক্ষা প্রতিষ্ঠান-বিদ্যালয়, উচ্চবিদ্যালয় ও ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তকরণ আদেশ জারি করা হয়েছে। এসব প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের ফলে প্রতিষ্ঠানগুলো বেতন ভাতা বাবদ সরকারি অংশ প্রতিমাসে প্রাপ্ত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ

বেসরকারি মাধ্যমিক-৩ বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

www.shed.gov.bd

নং-৩৭.০০.০০০০.০৭৪.০০২,০০৫,২০২১.১৫৮

তারিখ: ০৬ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ

বিষয়: শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতার (এমপিও) সরকারি অংশ প্রদান।

উপযুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানাে যাচ্ছে যে, নিম্নবর্ণিত ১১২২ (এক হাজার একশত বাইশ) টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার (এমপিও) সরকারি অংশ বর্ণিত শর্তে প্রদান করতে সরকার সম্মত হয়েছেন।

এমপিওভূক্ত করণ আদেশ

১১২২ (এক হাজার একশত বাইশ) টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তকরণ আদেশ: ডাউনলোড

শর্তসমূহ

(১) শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়াদি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা-২০২১ অনুযায়ী কার্যকর হবে।

(২)সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীদের যােগ্যতা/অভিজ্ঞতা নিয়ােগকালীন বিধি-বিধান ও সংশ্লিষ্ট পরিপত্র মােতাবেক প্রযােজ্য হবে;

(৩) শিক্ষক নিবন্ধন চালু হওয়ার পূর্বে বিধিসম্মতভাবে নিয়ােগপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীগণ এমপিওভুক্তির সুযােগ পাবেন। পরবর্তীতে নিয়ােগপ্রাপ্ত শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ প্রযােজ্য হবে;

(৪) এমপিওভুক্তির জন্য বিবেচিত হওয়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী কাম্য যােগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে, সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। পরবর্তীতে কাম্য যােগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে;

(৫) যে সকল তথ্যাদি ভিত্তি করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে, তার কোনােটি ভুল বা মিথ্যা প্রমাণিত হলে এমপিও বাতিলসহ তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(৬) শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির এ আদেশ, জারির তারিখ থেকে কার্যকর হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে,

(সােনা মনি চাকমা)

উপসচিব

ফোন: ৯৫৪০৫১৭

ই-মেইল: [email protected]

  • ১১২২ (এক হাজার একশত বাইশ) টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তকরণ আদেশ: ডাউনলোড
  • ৬৬৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তকরণের আদেশ ২০২২ : ডাউনলোড
  • ১৩৬ টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তকরণ আদেশ ২০২২: ডাউনলোড
  • ১০৯টি উচ্চমাধ্যমিক কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তকরণ আদেশ ২০২২: ডাউনলোড
  • ১৮টি ডিগ্রি কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তকরণ আদেশ ২০২২: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *