Pay Fixation – Manual Pay fixation is now closed. This is high time to complete pay fixation by online process. This is very simple and easy, and anyone can be done online by putting some information.

ibas++ and Payfixation.gov.bd website are now integrated, so if you have done a pay fixation, that will automatically affect to ibas++ basic salary. So it is not possible to change your ibas++ or EFT basic without changing payfixation.gov.bd basic changes by online pay fixation.

No technical knowledge is required to get online pay fixation. Just some information is required to input and makes submit done. If you are a government staff, you can do it. Go to ibas.finance.gov.bd/ibas2/Fixation this website  Press Next and checkmark. I read it click next, and select your desired pay fixation process like larger scale, repay fixation, time scale, Pay protection, etc.

উচ্চতর গ্রেডে বেতন নির্ধারণ পদ্ধতি / ibas++ salary in bangladesh 2023-24

ইনক্রিমেন্ট বের করার নিয়ম / কোন টেকনিক্যাল জ্ঞান ছাড়া আপনিও অনলাইনে পে ফিক্সেশন করে ফেলতে পারেন প্রয়োজন শুধুমাত্র একটু সতর্কতা।

pay fixation

Caption: Pay fixation ছাড়া কি বেতন পাওয়া যাবে? উত্তর হচ্ছে না। অনলাইন পে ফিক্সেশন বাধ্যতামূলক। পে ফিক্সেশন ছাড়া বেতনের কোন পরিবর্তন করা যাবে না।

কোন কোন ক্ষেত্রে পে ফিক্সেশন প্রয়োজন হয়?

  1. সাময়িক বরখাস্তের পর পুনর্বহালের ক্ষেত্রে ;
  2. চাকুরীচ্যুতির পর পুনর্বহালের ক্ষেত্রে ;
  3. ছুটি থেকে প্রত্যাবর্তনের পর বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  4. প্রেষনকালে বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  5. পদের বেতন গ্রেড উন্নীত করার কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  6. আত্মীকরণের ক্ষেত্রে ;
  7. ছুটিকালীন বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  8. বার্ষিক বেতন বৃদ্ধির কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  9.  পদোন্নতি প্রাপ্তিতে বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  10. চাকুরীতে সরাসরি নিয়ােগের বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  11. অক্ষমতাজনিত অবসর গ্রহণের পর পুনঃ নিয়ােগের দরুণ বেতন নির্ধারণের
  12. চুক্তিভিত্তিক নিয়ােগের ক্ষেত্রে ;
  13. বদলিজনিত কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে ; ইত্যাদি।
  14. পেনশন ও অনুতােষিক নির্ধারণের উদ্দেশ্যে বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  15. দক্ষতাসীমা অতিক্রমের ক্ষেত্রে ;
  16. চাকুরীর সমতা আনয়ণের প্রয়ােজনীয়তার ক্ষেত্রে ;
  17. চাকুরীতে পদোন্নতির ক্ষেত্রে ;
  18. সংযুক্ত নিয়ােগলাভ করিবার ক্ষেত্রে ;
  19. কোন স্থায়ী পদে বাস্তবভাবে নিয়ােগলাভ করিবার ক্ষেত্রে ;
  20. কোন পদে স্থায়ীকরণের ক্ষেত্রে ;
  21. একটি পদে নিয়ােজিত অবস্থায় অন্য কোন পদে থাকা নিযােগ লাভ করিবার ক্ষেত্রে ;
  22. টাইম স্কেল/ …… প্রাপ্তির ক্ষেত্রে ;
  23. জাতীয় বেতন স্কেলে প্রবর্তনের ক্ষেত্রে ;
  24. উচ্চতর গ্রেড প্রাপ্তির কারণে বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  25. সাময়িক বরখাস্তকালে বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  26. বৈদেশিক চাকুরী হইতে প্রত্যাবর্তনের পর বেতন নির্ধারণের ক্ষেত্রে ;
  27.  দণ্ড দানের ক্ষেত্রে ;

অনলাইন পে ফিক্সেশন যদি ভুল হয়?

অনলাইন পে ফিক্সেশন-পে ফিক্সেশন বা অনলাইনে বেতন নির্ধারণ ভুলভাবে দাখিল করে থাকলে তা আপনি হিসাবরক্ষণ অফিসের মাধ্যমে বাতিল করতে পারবেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসের ক্যাশ পিয়নের মাধ্যমে দাখিলকৃত পে ফিক্সেশন বাতিল করে পুনরায় তা দাখিল করুন।

Pay Fixation Rules and Regulations । একনজরে বেতন নির্ধারণ বিষয়াবলি যা জানা জরুরি