সকল বিধি বিধান ও স্বাস্থ্য বিধি কঠোরভাবে অনুসরণ করত: আসন্ন ইদু আযহা ‘২১ উপলক্ষ্যে ১৫ জুলাই ২০২১ হতে ২২ জুলাই ২১ পর্যন্ত (ঈদের দিন ব্যতিত) ঘরমুখো জনগণের চাহিদার প্রেক্ষিতে পূর্বাঞ্চল নিম্নোক্ত ট্রেনসমূহ পরিচালনা করা যেতে পারে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) এর কার্যালয়
বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম।
নং-৫৪.০১.১৫০০.১০৮.০৩.০২২.১৮.৭২১; তারিখ: ১৩/০৭/২০২১
বিষয়: করোনা মহামারীর কারণে বন্ধকৃত আন্তনগর ও মেইল এক্সপ্রেস ট্রেন যোগাযোগ পুনরায় সীমিত আকারে চালুকরণ প্রসঙ্গে।
সরকার প্রেস বিজ্ঞপ্তি জানানো হয় ১৫-২২ জুলাই ২০২১ সীমিত আকারে গণপরিবহন চালু হতে পারে। এপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রদত্ত সকল বিধি বিধান ও স্বাস্থ্য বিধি কঠোরভাবে অনুসরণ করত: আসন্ন ইদু আযহা ‘২১ উপলক্ষ্যে ১৫ জুলাই ২০২১ হতে ২২ জুলাই ২১ পর্যন্ত (ঈদের দিন ব্যতিত) ঘরমুখো জনগণের চাহিদার প্রেক্ষিতে পূর্বাঞ্চল নিম্নোক্ত ট্রেনসমূহ পরিচালনা করা যেতে পারে।
তালিকা সংযুক্ত
১৫-২২ জুলাই ২১ পর্যন্ত পাশ্বেল ট্রেন বন্ধ থাকবে।
যাত্রীবাহী ট্রেন পরিচালনা বন্ধ থাকা সাপেক্ষে ২৩ জুলাই ২০২১ তারিখ পার্শ্বেল ট্রেন যথারীতি চলাচল করবে।
উল্লিখিত ট্রেনসমূহের সাপ্তাহিক বন্ধের দিন কার্যকর থাকবে।
উপর্যুক্ত প্রস্তাবনার ভিত্তিতে আসন্ন ঈদুল আযহা ২১ উপলক্ষ্যে ট্রেন চলাচলের বিষয়ে সদয় পরবর্তী নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
(এ এম সালাহ উদ্দীন
চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব)
০১৭১১৫০৬১০৯
বন্ধকৃত আন্ত:নগর ও মেইল এক্সপ্রেস ট্রেন যোগাযোগ পুনরায় চালুকরণ সংক্রান্ত।: ডাউনলোড