বাংলাদেশ রেলওয়ে টিকিট ট্রেনের টিকিট ক্রয় Bangladesh Railway অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় বাংলাদেশ রেলওয়ে টিকিট মূল্য বিকাশের মাধ্যমে ট্রেনের টিকিট ট্রেনের অগ্রিম টিকেট ট্রেনের টিকিট অনলাইনে কাটার নিয়ম ২০২০

বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন!

বাংলাদেশ রেলওয়ের আন্ত:নগর ট্রেনের বর্তমানে ইস্যুকৃত টিকিট সংখ্যার (কোচের ধারণকৃত ৫০ শতাংশ) অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপস এর মাধ্যমে এবং অবশিষ্ট অর্ধেক টিকিট রেলওয়ে কাউন্টারের মাধ্যমে সকাল ৮.০০ ঘটিকা হতে অগ্রীম ব্যবস্থাপনায় ইস্যু করা;

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহাপরিচালকের কার্যালয়

রেলভবন, ঢাকা।

নম্বর: ৫৪.০১.২৬.০০.০০৭.১৮.০০৪.০৮.১৪৪; তারিখ: ০১ জুন ২০২১

বিষয়: করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ে সূত্রস্থ পত্রের অনুবৃত্তিক্রমে বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রয়ের ক্ষেত্রে নিম্নোক্ত সংশোধনী করা হলো:

ক) বাংলাদেশ রেলওয়ের আন্ত:নগর ট্রেনের বর্তমানে ইস্যুকৃত টিকিট সংখ্যার (কোচের ধারণকৃত ৫০ শতাংশ) অর্ধেক টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপস এর মাধ্যমে এবং অবশিষ্ট অর্ধেক টিকিট রেলওয়ে কাউন্টারের মাধ্যমে সকাল ৮.০০ ঘটিকা হতে অগ্রীম ব্যবস্থাপনায় ইস্যু করা;

খ) কাউন্টার ও মোবাইল অ্যাপ/ অনলাইন কোটার অবিক্রিত টিকিট যাত্রা শুরুর ৪৮ (আটচল্লিশ) ঘন্টা পূর্ব হতে যুগপৎভাবে অর্থাৎ যে কোন মাধ্যমে ইস্যু করা হবে।

গ) সূত্রস্থ (৪) নং পরিপত্র অনুযায়ী বর্তমানে প্রচলিত নিয়মানুসারে আন্ত:নগর ট্রেনের টিকিট ফেরত প্রদান (রিফান্ড) করা হবে।

টিকিট ইস্যুর উপরিল্লিখিত সংশোধনীসমূহ আগামী ০৮ জুন ২০২১ তারিখ হতে কার্যকর হবে। এক্ষেত্রে সময়ে সময়ে জারীকৃত টিকিট ইস্যু এবং স্বাস্থ্যবিধি পরিপালন করার অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।

(মো: নাহিদ হাসান খাঁন)

উপ-পরিচালক (টিসি)

 

বাংলাদেশ রেলওয়ের যাত্রীবাহী ট্রেনসমূহের টিকিট ইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তন: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *