সরকারি সেবার যে কোন ফর্ম এখন অনলাইনেই পাওয়া যায় – ফর্ম সংগ্রহের জন্য আর কোন দৌড়াদৌড়ি নয় – বিভিন্ন ফরম ডাউনলোড
সরকারি চাকরির ফরম ২০২২- সরকারি চাকরির জন্য এখন যে কোন ভাবে বা মন মত ফরম্যাট ব্যবহার করলেই চলবে না। সরকার নির্ধারিত ফর্ম ব্যবহার করতে হবে। আপনি চাইলেই এখন সিভি ফরম্যাটে বা বেসরকারি চাকরির ফরম্যাট ব্যবহার করে সরকারি চাকরিতে আবেদন করতে পারবেন না। যদিও বর্তমানে অনলাইনে টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে সরকারি চাকরির আবেদন করতে হয়। তবুও বিভিন্ন ক্ষেত্রে নির্ধারিত ফরম সংগ্রহ করেই আবেদন করতে হবে। চাকুরী আবেদন ফরম ডাউনলোড PDF or Word docx
বাংলাদেশ ফরম – সকল সেবার ফরম এক ঠিকানায়। হ্যাঁ একটি ওয়েবসাইট হতেই আপনি সরকারি সেবা প্রাপ্তির সকল ফরম সংগ্রহ করতে পারবেন। forms.mygov.bd এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি দপ্তর অনুসারে বা পূরণকৃত নমুনা ফরম পেতে পারেন। অর্থ ও ব্যাংক, আইন শৃংখলা ও আদালত, কৃষি ও সার, চাকরি সংক্রান্ত , নিবন্ধন সংক্রান্ত, পরিবেশ ও বন, পুরস্কার প্রাপ্তির আবেদন ইত্যাদি ফর্ম সংগ্রহ করতে পারবেন।
লীজ নবায়ন আবেদন ফরম-হ্যাঁ কোর্ট অব ওয়ার্ডস ভাউয়াল রাজ স্টেট এর লীজ নবায়ন বা পুন:চুক্তিকরণ ফরম সংগ্রহ করতে পারবেন। ভূমি সংস্কার বোর্ড কর্তৃক প্রস্তুতকৃত ইজারা নবায়ন ফর্মের মাধ্যমে আপনি ইজারা সময়সীমা বৃদ্ধি করতে পারবেন। এজন্য আবেদন কারীকে লীজ নবায়ন আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
সরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির জন্য বাংলাদেশ ফর্ম এন্ড পাবলিকেশন্স অফিস হতেও আপনি বিভিন্ন প্রকার ফরম সংগ্রহ করতে পারেন। অনলাইন পোর্টালে পুরাতন ও নতুন সকল ধরনের ফর্ম বিদ্যমান রয়েছে। যেমন- ফরম নং টিআর-৩১ (রাজস্ব ফেরত প্রদানের বিল), ফরম নং টিআর-১৩ (গেজেটেড সরকারি কর্মকর্তার বেতন বিল), ফরম নং টিআর-৬ (চালান ফরম), ফরম নং টিআর-৫৬ (ছোট)(সাধারণ ভবিষ্য তহবিল বিযুক্তির ফর্দ), ফরম নং টিআর-৫৬ (বড়)( সাধারণ ভবিষ্য তহবিল কর্তনের তফসিল), ফরম নং টিআর-৩৮(সরকারী হিসাবে জমাকৃত অর্থ ফেরত প্রদানের আদেশ ও ভাউচার)। আরও দেখতে এখানে ক্লিক করুন।
ফর্ম সংগ্রহের জন্য এখন আর অফিসে অফিসে ঘুরতে হয় না/ যে কোন সেবার ফর্মের জন্য আপনি অনলাইনে খোজাখুজি করতে পারেন। চাইলে এখানে দেওয়া লিংক হতেও ডাউনলোড করতে পারেন।
Caption: Click here to download form
বিভিন্ন ফরম ডাউনলোড । উপরের ফরম সমূহ পেতে অনুগ্রহ করে নিচের অপশনে ক্লিক করুন।
- মৃত্যু নিবন্ধন আবেদন ফরম
- মেশিন রিডাবল পাসপোর্ট ফরম
- ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম
- পেনশন ফরম
- টেলিফোন সংযোগের জন্য আবেদন ফরম
- বিদেশে কর্মসংস্থানের জন্য জনশক্তি অফিসের আবেদন ফরম
- মেশিন রিডাবল ভিসা ফরম
- জন্ম নিবন্ধন আবেদন ফরম
- জাতীয় পরিচয় পত্র সংশোধন ফরম
- ভূমি বিষয়ক -নামজারি আবেদন ফরম
- খাস জমি বন্দোবস্তো ফরম অংশ ১+ অংশ ২
কি কি ধরনের ফর্ম এখানে পাওয়া যাবে?
আপনি মোট ৮টি ফর্ম পাবেন। যেমন– Death Application Form -4.doc, pdf MRP Application Form-combined1 28-10-10.pdf, pdf licence_form_15_05_06.pdf, pdf Pension form2.1.pdf, doc BTCL_Dial-up_application_form.doc, pdf EmployRegistrationForm.pdf, pdf MACHINE READABLE VISA FORM.pdf
pdf Application Form.pdf, pdf nirbachon form.pdf, jpg vv01.jpg, pdf kas jomi 1.pdf, pdf kas jomi 2.pdf.