Land Book Download 2023 । ভূমি রেজিস্ট্রেশন ও জমি সংক্রান্ত আইনের বই PDF ডাউনলোড
বাংলাদেশের প্রতিটি মানুষের কিছু না কিছু জমি রয়েছে। জমি সংক্রান্ত জটিলতা এড়াতে অবশ্যই প্রত্যেক মানুষকে অবশ্যই ভূমি আইন জানা জরুরী। ভূমি আইন সম্পর্কে সাম্যক ধারণা নিতে অবশ্যই নিচে সংযুক্ত বইটি ভাল করে পড়ে নেওয়া উচিৎ।
বাংলাদেশের ভূমি আইন হলো “ভূমি আইন, ২০১৯”। এই আইনটি পূর্বের ভূমি আইন, ১৯৬১ এবং ভূমি আইন (সংশোধন) আইন, ২০০৯ এর পরিবর্তে আনা হয়েছে। এই আইনটি বাংলাদেশে ভূমি ও জমি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বিধিমালা স্থাপন করে। আইনটি প্রধানতঃ ভূমি ও জমি সম্পদ পরিচালনা, ভূমি ও জমি বিক্রয় ও ক্রয়, জমি দাখিল ও স্বামীকের আবেদন প্রক্রিয়া, জমি উন্নয়ন ও বিকাশ সম্পর্কিত বিধিমালা নিয়ে বিস্তারিত বিবরণ করে।
এছাড়াও, এই আইনটি বাংলাদেশের জমি ও ভূমি সংস্কার সম্পর্কিত নীতিমালা স্থাপন করে এবং নির্দেশ করে যে, জমি বিভিন্ন উপকরণ ও প্রকল্পের জন্য ব্যবহৃত হতে পারে যা পরিবেশ ও স্বাস্থ্যের সম্পর্কে ভদ্রমহিলা নয়। ভূমি আইন ও বিভিন্ন নীতিমালা দেখুন এখানে
সূচীপত্র
- জমি ক্রয়-বিক্রয়ের সতর্কতা অবলম্বনের জন্য কয়েকটি প্রয়োজনীয় পরামর্শ।
- জমি ও অন্যান্য সম্পত্তি হস্তান্তরের দলিল ও রেজিস্ট্রেশণের নিয়ম।
- জমি ও সম্পত্তি হস্তান্তর রেজিস্ট্রেশন সংশোধিত। আইন।
- খতিয়ান।
- নামজারি।
- নামজারি ও খারিজের আইন।
- জমি ক্রয় বিক্রয়
- নদীতে ভেঙ্গে যাওয়া ও জেগে উঠা ভূমি সংক্রান্ত আইন।
- জরিপ
- ভূমি জরিপের শ্রেণী বিভাগ কয়টি।
- জরিপ কার্য রৈখিক মাপ ৬ চেনের মাপের সূত্র।
- জরিপ বিষয়ক কতগুলো শব্দের অর্থ।
- সম্পত্তি হস্তান্তরের নমুনা ফরম ব্যবহার সম্পর্কিত সরকারী গেজেট।
- সম্পত্তি হস্তান্তর দলিলের নমুনা ফরম।
- ভূমি বা জমি-১৯৪।
- আনা গন্ডার সূত্র।
- কানি গন্ডার সূত্র।
- রেনু ধুনের সূত্র।
- বিঘা, কাঠা ছটাকের হিসাব।
- গন্ডা।
- জমির অগ্র-ক্রয়াধিকার ক্রয় আইন।
- প্রি-এমশনে অধিকার পাবার যোগ্যতা।
- যাদের পক্ষ করতে হবে।
- ভূমি বা জমির ক্ষেত্র।
- বৃত্ত।
- বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র।
- ত্রিভূজ।
- চতুর্ভূজ।
- এক নজরে কানি গন্ডার সূত্রাবলী।
- একর শতকের সূত্রাবলী।
- এক নজরে একর শতকের সূত্রাবলী।
- একর হেক্টরের সূত্র।
- জরিপকালে ভূমি মালিকের করণীয়।
- জমি ক্রয়কালে ক্রেতাকে যা জানতে হবে।
- নকশায় প্লট বা দাগ পরিমাপ।
- নকশার সাংকেতিক চিহ্নসমূহ।
- জরিপ নকশায় ব্যবহৃত প্রচলিত প্রতীক চিহ্নসমূহ।
- আর.এস. ম্যাপের নমুনা।
- এস.এ ম্যাপের নমুনা শীট।
- বি.এস. ম্যাপের নমুনা শীট।
- একটি আধুনিক দলিলের নমুনা।
- প্রতিষ্ঠানের নামে দলিল লেখার নিয়ম।
- নাবালকের দলিল দাখিলের বিধান।
- উইল ও ওছিয়তনামা।
- ওয়াকফ কেন , কিভাবে করবেন।
- মোক্তারনামা যেভাবে করবেন।
- দেবোত্তর সম্পত্তি।
- দখলের ভিত্তিতে মালিকানা দাবি।
- ভূমি হতে বেদখল হলে প্রতিকার পাবার পদ্ধতি।
- “বাড়ি ভাড়ার চুক্তিপত্র” নমুনা।
- “ফ্ল্যাট ভাড়ার চুক্তিপত্র” নমুনা।
- ভাড়াটিয়া উচ্ছেদ সংক্রান্ত নোটিশ।
- এওয়াজ বদল দলিল।
- লিজনামা।
- বন্ধকনামা।
- মুসলিম উত্তরাধিকার আইন (ফারায়েজ) সম্পদ বন্টন।
- ফারায়েজ অনুযায়ী ১২ জন অংশীদার যেভাবে সম্পত্তি পাবে।
- হিন্দু উত্তরাধিকার আইন।
- হিন্দু আইনে প্রয়োগ ক্ষেত্র।
সহজ পদ্ধতিতে ভূমি রেজিস্ট্রেশন ও জমিজমা সংক্রান্ত আইন-PDF সহ: ডাউনলোড
Pingback: জমি জমা ক্রয় সংক্রান্ত আইন ও নিয়মাবলী। - Technical Alamin
এই বইটা কিভাবে কিনতে পারি?
আমার এক কপি দরকার
ডাউনলোড করে নিন।
01818449949
I’d like to request you for any update on land sale and registration laws.
Thanks
Ok Pls
অনেক ভালো হইসে , পরে অনেক উপকার হইসে
অনেক ভালো হইছে
অনেক ভালো হইসে পরে অনেক তথ্য পাইছি