মুসলিম বিবাহ ও তালাক আইন । নিবন্ধন না করলে ২ বছর কারাদন্ড বা ৩০০০ টাকা জরিমানা বা উভয় দন্ড হতে পারে

মুসলিম বিবাহ ও তালাক আইন । নিবন্ধন না করলে ২ বছর কারাদন্ড বা ৩০০০ টাকা জরিমানা বা উভয় দন্ড হতে পারে

গত বছরই বিবাহ নিবন্ধন ব্যয় বৃদ্ধি করা হয়েছে-এতে করে প্রায় ১.৫-২ গুন অর্থ অতিরিক্ত গুনতে হবে – মুসলিম বিবাহ ও তালাক আইন

বিবাহ নিবন্ধন আইন সংশোধন –গত ২১ ডিসেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। ‘মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস (রেজিস্ট্রেশন) অ্যাক্ট, ১৯৭৪’- এ দেয়া ক্ষমতা বলে তারা এ বিধিমালা সংশোধন করে। ২৯ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি হয়, নতুন বছর হতেই সংশোধনী কার্যকর হয়েছে।

বিবাহ ও তালাক সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন একজন নিকাহ রেজিস্ট্রার ৫ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১৪ টাকা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। আগে ৪ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি এক হাজার টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১২ টাকা ৫০ পয়সা হারে বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারতেন কাজী। প্রতি হারে ১.৫০ পয়সা ব্যয় বাড়ানো হল।

বিধিমালা অনুযায়ী, দেনমোহরের পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে এর পরের প্রতি এক লাখ টাকা দেনমোহর বা এর অংশ বিশেষের জন্য ১০০ টাকা বিবাহ নিবন্ধন ফি আদায় করতে পারবেন। তবে দেনমোহরের পরিমাণ যা হোক না কেন, ফি ২০০ টাকার কম হবে না। এদিকে, তালাক নিবন্ধনের ফিও বাড়ানো হয়েছে। একজন নিকাহ রেজিস্ট্রার তালাক নিবন্ধনের জন্য ৫০০ টাকা ফি নিতে পারতেন। সংশোধিত বিধিমালা অনুযায়ী, এখন তা বেড়ে হলো এক হাজার টাকা।

তাই বিবাহ নিবন্ধনের পরই সেটির কপি গ্রহণ করুন / বিবাহ নিবন্ধন না করলে শাস্তি ও জরিমানা গুনতে হবে

বিবাহের দেন মোহর প্রতি হাজার বা অংশ বিশেষের জন্য ৫ লক্ষ পর্যন্ত  ১৪ টাকা প্রযোজ্য হইবে।

Caption: Check Reference

কাবিন যত বেশি হবে কাজির আয় তত বেশি?

  • রেজিস্ট্রেশন খরচ বিবাহ বা তালাক দুটি ক্ষেত্রেই ১০০০ টাকা নির্ধারিত থাকলেও কাজীর আয় নির্ভর করবে যত বেশি কাবিন বা দেনমোহর ধার্য থাকবে তার উপরই।
  • কাজি রেজিস্ট্রিকৃত হলেও তাদের আয়ের বড় অংশই হল বিবাহ রেজিস্ট্রের মাধ্যমে আয়।
  • ৫ লক্ষ পর্যন্ত প্রতি হাজারে ১৪ টাকা এবং পরবর্তী প্রতি লাখে ২০০ টাকা হারে হাদিয়া প্রাপ্য হইবে।

বিবাহ রেজিস্টার বা কাজীর নম্বর কিভাবে পাবো?

জি হ্যাঁ। সারাদেশের বিবাহ নিবন্ধকগণের ডিজিটাল ডাটাবেইস তৈরি করা হয়েছে। আপনি অনলাইন হতে বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করে ইউনিয়ন পরিষদ সিলেক্ট করে কাজী বা বিবাহ ও তালিক রেজিস্টারের তথ্য পেতে পেতে পারেন। আপনি marriage.gov.bd/nikahregistrar এই ওয়েবসাইট ভিজিট করে মুসলিক বিবাহ নিবন্ধকের তালিকায় ক্লিক করুন। বিভাগ সিলেক্ট করে সাবমিট করুন। উপজেলা ক্লিক করলে উপজেলার তালিকা দেখাবে। সেখান থেকে উপজেলায় ক্লিক করে ইউনিয়ন নির্বাচন করুন। নিবন্ধক সম্পর্কিত সমস্ত তথ্য পাবেন।

মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন ফি সংশোধন ২০২৩ । বিয়ে ও ডিভোর্স খরচ বেড়ে গেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *