টাকা বিনিময়ের সর্বোত্তম মাধ্যম। এটি রাষ্ট্রীয় সম্পদ। টাকা মুদ্রণে প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। কিন্তু সযত্ন ব্যবহার দ্বারা টাকার আয়ুস্কাল বৃদ্ধির মাধ্যমে এ ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে সাশ্রয় করা সম্ভব হয়। একজন সচেতন নাগরিক হিসেবে টাকা ব্যবহারকালে নিম্নোক্ত বিষয়ে সচেতন থাকুন।
১। নোট মোঁচরানো বা ভাজ করা, পানিতে ভেজানো বা ভেজা হাতে নোট ধরা থেকে বিরত থাকুন।
২। নোটে আগুনের আঁচ / তাপ লাগাবেন না।
৩। পরিধেয় বস্ত্রের সাথে নোট গুজেঁ রাখার অভ্যাস পরিত্যাগ করুন।
৪। বিছানার নিচে, বাশেঁর খুটিঁর ভেতর, মরিচাযুক্ত টিনের কৌটায়, রং/ মসলার পাত্রসহ অনিরাপদ স্থানে টাকা সংরক্ষণ করবেন না।
৫। নোট নিয়ে অযথা টানা-হ্যাঁচড়া করবেন না।
৬। ব্লেড/ছুরি/ধারালো কিছু দিয়ে নোটে কাটাকাটি করবেন না।
৭। অবুঝ শিশুদের হাতে নোট দেয়া থেকে বিরত থাকুন।
৮। পরিচ্ছন্ন ও নিরাপদ স্থানে টাকা সংরক্ষণের অভ্যাস গড়ে তুলুন।
৯। নোটের উপর যে কোন ধরনের লেখা থেকে বিরত থাকুন।
সৌজণ্যে: বাংলাদেশ ব্যাংক