23 comments

  1. আবেদন কি শুরু করা যাবে, সার্ভার কি চালু হয়েছে। শিক্ষার্থীর স্বাক্ষর কীভাবে দিতে হবে উল্লেখিত আবেদনে?

      1. আমরা যারা ডিগ্রি ২য় বর্ষে যাদের এক বিষয়ে ফেইল আসছে, সর্বশেষ পরিক্ষার ফলাল কোনটি দিতে হবে, প্রথম বর্ষের পরিক্ষার মার্কশীট নাকি ইন্টারমিডিয়েট মার্কসিট।

  2. আমি তো কলেজ ভর্তি আছি।সামনে বছর ইন্টার সেকেন্ড ইয়ার উঠবো।এর জন্য কি আবেদন করা যাবে?

      1. আবেদন করার পর ভুল হলে সংশোধন করার করনীয় আছে কী?

  3. ডিগ্রি ২বর্ষ যাদের ১বিষয়ে খারাপ হইছে কিন্তু প্রমটেড তারা আবেদন করতে পারবে

  4. যারা ডিগ্রি প্রথম বর্ষ থেকে ২য় বর্ষে উটেছে এক বিষয়ে খারাপ হয়েছে তারা কীভাবে জিপিএ দিবে, আবেদন করার সময় সর্বশেষ পরিক্ষার জিপিএ যাচ্ছে, সিস্টেমে ৪.০০, ও ৫.০০ এই দুইটি দেখায় পাস বা promoted লেখার সিস্টেম নেই, একেত্রে আমি কি জিপিএ ৪.০০ দিয়ে দিলে আবেদন হবে।

  5. আবেদন করার পরের ধাপ গুলো কী? আবেদন কপি প্রিন্ট করে আর আবেদনের ফর্ম এই দুটি কলেজে জমা দিতে হবে, বা কতদিন পর জমা দিতে হবে, আবেদনের কতদিন পর এসএমএস আসবে।

  6. অভিভাবকের জমির পরিমান ২৫ শতাংশ দিয়ে কী আবেদন করা যাবে। সিটি করপোরেশন উপজেলা ছাড়া, গ্রাম এলাকায়।

  7. কেউ কি আবেদন করতে পারছেন?সরকারি ওয়েব সাইড মানে স্লো😡😡

  8. আমি বার বার চেষ্টা করে ব্যর্থ হচ্ছি

    1. ভাই আমার ও একই সমস্যা। সার্ভার এ ডুকতেই পারতেছি নাহ

          1. আজতো শেষ দিন। সার্ভার ডাউন থাকতেই পারে। শেষের কিছুদিন খুবই চাপ সাভার স্লো থাকছে।

          1. সরকারি ওয়েবসাইটগুলোর এই যা সমস্যা। কি করবেন ভাই………এই দফায় বাদ ই পড়ে যাচ্ছেন তাহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *