সরকারি কর্মচারীর সন্তানদের শিক্ষা বৃত্তির আবেদনপত্র যাচাই বাছাই – Staff’s Children Scholarship – Stipend for Govt. Staff
শিক্ষা বৃত্তির শর্ত শিথিল – কোভিড-১৯ এর কারণে যে সকল প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার মার্কশীট গ্রহণযােগ্য বলে। বিবেচিত হবে। তবে কোন কর্মচারী তার সন্তানের মার্কশীট না দিয়ে প্রত্যয়ন পত্র দিলেও তা গ্রহণযােগ্য হবে।
আবেদনসমূহ বাছাই করার জন্য প্রত্যেক ইউজারগণ তার ড্যাশবাের্ডের কর্মরত (১৩-২০ গ্রেড)” এ গিয়ে ডায়েরি নম্বর দিয়ে। বাছাই করতে পারবেন। অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ Print Out করে যাচাই-বাছাই ও অডিটের জন্য সংরক্ষণ করতে হবে।
২০২১ সালে যে সকল ছাত্র/ছাত্রী এস.এস.সি ও এইচ.এস.সি পাশ করেছে তাদের ক্ষেত্রে অনলাইন মার্কশীট গ্রহনযােগ্য হবেনাতবে যারা কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদেরকে অবশ্যই কলেজ প্রধান অথবা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান কর্তৃক সুপারিশ নিতে হবে। যে সকল ছাত্র/ ছাত্রী কোনাে বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি এখনাে ভর্তি হতে পারেননি তাদের ক্ষেত্রে পূর্বের কলেজ অর্থাৎ যে কলেজ থেকে সে এইচ.এস.সি পাশ করেছে সেই কলেজের প্রধান কর্তৃক আবেদনে সুপারিশ গ্রহণ করতে হবে।
Scholarship Application will be declined / যে সকল কারণে আবেদন বাতিল হতে পারে।
যদি আবেদনকারী ফলাফলের স্থানে Promoted লিখে আর মার্কশীটে তার নম্বর কম থাকে সেক্ষেত্রেও তার আবেদন বাতিল বলে গন্য হবে। তবে প্রত্যয়নপত্র দিলে আবেদন গ্রহণযােগ্য হবে। অনার্স/ মাস্টার্স/মেডিকেল কলেজ/ ইঞ্জিনিয়ারিং/ কৃষি (১ম/ ২য়/ ৩য়/ ৪র্থ ৫ম বর্ষ) অধ্যয়নের ক্ষেত্রে যদি ফলাফল Promoted সিলেক্ট করে সেক্ষেত্রে আবেদনটি গ্রহণযােগ্য হবে।
Caption: 13-20 staff scholarship application will be sorted by criteria of terms and rules
How to apply for Govt. Staff Scholarship or his/her Children
- প্রথমে আপনি আপনার ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে নিন। অতপর আপনি eservice.bkkb.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সম্পন্ন করুন। আপনার তথ্য ও সন্তানের তথ্য এবং ব্যাংক হিসাবের তথ্য দিন।
- প্রিন্ট করে দপ্তর প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর নিন।
- আবেদনপত্র স্ক্যান করে আপলোড করুন এবং সন্তানের মার্কশীট আপলোড করুন।
- চূড়ান্তভাবে আবেদন দাখিল করুন। ব্যাস কাজ শেষ।
তথ্য এন্ট্রি ভুল হলে আবেদনপত্র বাতিল হবে?
ভুল তথ্য প্রদানে আবেদন বাতিল–নম্বরপত্র অস্পস্ট দাখিল করলে সেক্ষেত্রে আপত্তি প্রদান করা যাবে। নম্বরপত্রে অবশ্যই সত্যায়িত থাকতে হবে। সত্যায়িত না থাকলে সেক্ষেত্রে আপত্তি প্রদান করা যাবে। ৬ষ্ঠ থেকে এইচ.এস.সি পর্যন্ত কেউ যদি জিপিএ ৩ পয়েন্ট এর কম এবং ভুল তথ্য প্রদান করে তবে তার আবেদন বাতিল হবে।