কল রেট কমানোর উপায়, টেলিটক কলরেট অফার ২০২২, কলরেট ভ্যাট ২০২২, কোন সিমের কল রেট কত,

সবচেয়ে কম কলরেট কোন সিমে ২০২২ । টেলিটক প্যাকেজে মিনিটে সব সহ কলরেট ৬৩ পয়সা

মোবাইল অপারেটরগুলো কলরেট বাড়িয়েই চলেছে– যদিও সবাই হোয়াটস অ্যাপ ও ইমুর দিকে ঝুকছে – কল রেট কমানোর উপায় 2022

ইমু ও হোয়াটস অ্যাপ ব্যবহার – যদিও তরুন সমাজ এখন হোয়াটসঅ্যাপ ও ইমু ব্যবহার করেই প্রেম করা সহ দৈনন্দিন কলিং কাজ সেড়ে নিচ্ছেন কিন্তু আমাদের দেশে ৩জি ও ৪জি চালু হলেও ইন্টারনেট কভারেজ ভাল না থাকায় বি টু বি মোবাইল সিম দিয়ে কথা বলতেই হয়। এদিকে কলরেট দ্রব্যমূল্যের সাথে হু হু করে বাড়ছেই। Grameenphone new Call Rate 2022 । গ্রামীণফোন নতুন কল রেট ২৮ আগস্ট থেকে কার্যকর

২৬ জিবি মেয়াদবিহীন ৩০৯ টাকায় কিনুন- এক্ষেত্রে বড় জিপি’র বড় প্যাক থেকে এই প্যাকটি খুবই সাশ্রয়ী। যেমন ধরুন ১৫ জিবি ইন্টারনেট ১০৯৯ টাকায় কিনলে প্রতি জিবি ইন্টারনেটের দাম পড়বে ১১ টাকা৮৮ পয়সা। *১১১*৩০৯# । শর্তাবলী দেখুন: অনলাইনে প্যাকটি ক্রয় করতে “ক্রয় করুন” বাটনে ক্লিক করুন এবং পরবর্তী নির্দেশনাবলী অনুসরণ করুন৷ প্রিপেইড এবং পোস্টপেইড উভয় ব্যবহারকারীগণ প্যাকটি উপভোগ করতে পারবেন। ডাটা ব্যালেন্স জানতে ডায়াল করুন *১৫২# ৷ প্যাকের ডাটা বা মেয়াদ শেষ হবার পর ১৫ কেবি/পয়সা হারে ৫ টাকা পর্যন্ত পে-পার-ইউজ চার্জ প্রযোজ্য হবে। অফার মূল্যে সকল চার্জ অন্তর্ভূক্ত। Teletalk Unlimited Meyad Internet । টেলিটক মেয়াদবিহীন ইন্টারনেট ২০২২

আপনার মা যদি গ্রামে থাকেন এবং আপনি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বা ইমুতে কল করেন তবে এ ধরনের আনলিমিটেড প্যাক খুবই উপযুক্ত। এক্ষেত্রে আপনি ভয়েস ইমু বা আইপি কলের জন্য জিপি আনলিমিটেড মেয়াদ প্যাক কিনতে পারেন। GP Unlimited Validity Internet Pack । গ্রামীণফোন মেয়াদহীন ইন্টারনেট প্যাক ২০২২

ইন্টারনেট প্যাক ও কল চার্জের জন্য টেলিটক ও স্কিট্টো ব্যবহার করুন তাতে কলিং ও নেট ব্যবহার সাশ্রয় হবে।

যদি আপনি গ্রামীন বা এয়ারটেল বা রবি বা বাংলালিংক ইউজার হউন তবে টেলিটক স্বাগতম প্যাকেজে এমএনপি বা মাইগ্রেড করতে পারেন। 

কল রেট কমানোর উপায়, টেলিটক কলরেট অফার ২০২২, কলরেট ভ্যাট ২০২২, কোন সিমের কল রেট কত,

Caption: 45 paisa/min call rate in Teletalk Bornomala

কল রেট কমানোর উপায় খুজে পেতে অপারেটর রেট দেখে নিন।

  1. টেলিটক বাংলাদেশ লিমিটেড- ইউথ: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ১ টাকা ২০ পয়সা। আগামী: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬০ পয়সা। বর্ণমালা: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬০ পয়সা।অপরাজিতা: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬৩ পয়সা। মায়ের হাসি: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬৩ পয়সা। স্বাগতম: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬৩ পয়সা। শতবর্ষ: প্যাকেজে মিনিটে কলরেট চার্জ ৬৩ পয়সা।
  2. গ্রামীনফোন লিমিটেড- গ্রামীণফোন: নিশ্চিন্ত প্যাকেজে মিনিটে চার্জ হবে ২ টাকা ১২ পয়সা।স্কিটো: সব সময়ের জন্য প্রতি মিনিটে চার্জ হবে ১ টাকা ২০ পয়সা মিনিট।
  3. রবি আজিয়াটা লিমিটেড-  গতি প্যাকেজে মিনিটে চার্জ হবে ১ টাকা ৯৬ পয়সা।
  4. এয়ারটেল বাংলাদেশ: ডিফল্ট কলরেট প্রতি মিনিটে চার্জ হবে ১ টাকা ৬০ পয়সা।
  5. বাংলালিংক ডিজিটাল- দেশ এক রেট দারুন প্যাকেজে প্রতি মিনিটে চার্জ হবে ২ টাকা ০ পয়সা।

কথা বলার জন্য কোন সিম বেস্ট?

কথা বলার জন্য আপনি টেলিটক বা স্কি্ট্টো ব্যবহার করতে পারেন – সকল অপারেটরের সর্বনিম্ন ডিফল্ট কলরেট আপডেট ৩০-০৮-২০২২ তারিখ পর্যন্ত। উক্ত কলরেটে ৩৩.২৫% VAT+SD+SC অন্তর্ভুক্ত করা হয়েছে। কলরেটে ০.৫+ এমন এমাউন্ট গুলাকে ১ পয়সা যোগ করে ধরা হয়েছে। উক্ত কলরেট রেট কাটার ব্যবহার না করলে তখন চার্জ করা হয়ে থাকে।

GP new Call Rate । গ্রামীনফোনের নতুন কল রেট ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *