Sonali Bank Account Opening Documents 2024 । সোনালী ব্যাংকে হিসাব খুলতে কি কি কাগজপত্র লাগে?
বর্তমানে ব্যাংক লেনেদেনের বড় মাধ্যমে হয়ে উঠছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক ছাড়াও ইএফটি’তে সরকারি কর্মচারীগণ বেতন ভাতাদি গ্রহণ করছেন। যদি যে কোন তালিকাভূক্ত ব্যাংকে মাধ্যমে ইএফটি পদ্ধতিতে বেতন ভাতাদি গ্রহণের সুযোগ রয়েছে। তবুও সরকারি বিলগুলো সোনালী এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমেই গ্রহণ করতে হয়, সেই কারণে সরকারি কর্মচারি মানের তাদের সোনালী ব্যাংকে একটি একাউন্ট রয়েছে। ১৪ লক্ষ কর্মচারী কিন্তু তাদের একাধিক ব্যাংক হিসাবের পাশাপাশি সোনালী ব্যাংকেও একটি সঞ্চয়ী হিসাব খুলে রাখছে।
শুধুমাত্র সঞ্চয়ী হিসাব খুলতে কি কি কাগজপত্র লাগে? একজন সরকারী কর্মচারীর ক্ষেত্রে সঞ্চয়ী হিসাব খুলার ক্ষেত্রে সহজ পদ্ধতি অনুসরণ করা হয়। আপনি বা আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মূল কপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে আনতে হবে। আবেদনকারীর ২ কপি পাসপাের্ট সাইজ ছবি পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত। সরকারি দপ্তরের অফিস আইডি’র কপি বা চাকুরীরত প্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফটোকপি/ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র । নমিনীর ১ কপি পাসপাের্ট সাইজ ছবি একাউন্ট হােল্ডার কর্তৃক সত্যায়িত ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে প্রাথমিক নূন্যতম জমা ১,১০০/= । ব্যাস এগুলো নিয়ে ব্যাংকে চলে যান। এক পাতার একটি ফরম পূরণ করে স্বাক্ষর সহ কাগপত্রাদি যুক্ত করে দাখিল করুন। আপনার কাজ শেষ ব্যাংক তার কাজ শুরু করে দিবে।
সমিতির জন্য ব্যাংক হিসাব খুলতে কি গঠনতন্ত্র ও রেজুলেশন লাগবেই? আপনার দপ্তরের কোন সমিতি বা কল্যান সমিতি বা সংঘ থাকলে আবশ্যই তার জন্য যদি কোন ব্যাংক হিসাব খুলে চান। যাদের নামে হিসাব খুলবেন তাদের ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবের সমস্ত কাগজপত্র এবং সমিতি বা ক্লাবের গঠনতন্ত্র ও রেজুলেশন অবশ্যই সংগে নিতে হবে। এক্ষেত্রে যৌথ হিসাব খুলতে চাইলে অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবের সকল কাগজপত্র যুক্ত করে দিবেন।
ব্যাংক হিসাব খুলতে যে সকল ডকুমেন্ট লাগে । প্রাথমিক জমা কত টাকা দিতে হয়?
ব্যাংক হিসাবের নমুনা ফরম চাইলে আপনি দেখে নিতে পারেন: ডাউনলোড
Account Opening Rules । সঞ্চয়ী / চলতি হিসাব খুলতে প্রয়ােজনীয় কাগজপত্র ও নিয়মাবলী
- আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং মূল কপি প্রদর্শনের জন্য অবশ্যই সঙ্গে আনতে হবে।
- আবেদনকারীর ২ কপি পাসপাের্ট সাইজ ছবি পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত।
- বর্তমান বাসস্থানের গত মাসের গ্যাস বিল/ বিদ্যুৎ বিল।
- পৌরসভার হােল্ডিং ট্যাক্স এর ফটোকপি।
- নমিনীর ১ কপি পাসপাের্ট সাইজ ছবি একাউন্ট হােল্ডার কর্তৃক সত্যায়িত ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- চাকুরীরত প্রতিষ্ঠানের পরিচয়পত্রের ফটোকপি/ প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র ।
- স্থায়ী ও অস্থায়ী ঠিকানা সম্বলিত পৌরসভা / উপজেলা/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নাগরিকত্বের মূল সনদপত্র।
- চলতি হিসাবের ক্ষেত্রে পরিচয়দানকারী অবশ্যই চলতি হিসাবধারী হবেন।
- সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে প্রাথমিক নূন্যতম জমা ১,১০০/= এবং চলতি হিসাবের চেক গ্রহনের ক্ষেত্রে প্রাথমিক নূন্যতম জমা ২,৫০০/= ।
- প্রতিষ্ঠানের চলতি হিসাবের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি।
- হিসাবধারী/চলতি হিসাবের ক্ষেত্রে প্রতিষ্ঠানের টিন (টি আই এন) সার্টিফিকেট। (যদি থাকে)
ক্লাব/সমিতির হিসাব খােলার ক্ষেত্রে কি কি অতিরিক্ত ডকুমেন্ট লাগবে?
ব্যক্তি তথ্য ছাড়াও অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে ক) গঠনতন্ত্র, খ) এনজিও ব্যুরাের অনুমতিপত্র, গ) সমিতির সভার রেজুলেশন, ঘ) হিসাব পরিচালনাকারীদের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।* সরকারী সকল প্রকার কর, ভ্যাট ও ট্যাক্স প্রযােজ্য।
সূত্র: সোনালী ব্যাংক
ব্যাংক হিসাব খুলতে সোনালী ব্যাংকের যে কোন শাখায় আপনি যোগাযোগ করে ফরম সংগ্রহ করতে পারেন। ব্যাংক হিসাবের নমুনা ফরম চাইলে আপনি দেখে নিতে পারেন: ডাউনলোড