অনলাইনে খতিয়ানের আবেদন করার নিয়ম ২০২২ । ৯০ টাকায় ডাকযোগে পর্চা আসবে বাড়িতে
খতিয়ান বা পর্চা আপনি অনলাইন আবেদনের মাধ্যমেই সংগ্রহ করতে পারেন – পর্চা সংগ্রহের জন্য আপনাকে ভূমি অফিসে যেতে হবে না – অনলাইনে খতিয়ানের আবেদন করার নিয়ম ২০২২
পর্চা সংগ্রহ খরচ কত টাকা? – আপনি যদি কোন ভেন্ডারের মাধ্যমে বা দালালের মাধ্যমে ভূমি জমির পর্চা উত্তোলন করতে যান তবে আপনাকে ৫০০-৮০০ টাকা ব্যয় করতে হবে। এছাড়াও বারবার তাগাদা করে পর্চা বা ভূমি খতিয়ান সংগ্রহ করতে হবে। এ ঝামেলা এড়াতে আপনি মাত্র ৯০ টাকা খরচ করে অনলাইনে মোবাইল দিয়েই পর্চার জন্য আবেদন করুন। ডাকবিভাগ আপনার ঠিকানায় বা বাসায় এসে পর্চা পৌছে দিবে। খতিয়ান অনুসন্ধান । জমির খতিয়ান বের করার নিয়ম ২০২২
ই পর্চা – ই পচা বা ইলেকট্রনিক পর্চা। আপনি পর্চার অনলাইন কপিও সংগ্রহ করতে পারবেন। এতে করে সেই কপি আপনি জমির খাজনা খারিজের জন্য ব্যবহার করতে পারবেন না। তাই সার্টিফাইড কপির জন্য অনলাইনে ৫০ টাকা খরচ করে সংগ্রহ করতে হবে। যদি আপনি ভূমি অফিসের কাউন্টারে গিয়ে পর্চা সংগ্রহ করেন তবে আপনাকে ৫০ টাকা বিকাশ পেমেন্ট করলেই হবে আর যদি আপনি বাসায় পোস্ট অফিসের মাধ্যমে পেতে চান তবে আপনাকে ৯০ টাকা খরচ করতে হবে। অনলাইনে জমির খতিয়ান যাচাই করার নিয়ম ২০২২ । জমির পর্চার ছবি
আপনি চাইলে অনলাইনে পর্চা যাচাইও করতে পারবেন। পর্চা যাচাই করার পদ্ধতি ২০২২- সর্বপ্রথম eporcha.gov.bd/khatian লিংকে যান এবং অতপর বিভাগ সিলেক্ট করবেন। অতপর আপনার জেলার লিষ্ট থেকে নিজের জেলা বাছাই করবেন। জেলার নাম সিলেক্ট করলেই উপজেলার নাম দেখতে পাবেন। মৌজা সিলেক্ট করার পর আপনি খতিয়ান টাইপ সিলেক্ট করবেন। খতিয়ান নম্বর বা মালিকের নাম অথবা দাগ নম্বর ইনপুট দিবেন। আপনি ক্যাপচা এন্ট্রি করার পর অনুসন্ধান করুন এ ক্লিক করলেই তথ্য দেখাবে।
অনলাইনে ভূমি পর্চা সংগ্রহ করুন / অনলাইন আবেদনের অবস্থা আপনি অনলাইনেই জানতে পারবেন।
অনলাইনে পর্চার আবেদনের পর ৭-১০ দিনের মধ্যেই আপনার ঠিকানায় ডাকযোগে ই পর্চা বা সার্টিফাইড কপি প্রেরণ করা হবে।
Caption: Application ID Number, You can track your application or check status by Application ID Number
অনলাইনে পর্চার আবেদন করার পদ্ধতি ২০২২। যেভাবে ঘরে বসেই পর্চা বা খতিয়ানের জন্য আবেদন করবেন।
- ই পর্চা লিখে গুগল করে প্রথম লিংকে ক্লিক করুন অথবা সরাসরি এই eporcha.gov.bd/khatian লিংকে ভিজিট করুন।
- বিভাগ, জেলা, খতিয়ানের ধরন (সিএস বা অন্য যে কোনটি সিলেক্ট করুন), উপজেলা, মৌজা সিলেক্ট করুন।
- খতিয়ান, দাগ, মালিকের নাম বা পিতা/স্বামীর নাম এর যেকোন একটি সিলেক্ট করুন।
- খতিয়ান নম্বর দিন
- ক্যাপচা এন্ট্রি করুন। অনুসন্ধান করুনে ক্লিক করুন।
- আবেদন করুন ক্লিক করুন
- ডাকযোগে সিলেক্ট করুন
- জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে যাচাই করুন ক্লিক করুন।
- ইমেইল ও ক্যাপচা লিখুন
- পরবর্তী ধাপ পেমেন্ট ক্লিক করুন।
- পেমেন্টে গেইটওয়ে থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ ক্লিক করুন।
- Pay Now সিলেক্ট করে বিকাশ একাউন্ট থেকে পেমেন্ট সম্পন্ন করলেই আবেদন সম্পন্ন হবে।
সার্টিফাইড কপি বলতে কি বুঝায়?
খতিয়ানের সার্টিফাইড কপি বলতে বোঝায় মূল কপি যা ভূমি অফিস কর্তৃক ভূমি কর্মকর্তার স্বাক্ষর যুক্ত কপি প্রদান করা হয়। অনলাইন কপি আপনি কোন কাজে ব্যবহার করতে পারবেন না। আপনাকে সার্টিফাইড কপি অর্থাৎ ভূমি অফিস কর্তৃক সিল স্বাক্ষর দেওয়া কপি ব্যবহার করতে হবে। সার্টিফাইড কপি সংগ্রহ করতে হলে আপনাকে অবশ্যই ৫০ টাকা ফি প্রদান করতে হবে।
ভিডিও আসছে……………..
https://reportbd.net/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%A4%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE/
ভালো তথ্য শেয়ার হইছে ,আপনাকে ধন্যবাদ।
Pingback: এস এ খতিয়ান অনলাইন কপি 2024 । এখনও ফ্রিতে জমি পর্চা বের করা যায় কি? - Reportbd