ই নামজারি । e-Mutation Application process by online
নামজারি আইন – ই পর্চা ই নামজারি করার নিয়ম – e-namjari or e mutation
ই নামজারি – বাংলাদেশ সরকার ভূমি সেবা সহজীকরণে অনলাইন ভিত্তিক সেবা চালু করেছে। প্রায় সকল জটিল কাজ এখন অনলাইনে বা অ্যাপের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ই পর্চা অনলাইন বা ফোনের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
সকল জমির মালিকের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রধানমন্ত্রীর কার্যলয়ের একসেস টু ইনফরমেশন (a2i) প্রােগ্রাম ও ভূমি সংস্কার বাের্ডের উদ্যোগে ভূমি সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগােড়ায় স্বল্প সময়ে পৌছে দেওয়ার লক্ষে সকল উপজেলা ভূমি অফিসে ই – নামজারি চালু করা হয়েছে।
তাছাড়া আপনি চাইলে www.land.gov.bd এই ওয়েবসাইট ভিজিট বা গুগল প্লে স্টোর হতে অনলান হতে ই নামজারি বা মিউটেশন অ্যাপ ডাউনলোড করে সেরে নিতে পারেন।
www.land.gov.bd– ডিজিটাল ভূমিসেবা- ফ্রি ই-নামজারি
ই নামজারি যাচাই, www.land.gov bd, আর এস খতিয়ান ভূমি অফিস, ভূমি সেবা খতিয়ান অনুসন্ধান, নামজারি আইন, ই পর্চা ই নামজারি করার নিয়ম,
Caption: How to complete e mutation application by online or using apps
অনলাইনে আবেদনের জন্য নিম্নলিখিত ধাপ সমূহ অনুসরণ করুন।
- নামজারি আবেদনের জন্য ক্লিক করুনঃ www.land.gov.bd
- আবেদন এর সাথে যুক্ত করুন (রেকর্ডীয় মালিকের মাধ্যম হলে);
- (ক) আবেদনকারীর পাসপাের্ট সাইজের ছবি ১ কপি।
- (খ) জাতীয় পরিচয়পত্র / নাগরিক সনদ/ পাসপাের্ট – এর ফটোকপি।
- (গ) হাল সনের ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশােধ এর দাখিলা।
- (ঘ) সর্বশেষ মালিকের নামীয় খতিয়ান।
- (ঙ) দলিল মূলে মালিক হলে- সাব কবলা/হেবা/বন্টননামা দলিলের ফটোকপি।
- (চ) ওয়ারিশ মূলে মালিক হলে – ওয়ারিশ সনদ।
- (ছ) আদালতের রায় / ডিক্রি হলে, রায়/ডিক্রির কপি রেকর্ডীয় মালিকের মাধ্যম
ব্যাতিত)
সর্বশেষ ৩ টি প্রয়ােজনীয় কাগজপত্র স্ক্যান করে নাগরিক কর্নার থেকে আপলােড পূর্বক আবেদন ফরমটি পূরন করে দাখিল করুন।
ই-মিউটেশন বা ই নামজারি আবদেন কি অনলাইনেই করা যাবে?
জনস্বার্থে সকলকে উপরােক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনে নামজারির আবেদন (ই – মিউটেশন)করতে আপনার সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন দাখিলের জন্য অনুরােধ করা হলাে। আবেদনের সাথে সংযুক্ত তথ্যাদি সঠিক থাকলে সহকারী কমিশনার । নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই নামজারি কার্যক্রম সম্পন্ন করবেন।
সুত্র: ডাউনলোড
আবেদন, নোটিশ জারি, রেকর্ড সংশোধন এবং মিঊটেশনের ফি সংশোধন সংক্রান্ত।