একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা ২০২৪ । উচ্চ মাধ্যমিক ভর্তি সহায়তা কবে দিবে?
উচ্চ মাধ্যমিক ভর্তি সহায়তার জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে যেসকল শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন তাদের টাকা একাউন্টে প্রেরণ করা হয়েছে-একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা ২০২৪
এতিম প্রতিবন্ধীও কি আবেদন করবে? হ্যাঁ। তারা অগ্রাধিকার পাইবে। প্রতিবন্ধী শিক্ষার্থী, এতিম শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান, অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দুস্থ পরিবারের সন্তান ভর্তির আর্থিক সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে একাদশ বা সমমান শ্রেণির অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তার আবেদন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে ই-ভর্তি সহায়তা ব্যবস্থাপনা পদ্ধতি’র মাধ্যমে এন্ট্রি করা হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮,০০০ টাকা দেওয়া হয়।
মাদ্রাসার ছাত্ররাও আবেদন করতে পারবে? হ্যাঁ। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদান করা হয়।
সরকারি কর্মচারীদের সন্তানগণও আবেদন করতে পারবে? হ্যাঁ। প্রজাতন্ত্রের বেসামরিক সকল সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত দপ্তর ও সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুযায়ী ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীর সন্তান আর্থিক অনুদান প্রাপ্তির যোগ্য বিবেচিত হবে। অন্যান্য ক্ষেত্রে পিতা/মাতা/অভিভাবকের বাৎসরিক আয় ২ (দুই) লক্ষ টাকার কম হতে হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২৪ । www.pmeat.gov.bd
ভর্তি সহায়তার আবেদন লিংক কৈ? সহায়তা প্রাপ্তির জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে শ্রেণিতে ভর্তিকৃত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীকে https://www.eservice.pmeat.gov.bd/admission লিংকে প্রবেশ করে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে ।
Caption: info source
একাদশে ভর্তি সহায়তা আবেদন ফরম । অনলাইনে শিক্ষা সহায়তা প্রাপ্তির আবেদন করতে হবে।
- আবেদনের নিয়ম হল সর্বপ্রথমে প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য নির্ধারিত ফর্ম ডাউনলোড করুন।
- তারপর প্রিন্ট করে পূরণ করুন ও আপনার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নিকট থেকে সুপারিশ গ্রহণ করুন।
- অতঃপর ছবি, স্বাক্ষর, জন্মসনদ, অভিভাবকের এনআইডি, ও সুপারিশের কপি স্পষ্ট করে ছবি তুলুন।
- প্রথমে রেজিষ্ট্রেশন করুন (যদি একাউন্ট না থাকে)
- মোবাইল ভেরিফিকেশন করুন
- লগইন করুন
- আবেদন করুন
- ড্যাশবোর্ড থেকে আবেদন অবস্থা জানুন
কত দিনের মধ্যে টাকা পাওয়া যাবে?
অনলাইনে আবেদন করতে ছবি*, স্বাক্ষর*, জন্ম নিবন্ধন সনদ*, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *, শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *, পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) * লাগবে। আবেদনের প্রাপ্তির ০৪-০৬ মাস পর অর্থ প্রেরণ করা হবে। শিক্ষার্থী ভর্তি সহায়তার নির্বাচিত হলে তাঁর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
https://reportbd.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%b9/