করোনাকালীন সময়ে নিরাপদ মাতৃত্ব সতর্কতা। - Technical Alamin
বৈদেশিক মুদ্রা বিনিময় হার ২০২৫

করোনাকালীন সময়ে নিরাপদ মাতৃত্ব সতর্কতা।

কোভিড-১৯ আক্রান্ত গর্ভবতী মায়ের অক্সিজেনের মাত্রা ৯৪% এর কম হলে অথবা নিম্নোক্ত বিপদ চিহ্নগুলো দেখা দিলে তাৎক্ষনিকভাবে হাসপাতালে নিয়ে যেতে হবে।

গর্ভবর্তী মায়ের কোভিড-১৯ এর লক্ষণসমূহ

১। জ্বর

২। স্বাদ এবং গন্ধ না থাকা।

৩। সর্দি

৪। ডায়রিয়া

৫। শুস্ক কাশি

৬। শ্বাসকষ্ট

৭। গলা ব্যাথা

৮। চোখ লাল হয়ে যাওয়া

৯। বুকে, মাথায় এবং শরীরে ব্যাথা

১০ রেশ উঠা

কখন হাসপাতালে নিবেন

১। প্রচন্ড জ্বর

২। খিঁচুনি

৩। চোখে ঝাপসা দেখা

৪। প্রচন্ড মাথা ব্যাখ্যা

৫। গা ফুলে যাওয়া

৬। রক্তস্রাব দেখা দেওয়া

গর্ভবতীর প্রতিরোধ ব্যবস্থা

১। সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া

২। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়া।

৩। অন্যক্তি থেকে কমপক্ষে ১ মিটার দূরত্বে অবস্থান করা

৪। হাচিঁ কাশি দেওয়ার সময় নাক ও মুখ হাতের কনুই বা টিস্যু দিয়ে ঢেকে ফেলা।

৫। চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা

৬। জনসমাগম এড়িয়ে চলা

৭। জানালা খুলে রাখা

রাত দিন ২৪ ঘন্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে করা করুন জাতয়ি স্বাস্থ্য সেবার কল সেন্টার স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বরে।

সূত্র: পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *