খতিয়ান বা মৌজা ম্যাপের জন্য আবেদন ফী, বিশেষায়িত খাম এবং ডাক মাশুল চার্জ অনলাইনে প্রদান সংক্রান্ত। - Technical Alamin
ভূমি সেবা অনলাইন

খতিয়ান বা মৌজা ম্যাপের জন্য আবেদন ফী, বিশেষায়িত খাম এবং ডাক মাশুল চার্জ অনলাইনে প্রদান সংক্রান্ত।

যে কোন ধরনের খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদনের জন্য সকল জেলার ক্ষেত্রে সরকারি ফি হবে ৫০/- (পঞ্চাশ) টাকা। তবে অনলাইনে ডাক মারফত নিজ ঠিকানায় খতিয়ান প্রাপ্তির জন্য আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ৪০/- (চল্লিশ) টাকা (বিশেষায়িত খাম ও ডাক মাশুল বাবদ) প্রদান করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রণালয়।

আইন অধিশাখা-১ বাংলাদেশ সচিবালয়, ঢাকা।।

www.minland.gov.bd

নম্বর-৩১.০০.০০০০.০৪২.০৪.০১৯.০৮- ৫৬০ তারিখ: ০২ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ

পরিপত্র

বিষয়: খতিয়ান বা মৌজা ম্যাপের জন্য আবেদন ফি, বিশেষায়িত খাম এবং ডাক মাশুল চার্জ অনলাইনে প্রদান সংক্রান্ত।

অনলাইনে খতিয়ান বা মৌজা ম্যাপ সরবরাহের জন্য আবেদন ফি ডাকযােগে পাওয়ার ক্ষেত্রে বিশেষায়িত খাম এবং ডাক মাশুল চার্জ পুরােপুরি অনলাইনে আদায় করার নিমিত্ত ভূমি মন্ত্রণালয় নিম্মােক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

১. যে কোন ধরনের খতিয়ানের সার্টিফায়েড কপির আবেদনের জন্য সকল জেলার ক্ষেত্রে সরকারি ফি হবে ৫০/- (পঞ্চাশ) টাকা। তবে অনলাইনে ডাক মারফত নিজ ঠিকানায় খতিয়ান প্রাপ্তির জন্য আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ৪০/- (চল্লিশ) টাকা (বিশেষায়িত খাম ও ডাক মাশুল বাবদ) প্রদান করতে হবে।

২. মৌজা ম্যাপের কপির জন্য সকল জেলার ক্ষেত্রে সরকারি ফি হবে ৫২০/- (পাঁচশত বিশ) টাকা। তবে অনলাইনে ডাক মারফত নিজ ঠিকানায় মৌজা ম্যাপের কপি প্রাপ্তির জন্য আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত ১১০/- (একশত দশ) টাকা (বিশেষায়িত খাম ও ডাক মাশুল বাবদ) প্রদান করতে হবে।।

৩. ডাকযােগে সেবা প্রাপ্তির ক্ষেত্রে আবেদনের সরকারি ফি এবং ডাক মাশুল একত্রে আবেদনের সঙ্গে অনলাইনে প্রদান করতে হবে।

৪. ফি সংগ্রহের রিপাের্ট ও চালান নম্বর জেলাভিত্তিক অটোমেটেড চালান সিস্টেম হতে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে এবং এর ভিত্তিতে সংশ্লিষ্ট জেলার রেকর্ডরুমের রেজিস্টার হালনাগাদ করতে হবে।

৫. সেবাগ্রহীতা ই-খতিয়ান সিষ্টেম হতে সকল অর্থ পরিশােধের চালান কপি সংগ্রহ করতে পারবেন।

৬. জনস্বার্থে এ আদেশ জারি করা হলাে এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

মােঃ মােস্তাফিজুর রহমান, পিএএ

সচিব 

ভূমি মন্ত্রণালয়

 

খতিয়ান বা মৌজা ম্যাপের জন্য আবেদন ফী, বিশেষায়িত খাম এবং ডাক মাশুল চার্জ অনলাইনে প্রদান সংক্রান্ত: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *