গর্ভবতী কার্ড করার নিয়ম ২০২৪। আজই গর্ভবতী ভাতা অনলাইন আবেদন করুন
গর্ভবতী ভাতা কখন পাওয়া যায় – গর্ভবতী হলেই কি এটির জন্য আবেদন করা যায়? – অনলাইনে গর্ভবতী ভাতার প্রাপ্তির আবেদনের নিয়ম ২০২৪
মাতৃত্বকালীন ভাতা ভোগী হওয়ার গুরুত্বপূর্ণ ও ভাইটাল শর্তাবলী ২০২৪– দরিদ্র, প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন। মোট মাসিক আয় ১৫০০ টাকা বা তার নিম্নে হতে হবে। কেবল বসত বাড়ী রয়েছে বা অন্যের জায়গায় বসবাস করে। উপকার ভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকার ভোগীকে অবশ্যই ৫ মাস গর্ভবর্তী থাকতে হবে। ২০২৪-২০২৫ অর্থ বছরের ভাতার জন্য আবেদন ফরমে মেন্যু চালু করা হয়েছে। নতুন সরকারও এ ভাতা অব্যাহত রাখবে। গর্ভবতী ভাতা কত টাকা ২০২৪
বাংলাদেশ সরকার মাসিক ৮০০/- হারে প্রতি ৬ মাস অন্তর অন্তর করে ৪ বার বা ২৪ মাস ভাতা প্রদান করে থাকে। দুই সন্তানের ক্ষেত্রে ৩৬ মাস বা ৩ বছর পেয়ে থাকেন। বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক গর্ভবতী ভাতা প্রদান করা হয়ে থাকে। মূলত এটি দরিদ্র নারীদের জন্য একটি সামাজিক নিরাপত্তা স্কীম যা মা ও শিশু পুষ্টি চাহিদা ও গর্ভকালীন সেবা যত্নের জন্য একটি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্য প্রদান করা হয়। গর্ভবতী ভাতা বাড়ানোর প্রস্তাব ২০২৪
আরও একটু বিস্তরভাবে বলা যায় যে, শহর এলাকার দরিদ্র কর্মজীবী দুগ্ধদায়ী মা এবং তাঁদের শিশু- দের সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মজীবী উপকারভোগী দরিদ্র মা’দেরকে ০৩ (তিন) বছর (দুই সন্তানের ক্ষেত্রে) ব্যাপি প্রতিমাসে ৮০০/-টাকা করে ভাতা প্রদান করা হয়। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী ২০১১
গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৪ / ঠিক কখন আবেদন করা যাবে?
ভাতা গ্রহণের জন্য অবশ্যই নিজেই আসতে হবে। প্রতিনিধিদের উপস্থতিতে এ ভাতা প্রদান করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের অনলাইন আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে। ভাতা মঞ্জুরীর আবেদন ফরম.pdf
Caption: Gorvoboti vata Application form
গর্ভবতী কার্ড বা গর্ভবতী ভাতা অনলাইন আবেদন যোগ্যতা ২০২৪ । দরিদ্র মা’র জন্য মাতৃত্ত্বকাল ভাতা মঞ্জুরীর আবেদন ফরম (নতুন)
- প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার)।
- বয়স কমপক্ষে ২০ বছর বা তার ঊর্ধ্বে।
- মোট মাসিক আয় ২,০০০/- টাকার নিম্নে।
- দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।
- কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে।
- নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকু নেই।
- উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে
- প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ (দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন।
- একজন ভাতাভোগী জীবনে একবার ২ (দুই) বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন।
- কোনো কারণে সন্তানের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ২ (দুই) বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে।
অনলাইনে আবেদন করবেন কে?
অনলাইনে কি নাগরিক আবেদন করতে পারবেন? না – উপরে বর্ণিত শর্তসমূহের মধ্যে কেউ ক, খ ও ছ সহ কমপক্ষে ৫ (পাঁচ)টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবেদনকারীর তথ্য MIS অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবেন। অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবে লিংক- http://103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration
মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের ভাতাভোগী নির্বাচন প্রসঙ্গে নির্দেশনা দেখুন
মাতৃত্বকাল ভাতা কর্মসূচি
- এক নজরে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা
- দরিদ্র মা’র জন্য মাত্রত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২০১৬-১৭ অর্থ বছরে ৫০০০০০ জন ভাতাভোগী নির্বাচন প্রসঙ্গে
- দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির ২০১৫-১৬ অর্থ বছরের উপকারভোগিদের তালিকা
- দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির আওতায় ২০১৫-১৬ অর্থ বছরের কিশোরগঞ্জ জেলার অষ্ট্রোগ্রাম উপজেলার ভাতাভোগীদের তালিকা
- দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির প্রশিক্ষণ ভাতা বিভাজন প্রেরণ
- দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচির জুলাই/১৫ হতে ডিসেম্ব/১৫ ভাতার বিভাজন
- ”দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা” প্রদান কর্মসূচির আওতায় ২০১৫-১৬ অর্থ বছরে প্রশিক্ষণ ভাতা বিভাজন
- মাতৃত্বকাল ভাতা আবেদন ফরম
- মাতৃত্বকাল ভাতা নীতিমালা
আমি সুবিতা টা নিতে চাই
ইউপিতে যোগাযোগ করুন।
লগ ইন কি শুধু অফিসের ক্ষেত্রে,
না সবাই করতে পারবে
২০২৩
মাতৃকালীন ভাতা আবেদন কি এখন শুরু হয়েছে
শুরু হয়েছে।
আমার অনলাইনে নিবন্ধন হয়েছে কি না আমি কিভাবে দেখবো বা কিভাবে জানবো যে আমার আবেদন গ্রহন হয়েছে কি না
এটি দেখার সুযোগ নেই।
অফিসের ক্ষেত্রে।
গর্ভবতী কার্ড
আমার ৪ মাস আমি কী এখন আবেদন করতে পারব
৫ মাস হলে আবেদন করুন।
Ami korte cai
ইউপিতে যোগাযোগ করে করুন।
আমি সাহায্য চাই
পরিষদ থেকে বলছে আবেদন বন্ধ করাহয়েছেআরসার্ভার বন্ধ এখন কি করবো বলেন
সার্ভার তো অন দেখাচ্ছে। আবেদন করে রাখুন সার্ভার আপ হলে ইনপুট দিবে। ম্যানুয়াল ফর্মে আবেদন করে রাখুন।
আমার কাছ থেকে মহিলা মেম্বার টাকা চায় ১০ হাজার করে এখন আমি কি করবো?
এটা করতে হলে কতো টাকা জমা দিতে হয়?
দিবেন না। সমাজ সেবা অধিদপ্তরে গিয়ে অভিযোগ করবেন।
আমার 6মাস আমি কি আবেদন করতে পারবো
অনুগ্রহ করে ইউপিতে যোগাযোগ করুন অথবা ২০২২-২৩ অর্থ বছর চালু হলে আবেদন করুন।
Up te kivabe jogajog kore
ইউনিয়ন পরিষদে ষ্বশরীরে যোগাযোগ করুন।
লিংক দেয়া আছে
লিংকে তো প্রবেশ করা যায় না। তবে কি ভাবে করবো অনলাইনে?
সার্ভার ডাউন অনুগ্রহ করে পরে চেষ্টা করুন।
আমি কাগজ জমা দিচ্ছি কিন্তু এখনো হয়ছে না
অনুগ্রহ করে খোজ নিন। ৩-৪ মাসেই হয়ে যায়। যদি না হয় তবে আবেদন বাতিল হয়েছে কিনা খোজ নিন।
আমি একজন দারিদ্র মেয়ে আমার স্বামী একজন কৃষি কাজ করে এখানে যদি সরকারের কিছু অর্থ সাহায্য পাওয়া যেতে পারে আমাদের জন্য ভালো হতো
ইউপিতে যোগাযোগ করুন।
28-1-23
Ki abedon kora jabe
যাবে।
মাতৃভাতায় আবেদন করার সময় যে ফোন নাম্বার দিয়েছিলাম ঔই নাম্বারটা আমার হারিয়ে গেছে আমি কি নাম্বার পরিবর্তন করে দিতে পারবো।আর পারলেও সেটা কিভাবে
সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করে নম্বর পরিবর্তন করতে পারবেন। সিম উঠিয়ে নিন।
Ami January te abedon korsi kinto ekno taka Pai nai
টাকা এখনও ছাড় হয়নি। অপেক্ষা করুন।
আমি আমার বড় ছেলের হওয়ার পর মাতৃত্বকালীন ভাতা পেয়ে ছিলাম।এখন আমার মেয়ের ২২ মাস বয়স আমি কি পুনরায় ভাতার জন্য আবেদন করতে পারবো।
পারবেন। নিকটস্থ ইউপিতে যোগযোগ করুন।
2023 সালের ভাতার আবেদনের শেষ তারিখ কবে
জুনের পূর্ব পর্যন্ত।
এখন কি আবেদন করা জাবে এটা কি চালু হইছে?
আবেদন করা যাচ্ছে। ট্রাই করুন।
আমি গববতী ভাতা আবেদন করতে চাই , কিভাবে করব
ইউনিয়ন পরিষদে গিয়ে করতে হবে।
ami apply krci but amr ta hoyacha kina kivabe bujbo?
প্রথমত মোবাইলে মেসেজ আসবে। তবে আপনি বিস্তারিত জানতে ইউপিতে খোজ নিন।
আবেদন করতে কত টাকা লাগে
কোন টাকা লাগবে না।
আপা কিভাবে আবেদন করছেন।আমিতো পারছিনা
এই মুহুর্তে অনলাইনে বন্ধ আছে। ২২-২৩ অর্থ বছর চালু হলেই আবেদন করতে পারবেন।
আবেদনের সময় গর্ভের বয়সের কোন শর্ত আছে কি?
হুমম। ৫ মাসের গর্ভবর্তী থাকতে হবে।
আমার করব ভাই
ইউপি বা পৌর সভায় যোগাযোগ করুন। তারা আবেদন করে দিবে।
এই বছর ইউপিতে গেলে কী আবেদন করা যাবে
যাবে। তবে প্রতিটি ইউপি’র জন্য বাজেট থাকে। অনুগ্রহ করে যোগাযোগ করুন
আমার স্ত্রী ২০২২ জানুয়ারি দিকে গর্ভবতী ছিলো। ওই সময় গর্ভবতী ভাতার আবেদন বন্ধ ছিলো। এখন বাচ্চা বয়স ১মাস ১০দিন চলতেছে। এখন আবেদন করলে কি গর্ভবতী ভাতার প্রাপ্ত হবে?
না। গর্ভবতী থাকা অবস্থায় আবেদন করতে হবে।
এখন নভেম্বর মাস ২০২২ আমি কি এখন আবেদন করতে পারবো? আমি নয় মাস হয়েছে গভবতী।
অবশ্যই পারবেন। নিকটস্থ ইউপি বা পৌরসভায় খোজ নিন।
এখন নভেম্বর মাস ২০২২ আমি কি এখন আবেদন করতে পারবো আমি চার মাস হয়েছে গভবতী।
আমি আমার সন্তানের জন্য সাহায্য চাই।আমার কোন ওয়েব সাইট নাই আছে শুধু বিকাশ নাম্বার দয়া করে আমাকে সাহায্য করবেন বিকাশ নাম্বার 01617884625
আপনি আপনার ইউপিতে যোগাযোগ করে আবেদন করে ফেলুন।
নভেম্বরে আমার পাঁচ মাস চলছে, আমি কি এই ভাতাটা পেতে পারি, আমার পেটের ভিতর টিউমার ও আছে, আমার অনেক সমস্যা, আমার স্বামির পক্ষে এটা বহন করা খুব কষ্টকর,কারন আমরা ভাড়া বাড়ি থাকি নিজেদের কোন জমি নাই,,,,রাজমিস্ত্রী কাজ করে দিন চালায়,,,,আমাকে সঠিক তথ্য দিয়ে উপকার করেন প্লিজ,, এই বিষয়ে আমার কোন ধারণা নাই, প্লিজ হেল্প মি
সরকার বরাদ্দ দেয়। কিন্তু এটি সমাজসেবা অধিদফতর ও ইউনিয়ন পরিষদ সভার মাধ্যমে বন্টন করে থাকে। অনুগ্রহ করে সঠিক নিউজ পেতে ইউপিতে যোগযোগ করুন।
আমি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, আবেদন করার পরে আইডি পাসওয়ার্ড চায় কিন্তু কি ভাবে দিব
কে চায়? গ্রাহক কে আইডি পাসওয়ার্ড দিবেন না। কর্তৃপক্ষ আর আপনার নিকট থাকবে।
আমার কাছে 15 টা আবেদন জমা আছে, অনলাইন করতে পারছি না, 2022 সাল শেষ হয়ে যাচ্ছে, কাজ করব কি ভাবে।
আবেদনের অপশন এখনও খুলে দেওয়া হয় নাই। অনুগ্রহ করে অপেক্ষা করুন।
এখন কি আবেদন বন্ধ আছে? আবেদনের সময় গর্ভের বয়স ১৬-২৪ সপ্তাহ হতে হয়? এখন ১৯ সপ্তাহ চলছে। আবেদন করা চালু হওয়ার সময় ২৪ সপ্তাহ অতিক্রম করলে কি আবেদন করা যাবে?
ইউপি বা পৌর সভায় গিয়ে এখনই আবেদন করে রাখুন।
আমি ৮ মাসের গর্ভবতি আমি কি ভাতা পাবো
অবশ্যই পাবেন।
আমার ৭ মাস চলে আমি কি আবেদন করতে পারবো।
অবশ্যই আবেদন করুন।
আবেদনের শেষ তারিখ কবে???
জুন/২৩ পূর্ব পর্যন্ত।
আমার স্ত্রী ৬মাসের গর্ভবতী। কিন্তু বয়স এখনো ২০হয়নি। তার জন্য কি আবেদন করা যাবে?
NID থাকতে হবে। করা যাবে।
বয়স 19 বছর 6 মাস 15 দিন আবেদন করতে পারব
ভোটার আইডি কার্ড থাকতে হবে। থাকলে পারবেন।
আমার বউ ভোটার হচ্ছে বীরগঞ্জ থানা, বিয়ে হইছে বিরল থানা, কোথায় করতে হবে আবেদন গর্ভবতীর
ভোটার আইডি কার্ড অনুসারে করবেন।
বীরগঞ্জ থানা গর্ভবতী আবেদন করার শেষ তারিখ কবে?দয়া করে জানাবেন
মে-জুন/২০২৩ মাস পর্যন্ত দাখিল করা যাবে। অনুগ্রহ করে ইউপিতে যোগাযোগ রাখুন।
আমার এক আত্নীয়ের ছেলে হইছে, ২ মাস বয়স।এটি তার দ্বিতীয় সন্তান।আগের সন্তানের সময় নেওয়া হয়নি ভাতা।এখন কি আবেদন করতে পারবে??
পারবেন।
আমার বউয়ের গর্ভের বয়স 4মাস আমি আবেদন করতে পারবে
পারবেন।
এই ভাতার টাকা কত দিন পর দেয়
জুন জুলাই মাসে বা বছরে দুইবার।
আর আমি যেকোন কম্পিউটার দোকানে গেলে কি আবেদন করতে পারবে
আর আবেদন করতে কি কি লাগবে
হ্যা। ইউপিতে গিয়ে আবেদন করবেন।
AMR pregnancy 9 mas cole akn AMR boys 19 bocor 6 mas Ami abedon korle na union office a kagoj joma dile ki pregnancy vata pabo… AMR NID ace .
পাবেন। তবে আপনার আয় ও প্রাপ্যতা কর্তৃপক্ষ বিবেচনা করবেন।
R Baba r Bari union office kagoj joma dile ki pregnancy vata pabo
আপনার এনআইডি যেখানে সেখানে জমা দিবেন।
২০২৩ সালের জন্য কোন মাস পর্যন্ত আবেদন করা যাবে।
এখনই করা যাবে।
আমি ও জানতে চাই। ২০২৩সালে কত মাস পর্যত অ্যাপ্লাই করা যাবে
জুনের আগে করতে হবে।
আমার ৭ মাস চলছে। আমি কি আবেদন করতে পারব?
আামার ভোটার আইডি কার্ড আমার বাবার বাসার ঠিকানা আছে। তাহলে আমি কি আমার স্বামীর ঠিকানায় আবেদন করতে পারব?
না। বাবার বাসার ইউপি বা পৌরসভা হতেই আবেদন করতে হবে।
পারবেন।
আমার বাড়ি বরিশাল কিন্তু আমার স্বামীর বাড়ি কুষ্টিয়া । আমি বরিশাল স্থায়ীভাবে থাকি আমার ভোটার ও বরিশাল এ কিন্তু তার ভোটার কুষ্টিয়া এখন আমি কি বরিশাল এ আবেদন করতে পারবো আমার ভোটার কার্ড অনুযায়ী
ভোটার এলাকা হতে আবেদন করতে হবে।
আমি কাজ করতে চাই
আমি আমার বোনের জন্য আবেদন করছি অন্য একজনের দিয়ে। আবেদনটা অনলাইন করছে কি না ইন্টারনেটে চেক করার কোনো সিস্টেম আছে কি না?
না। আবেদন অনুমোদন হলে মোবাইলে মেসেজ আসবে।
বর্তমানে আমার স্ত্রীর ৫ মাস গর্ভ এই মুহুর্তে কি আবেদন করা যাবে।
যাবে। অনুগ্রহ করে ইউপিতে যোগাযোগ করুন।
আবেদন ফর্মে batch অপশন আছে, এটা কি দিব?
এটা কর্তৃপক্ষ দিবে।
ইউনিয়ন পরিশোধ গিয়েছিলাম ওনারা বল্লো যে আবেদন নাকি বন্ধ আছে ৫ মাস চলছে।
আবার কবে আবেদন প্রক্রিয়া চালু হবে জানালে উপকৃত হতাম
হার্ড কপিতে আবেদন করে রাখুন।
এখন আবেদন করতে গেলে ২০২২-২৩ অর্থবছর এবং ২০২৩-২৪ অর্থবছর দেখাচ্ছে, আমি কোন অর্থবছর সিলেক্ট করবো? ব্যাচ নামে একটা অপশন রয়েছে সেখানে কি সিলেক্ট করবো একটু বলে দিলে খুব উপকার হতো
2023-24
২০২৩-২৪ অর্থবছর এর ব্যাচ নামে একটা অপশন রয়েছে সেখানে কি সিলেক্ট করবো ?
সর্বশেষ ব্যাচ সিলেক্ট করুন।
Pingback: দরিদ্র নারীকে মাতৃত্বকালীন ভাতা প্রদান হার ও মেয়াদ সীমা ২০২৩ । শিশু ভাতা কত টাকা দেয়? » বাংলাদেশ