মাতৃত্বকালীন ভাতা ভোগী হওয়ার গুরুত্বপূর্ণ ও ভাইটাল শর্তাবলী ২০২৪– দরিদ্র, প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন। মোট মাসিক আয় ১৫০০ টাকা বা তার নিম্নে হতে হবে। কেবল বসত বাড়ী রয়েছে বা অন্যের জায়গায় বসবাস করে। উপকার ভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকার ভোগীকে অবশ্যই ৫ মাস গর্ভবর্তী থাকতে হবে। ২০২৪-২০২৫ অর্থ বছরের ভাতার জন্য আবেদন ফরমে মেন্যু চালু করা হয়েছে। নতুন সরকারও এ ভাতা অব্যাহত রাখবে। গর্ভবতী ভাতা কত টাকা ২০২৫

বাংলাদেশ সরকার মাসিক ৮০০/- হারে প্রতি ৬ মাস অন্তর অন্তর করে ৪ বার বা ২৪ মাস ভাতা প্রদান করে থাকে। দুই সন্তানের ক্ষেত্রে ৩৬ মাস বা ৩ বছর পেয়ে থাকেন। বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক গর্ভবতী ভাতা প্রদান করা হয়ে থাকে। মূলত এটি দরিদ্র নারীদের জন্য একটি সামাজিক নিরাপত্তা স্কীম যা মা ও শিশু পুষ্টি চাহিদা ও গর্ভকালীন সেবা যত্নের জন্য একটি প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের মাধ্য প্রদান করা হয়। গর্ভবতী ভাতা বাড়ানোর প্রস্তাব ২০২৫

আরও একটু বিস্তরভাবে বলা যায় যে, শহর এলাকার দরিদ্র কর্মজীবী দুগ্ধদায়ী মা এবং তাঁদের শিশু- দের সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে সার্বিক জীবন যাত্রার মান উন্নয়ন ও কর্মজীবী উপকারভোগী দরিদ্র মা’দেরকে ০৩ (তিন) বছর (দুই সন্তানের ক্ষেত্রে) ব্যাপি প্রতিমাসে ৮০০/-টাকা করে ভাতা প্রদান করা হয়। দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী ২০১১

গর্ভবতী ভাতার আবেদন ফরম ২০২৫ / ঠিক কখন আবেদন করা যাবে?

ভাতা গ্রহণের জন্য অবশ্যই নিজেই আসতে হবে। প্রতিনিধিদের উপস্থতিতে এ ভাতা প্রদান করা হয়। ২০২৩-২০২৪ অর্থ বছরের অনলাইন আবেদন ফরম উন্মুক্ত করা হয়েছে। ভাতা মঞ্জুরীর আবেদন ফরম.pdf

গর্ভবতী ভাতা অনলাইন আবেদন, গর্ভবতী কার্ড ২০২২ ,গর্ভবতী ভাতা কত টাকা, গর্ভবতী কার্ড ২০২২, গর্ভবতী ভাতার আবেদন ফরম, অনলাইনে গর্ভবতী কার্ড করার নিয়ম, মাতৃত্বকালীন ভাতা নীতিমালা,মাতৃত্বকালীন ভাতা ২০২১ ২০২২ পধানের তারিখের আবেদন,

Caption: Gorvoboti vata Application form

গর্ভবতী কার্ড বা গর্ভবতী ভাতা অনলাইন আবেদন যোগ্যতা ২০২৫ । দরিদ্র মা’র জন্য মাতৃত্ত্বকাল ভাতা মঞ্জুরীর আবেদন ফরম (নতুন)

  • প্রথম বা দ্বিতীয় গর্ভধারণকাল (যেকোনো একবার)।
  • বয়স কমপক্ষে ২০ বছর বা তার ঊর্ধ্বে।
  • মোট মাসিক আয় ২,০০০/- টাকার নিম্নে।
  • দরিদ্র প্রতিবন্ধী মা অগ্রাধিকার পাবেন।
  • কেবল বসতবাড়ি রয়েছে বা অন্যের জায়গায় বাস করে।
  • নিজের বা পরিবারের কোনো কৃষি জমি, মৎস্য চাষের জন্য পুকু নেই।
  • উপকারভোগী নির্বাচনের সময় অর্থাৎ জুলাই মাসে উপকারভোগীকে অবশ্যই গর্ভবতী থাকতে হবে
  • প্রথম ও দ্বিতীয় গর্ভের সন্তান গর্ভাবস্থায় বা জন্মের ২ (দুই) বছরের মধ্যে মারা গেলে তৃতীয় গর্ভধারণকালে ভাতা প্রাপ্য হবেন।
  • একজন ভাতাভোগী জীবনে একবার ২ (দুই) বছর সময়কালের জন্য মাতৃত্বকাল ভাতা পাবেন।
  • কোনো কারণে সন্তানের মৃত্যু হলে অথবা গর্ভপাতের কারণে নির্দিষ্ট চক্র অসম্পূর্ণ থাকলে তিনি পুনরায় গর্ভবতী হলে পরবর্তীতে ২ (দুই) বছরের মাতৃত্ব ভাতা প্রাপ্য হবেন, যদি অন্যান্য শর্ত পূরণ হয়ে থাকে।

অনলাইনে আবেদন করবেন কে?

অনলাইনে কি নাগরিক আবেদন করতে পারবেন? না – উপরে বর্ণিত শর্তসমূহের মধ্যে কেউ ক, খ ও ছ সহ কমপক্ষে ৫ (পাঁচ)টি শর্ত পূরণ করলে তার নাম প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত হবে এবং অধিকতর দরিদ্র অগ্রাধিকার পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবেদনকারীর তথ্য MIS অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবেন। অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবে লিংক- http://103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration

অনলাইনে আবেদন ব্যক্তিগত তথ্য মাতৃভাতা

মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরের ভাতাভোগী নির্বাচন প্রসঙ্গে নির্দেশনা দেখুন

মাতৃত্বকাল ভাতা কর্মসূচি