জন্ম ও মৃত্যু নিবন্ধন না করলে ৫০০০ টাকা জরিমানা । ভুল তথ্য প্রদানে জন্ম নিবন্ধন দন্ডনীয় অপরাধ!
জন্ম নিবন্ধন করতে ঠিক কত টাকা খরচ হয়? – শিশু জন্মের ৪৫ দিন পর্যন্ত জন্ম নিবন্ধন ফ্রি করানো যায় – জন্ম ও মৃত্যু নিবন্ধন না করলে ৫০০০ টাকা জরিমানা
জন্মের পরই শিশু জন্ম নিবন্ধন করা জরুরি –জন্ম নিবন্ধন করা না থাকলে মৃত্যু নিবন্ধনও করা যায় না। তাই জন্ম নিবন্ধন যত তারাতারি সম্ভব করে ফেলুন জন্ম নিবন্ধন বা মৃত্যু নিবন্ধন ছাড়া ওয়ারিশান সনদও প্রদান করা হবে না। জন্ম নিবন্ধন আবেদন করার নিয়ম ২০২৩
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৩ এর ২১। দণ্ড(১) এই আইন বা তদধীন প্রণীত বিধির কোন বিধান লঙ্ঘনকারী ব্যক্তি অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন ব্যক্তি জন্ম বা মৃত্যু নিবন্ধনের জন্য মিথ্যা তথ্য প্রদান করেন বা এমন কোন লিখিত বর্ণনা বা ঘােষণা প্রদান করেন, যাহা তিনি মিথ্যা বলিয়া জানেন বা বিশ্বাস করেন, তাহা হইলে উক্ত ব্যক্তি অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে অথবা অনধিক ১ (এক) বৎসর বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন। জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৩
(৩) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, যদি কোন নিবন্ধক উপ-ধারা (২) এ উল্লিখিত মিথ্যা তথ্য, লিখিত বর্ণনা বা ঘােষণা সম্পর্কে জ্ঞাত থাকা সত্ত্বেও জন্ম বা মৃত্যু নিবন্ধন করেন তাহা হইলে সংশ্লিষ্ট নিবন্ধক অনধিক ৫ (পাঁচ) হাজার টাকা অর্থদণ্ডে অথবা অনধিক এক বৎসর বিনাশ্রম কারাদণ্ডে অথবা উভয়দণ্ডে দণ্ডনীয় হইবেন, যদি না তিনি প্রমাণ করিতে সক্ষম হন যে উক্ত অপরাধ তাঁহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছে অথবা উক্ত অপরাধ রােধ করিবার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করিয়াছেন।” জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০১৩ । জন্ম নিবন্ধন না করালে ৫০০০ টাকা জরিমানা হতে পারে
জরিমানা এড়াতে অতিসত্ত্বর চলে যান ইউপিতে / ভুল এড়াতে অনলাইনে নিজের জন্ম নিবন্ধন নিজেই করে ফেলুন
আজই ইউনিয়ন পরিষদে এসে জন্ম নিবন্ধন করুন
Caption: Financial Penalty for Birth or Death registration ignorance
জন্ম নিবন্ধন ফি ২০২৩ । জন্ম নিবন্ধন ফি কত টাকা
- জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন বিনা ফিসে নিবন্ধন করা যাবে।
- জন্ম বা মৃত্যুর ৪৫ (পঁয়তাল্লিশ) দিন পর হইতে ৫ (পাঁচ) বৎসর পর্যন্ত কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে) ২৫ টাকা দেশে নিবন্ধন করা যাবে।
- জন্ম বা মৃত্যুর ৫ (পাঁচ) বৎসর পর কোন ব্যক্তি জন্ম বা মৃত্যু নিবন্ধন (সাকুল্যে) ৫০ টাকা দেশে নিবন্ধন করা যাবে।
- জন্ম তারিখ সংশোধনের জন্য আবেদন ফি ১০০ টাকা।
- জন্ম তারিখ ব্যতিত নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা বাংলাদেশে জন্ম হলে।
- বাংলা ও ইংরেজী উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি সরবরাহ পাওয়া যাবে বিনা ফিসে।
- বাংলা ও ইংরেজী উভয় ভাষায় নকল সরবরাহ পাওয়া যাবে ৫০ টাকা ফি জমা করে
জন্ম নিবন্ধন ডিজিটাল করতে কত টাকা লাগে?
ডিজিটাল/অনলাইন জন্ম নিবন্ধন ফি কত টাকা ২০২৩- এক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন ফি হচ্ছে ১০০ টাকা। তবে অনলাইনে আবেদন যদি নিজে না করে কোন কম্পিউটার সেবার প্রতিষ্ঠান থেকে করেন তাদের ফি বাবদ আরো ৫০-১০০ টাকা খরচ হতে পারে। যেহেতু জন্ম নিবন্ধন কার্যকর ইউপি উদ্যোক্তাদের দিয়ে করান তাই সরকারি ফি’র অতিরিক্ত ফি নিয়ে থাকে। উদ্যোক্তাদের কোন বেতন দেওয়া হয় না তাই নাগরিকদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় করে তারা জীবিকা নির্বাহ করে থাকে।
https://technicalalamin.com/birth-certificate-application-form-2022-%e0%a5%a4-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%86/