জন্ম নিবন্ধন সংশোধনে নতুন নির্দেশনা ২০২৩ । ছোট খাট ভুল নিবন্ধকের কার্যালয় হতে সংশোধন করা যাবে
BDRIS সফটওয়্যারে জন্ম ও মৃত্যু নিবন্ধনে ব্যক্তির নাম, ঠিকানা ইত্যাদির সংক্ষিপ্ত ভুল সংশোধন-ছোট খাট ভুল নিবন্ধকের কার্যালয় হতেই সংশোধন করা যাবে– জন্ম নিবন্ধন সংশোধনে নতুন নির্দেশনা ২০২৩
জন্ম নিবন্ধন – জন্ম নিবন্ধন হল একটি আইনগত প্রক্রিয়া যা কোনও ব্যক্তির জন্ম তার স্থায়ী রেকর্ড হিসাবে দাখিল করে থাকে। জন্ম নিবন্ধন একটি ধারণকে প্রমাণ করে যে একজন ব্যক্তি কোনও নির্দিষ্ট তারিখ এবং স্থানে জন্ম হয়েছে। বাংলাদেশে জন্ম নিবন্ধন হল প্রত্যেকটি নাগরিকের জন্য বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন হল একটি সরকারি দপ্তরে সাবমিট করা হয়। আপনি জন্ম নিবন্ধন সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে পারেন আপনার স্থানীয় সরকারি অফিস থেকে বা ইন্টারনেটে সনাক্তকরণ প্রদান করতে পারেন। জন্ম ও মৃত্যু নিবন্ধন না করলে ৫০০০ টাকা জরিমানা । ভুল তথ্য প্রদানে জন্ম নিবন্ধন দন্ডনীয় অপরাধ
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান BDRIS সফটওয়্যারে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজি’র মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময় সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। জন্ম নিবন্ধন ফি ২০২৩ । জন্ম নিবন্ধন সংশোধন ফি অনলাইনে প্রদানের নিয়ম
জন্ম নিবন্ধন সংশোধন আরও সহজীকরণ- জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধনে জনগণ যাতে জনভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এসকল ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে। নিবন্ধন কার্যালয়সমূহকে এ নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য তাঁকে অনুরোধ করা হয়েছে।
বিভাগীয় বা জেলা নিবন্ধক নয়, স্থানীয় নিবন্ধকই সংশোধন করে দিতে পারবেন / ছোটখাট সংশোধনের ভোগান্তি কমাতে নির্দেশনা জারি
জন্ম নিবন্ধনে সাধারণত যে তথ্য সন্নিবেশিত থাকে- শিশুর নাম, জন্ম তারিখ, জন্ম স্থান, পিতার নাম এবং মাতার নাম, জন্ম নিবন্ধন নম্বর, জন্ম নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে ব্যবহৃত হয় এবং এটি প্রয়োজন হয়। অনলাইন জন্ম নিবন্ধন 2023 । শিশুর জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করুন
Caption: https://orgbdr.portal.gov.bd
ভূল সংশোধন প্রক্রিয়া । বস্তুগত ভুল তথ্য বাতিলকরণ বা সংশোধন
- (১) বিধি ২৫ এর বিধান সাপেক্ষে, নিবন্ধন বহিতে কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু তথ্যের বস্তুগত ভুল পরিলক্ষিত হইলে নিবন্ধক উপ-বিধি (৩) এর অধীন তথ্য সংশোধনের জন্য প্রাপ্ত দলিলপত্র পরীক্ষ করিয়া সংশোধন করিতে পারিবেন।
- (২) বিধি ২০ এর অধীন নির্ধারিত ফিস প্রদান সাপেক্ষে, নিম্নবর্ণিত যে কেহ জন্ম বা মৃত্যু তথ্য সংশোধনের জন্য ফরম-৯ এর মাধ্যমে নিবন্ধকের নিকট আবেদন করিতে পারিবেন, যথা :- (ক) জন্ম তথ্যের ক্ষেত্রে ব্যক্তির বয়স আঠারো বৎসরের কম হইলে অভিভাবক বা তথ্য প্রদানকারী, অথবা
- (খ) জন্ম তথ্যের ক্ষেত্রে ব্যক্তির বয়স আঠার বৎসর বা তদূর্ধ্ব বয়সী ব্যক্তি স্বয়ং বা তথ্য প্রদানকারী, অথবা
- (গ) মৃত্যু তথ্যের ক্ষেত্রে তথ্য প্রদানকারী।
- (৩) উপ-বিধি (২) এর অধীন সংশোধনের আবেদন প্রাপ্তির পর যদি নিবন্ধক নিশ্চিত হন যে উক্ত জন্ম বা মৃত্যু তথ্য ভুল তাহা হইলে তিনি আবেদনকারীর অংশ যথাযথভাবে পূরণপূর্বক আবেদনকারীর নিকট হস্তান্তর করিবেন এবং তথ্য সংশোধনের জন্য প্রাপ্ত দলিলপত্র পরীক্ষা করিয়া বস্তুগত ভুল রহিয়াছে মর্মে নিশ্চিত হইলে উক্ত বস্তুগত ভুল তথ্য একটানে কাটিয়া সংশোধন করিবেন এবং বিষয়টি মন্তব্য কলামে লিপিবদ্ধ করিয়া স্বাক্ষর করিবেন।
- (৪) উপ-বিধি (৩) এর বিধানানুসারে কোন তথ্য সংশোধন করা হইলে নিবন্ধক সনদের একটি সংশোধিত কপি প্রস্তুত করিবেন এবং আবেদনকারীর অংশগ্রহণ করিয়া সনদের কপিটি হস্তান্তর করিবেন।
- ব্যাখ্যা: “বস্তুগত ভুল” অর্থ জন্ম বা মৃত্যু তারিখ, স্থায়ী ঠিকানা, জন্ম বা মৃত্যু স্থান, পিতা বা মাতার নাম বা জাতীয়তাসংক্রান্ত ভুল তথ্য ।
জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম?
প্রথমেই আপনাকে আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। সার্টিফিকেটটি যদি হারিয়ে যায় তবে নতুন জন্ম নিবন্ধন করতে হবে অথবা জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রিকৃত জন্ম নিবন্ধন বের করতে হবে। নতুন জন্ম নিবন্ধন করতে হলে আপনাকে স্থানীয় জন্ম নিবন্ধন কার্যালয়ে যাওয়া প্রয়োজন। আপনার স্থানীয় কার্যালয়ে যাওয়ার জন্য আপনার কাছে একটি পরিচয়পত্র এবং জন্ম তারিখ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে। আপনাকে ফরম পূরণ করতে হবে যেখানে আপনাকে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং নিজের ঠিকানা প্রদান করতে হবে। স্থানীয় জন্ম নিবন্ধন কার্যালয়ে ফরমটি জমা দিলে আপনাকে একটি রশিদ দেওয়া হবে। জন্ম নিবন্ধন সংশোধন ২০২৩ । জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে?
https://technicalalamin.com/%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%a8-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a6-2/