নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২০২৩ । মাত্র ৫০০ টাকায় অনলাইনে বিসিক কোর্সটি করা যাবে - Technical Alamin

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

ফ্রি প্রশিক্ষণ ২০২৬

নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২০২৩ । মাত্র ৫০০ টাকায় অনলাইনে বিসিক কোর্সটি করা যাবে

বিসিক কর্তৃক আয়োজিত কোর্সটিতে অনলাইন ও অফলাইন দুটি পদ্ধতিতেই অংশগ্রহণ করা যাবে – উদ্যোক্তা হতে সামান্য দিয়ে এনরোল করুন – নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২০২৩

ভর্তি হতে কি কি ডকুমেন্ট লাগবে?– প্রথমত ন্যূনতম এস.এসসি পাশ থাকতে হবে। সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১ কপি এবং ছবি। তাই ব্যবসা/ শিল্প স্থাপনে আগ্রহী সম্ভাবনাময় ও বিদ্যমান উদ্যোক্তা হলে অবশ্যই কোর্সটি করুন। অনলাইনে অংশগ্রহণকারীদের জন্য ৫০০/- (পাঁচ শত) টাকা এবং সশরীরে উপস্থিতির জন্য ১,০০০/- (এক হাজার) টাকা মাত্র ব্যয় করতে হবে।বিকাশ নম্বর : 01710-013161, 01686-395459 তে ফি বিকাশ করতে হবে।

কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে? প্রতিবছরই এমন কোর্স কয়েকবার করানো হয়। আগামী ১২-০২-২০২৩ তারিখ সকাল ০৯.৩০ মিঃ এর মধ্যে প্রশিক্ষণার্থীগণ প্রদত্ত মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। এ ব্যাচে ভর্তি হতে আপনাকে নির্ধারিত সময় সীমার মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে।

আবাসিক ব্যবস্থা আছে কি? হ্যাঁ। ডরমেটরীতে অবস্থান করেও প্রশিক্ষণ গ্রহণ করা যাবে। যোগ্যতা ও আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি করা হবে। যোগাযোগ করুন জোনায়েত হোসেন : 01710- 013161, 48961948, 48961948 (অ) এবং কোর্স সমন্বয়কারী মোঃ জুবায়ের ইসলাম : 01686 – 395459 এর সাথেই। ইনস্টিটিউটের নিজস্ব ডরমিটরীতে স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে তাই দূর থেকে গিয়ে অবস্থান করেও প্রশিক্ষণ গ্রহণ করা যাবে।

নারী উদ্যোক্তা উন্নয়ন”প্রশিক্ষণ কোর্স ২০২৩ ।  ১২-০২-২০২৩ থেকে ১৬-০২-২০২৩ খ্রিঃ পর্যন্ত সময় ধরে কোর্স চলমান থাকবে।

প্রশিক্ষণ স্থান: বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) বিসিক, শিল্প মন্ত্রণালয়, প্লট# ২৪/এ, রোড# ১৩/এ, সেক্টর # ০৬, স্কিটি, উত্তরা, ঢাকা-১২৩০।

Caption: BCIC Training for women entrepreneurship in Bangladesh

বিসিক নারী উদ্যোক্তা উন্নয়ন কোর্স ২০২৩ । কোর্সে যে সকল বিষয় অন্তর্ভুক্ত রয়েছে

  1. নারী উদ্যোক্তার যোগ্যতা নিরুপণের উপায়।
  2. যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী লাভজনক শিল্প/ ব্যবসা বাছাই পদ্ধতি।
  3. বাছাইকৃত ব্যবসা/ শিল্পের ব্যাংক উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন।
  4. ব্যবসা/ শিল্পের বিপণন, উৎপাদন, ব্যবস্থাপনা ও আর্থিক দিক বিশ্লেষণ।
  5. ব্যাংক থেকে ঋণ পাওয়ার পদ্ধতি।
  6. শিল্পনীতি ২০১৬ অনুযায়ী উদ্যোক্তাগণকে প্রদত্ত সরকারি সুযোগ-সুবিধাসমূহ।
  7. শিল্প/ব্যবসার লাভ-ক্ষতির হিসাব ও আর্থিক অনুপাতসমূহ।

এ কোর্স করলে কি ঋণ সহায়তা পাওয়া যাবে?

হ্যাঁ। বিসিকের এ উদ্যোগ্যের মাধ্যমে নারী উদ্যোক্তদের উৎসাহিত ও সহযোগিতা করা হবে। সফলভাবে কোর্স সমাপ্তিরতে সনদপত্র বিতরণ ও সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাগণকে বিসিকের নিবন্ধনসহ নিজস্ব তহবিল ও কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদানে সহায়তা করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *