পান ফসলের ক্ষতিকর কালো ও সাদা মাছি পোকা দমন। - Technical Alamin
টিপস এন্ড ট্রিকস

পান ফসলের ক্ষতিকর কালো ও সাদা মাছি পোকা দমন।

গরমকালে পান ফসলে ক্ষতিকর কালো ও সাদা মাছি পোকার আক্রমণ বেশি হয়ে থাকে। এ পোকাগুলো সাধারণত পাতার নিচে অবস্থান করে থাকে।

পোকা সমন্বিত দমন ব্যবস্থাপনা

১। পানের বরজ সবসময় পরিস্কার রাখা জরুরি।

২। রোগাক্রান্ত পাতাগুলো সংগ্রহ করে মাটিতে পুতে ফো উচিৎ।

৩। এসবের পাশাপাশি আঠালো হলুদ রঙ্গের ফাঁদ ব্যবহার করা যেতে পারে।

৪। জৈব বালাইনাশক ফিজিমাইট অথবা বায়োট্রিন প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে সঠিক নিয়মে স্প্রে করতে হবে।

এ সম্পর্কে বিস্তারিত তথ্যে জন্য www.dae.gov.bd বা www.ais.gov.bd ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।

যে কোন মোবাইল ফোন হতে সরকারি কৃষি কল সেন্টার ১৬১২৩ নম্বরে ফোন করে প্রতি দিন ৭.০০টা হতে রাত ৯.০০ টা পর্যন্ত সরাসরি কৃষি বিষয়ক এবং সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০ টা পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য জানুন।

এই সেবা শুক্রবার ও অন্যান্য ছুটির দিন বন্ধ থাকে।

প্রচার: কৃষি তথ্য সার্ভিস , রাজশাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *