মেয়াদউত্তীর্ণ চেয়ারম্যান দায়িত্ব পালন করবে মর্মে পরিপত্র।
মেময়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
ইউপি-১ শাখা
www.lgd.gov.bd
স্মারক নং-৪৬.০০.০০০০.০১৭.৯৯.০২০.১৭.৫১৭; তারিখ: ২৯ জুন ২০২১
পরিপত্র
বিষয়: ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত।
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ার জনসমাগম এড়ানোর লক্ষ্যে মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অতএব, মেময়াদোত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ হবে এমন ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন অনুষ্ঠান না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক প্রশাসনিক অসুবিধা দূরীকরণার্থে বিদ্যমান ইউনিয়ন পরিষদসমূহকে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
০২। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(মো: আবুজাফর রিপন পিএ)
উপসচিব
ফোন: ০২২২৩৩৫৩৩৯৪
মেয়াদউত্তীর্ণ চেয়ারম্যান দায়িত্ব পালন করবে মর্মে পরিপত্র: ডাউনলোড