আজ শিক্ষা প্রতিষ্ঠান চালুর আদেশ জারি করেছে মাউশি। স্বাস্থ্য বিধি গাইড লাইন মেনে এবং কিছু শর্ত মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালুর নির্দেশনা দিয়েছে মাউশি।

কোভিও-১৯ অতিমারির কারণে ২১/০১/২০২২ খ্রি. থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে কোভি-১৯ পরিস্থিতি ক্রমান্বয়ে সন্তোষজনক পর্যায়ে উদীত হওয়ায় ২২/০২/২০২২ খ্রি. হতে শিক্ষা প্রতিষ্ঠান খােলার সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে ইতিপূর্বে সূত্রোক্ত পত্রানুযায়ী গাইড লাইন” এর নির্দেশনা ছাড়াও তাঁর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানে নিমােক্ত কাক্রিমসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করার জন্য অনুরােধ করা হয়েছে।

দীর্ঘ দিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের পরাশুনায় শেষ বারের মত ধাক্কা দিয়েছিল করোনা। এমন পরিস্থিতিতে করোনা যখন লঘু হয়েছে ঠিক তখনই শিক্ষা প্রতিষ্ঠান খুলে শিক্ষার যাত্রা ফের শুরু হল। আগামী ২২/০২/২০২২ তারিখ হতে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান যেতে পারবে নিম্নোক্ত শর্ত মেনে।

শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকার ঘোষণা দিল মাউশি / আগামী ২২ ফেব্রুয়ারি ২০২২ হতে চালু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান।

স্বাস্থ্য বিধি মানার সাথে আরও কিছু কার্যক্রম ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

শিক্ষা প্রতিষ্ঠান চালুর আদেশ ২০২২

Caption: Order to open Education institution from 22 february 2022

Healths tip and order should be followed strickly by students

১. শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী কোভিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহণ করেছে, সে সকল শিক্ষার্থী সশরীরে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে;

২. শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশমুখসহ অন্যান্য স্থানে কোভিড-১৯ অতিমারি সম্পর্কিত সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি প্রতিপালনে করণীয় বিষয়সমূহ ব্যানার বা অন্য কোন উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা;

৩. শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সকল শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী-অভিভাবকদের তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মাধ্যমে | নিয়মিত তাপমাত্রা মাপা ও তা পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা;

৪. শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় অনলাইন/ভার্চুয়াল প্ল্যাটফরম-এ শিখন-শেখানাে কার্যক্রম অব্যাহত রাখবে;

৫. শিক্ষার্থীদের জন্য বিতরণকৃত অ্যাসাইনমেন্টসমূহের কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে;

৬. শিক্ষার্থীদের ক্লাস রুটিন ইতােপূর্বে প্রেরিত নির্দেশনা মােতাবেক প্রণয়ন করতে হবে;

৭, শিক্ষার্থীদের ভিড় এড়ানাের জন্য প্রতিষ্ঠানের সবগুলাে প্রবেশ/প্রস্থান মুখ ব্যবহার করার ব্যবস্থা করা। যদি কেবল একটি প্রবেশ/প্রস্থান মুখ থাকে সেক্ষেত্রে একাধিক প্রবেশ/প্রস্থান মুখের ব্যবস্থা করার চেষ্টা করা;

৮. প্রতিষ্ঠান খােলার প্রথম দিন শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানাের ব্যবস্থা করা;

৯. প্রতিষ্ঠান খােলার প্রথম দিন শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া| আসা করবে সেই বিষয়ে তাদেরকে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকারী ব্রিফিং প্রদান করার ব্যবস্থা করা;

১০, প্রতিষ্ঠানের একটি কক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাসহ আইসােলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখা;

১১. প্রতিষ্ঠানের সকল ভবনের কক্ষ, বারান্দা, সিজি, ছাদ এবং আঙ্গিনা যথাযথভাবে পরিস্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা;

১২. প্রতিষ্ঠানের সকল ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিস্কার রাখা এবং পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা;

১৩. প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবকসহ অন্য কেউ প্রবেশ/অবস্থান/প্রস্থানের সময় সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা;

১৪, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী এবং অন্য কেউ সঠিকভাবে মাঞ্চ পরিধান করার বিষয়টি নিশ্চিত করা;

১৫. প্রতিষ্ঠানে সাবান বা হ্যান্ডওয়াশ দ্বারা হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা করা;

১৬, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা। এক্ষেত্রে পারস্পরিক ৩ (তিন) ফুট শারীরিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা করা;

১৭, শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ, ড্রেন ও বাগান যথাযথভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা এবং কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করার ব্যবস্থা করা;

১৮. প্রতিষ্ঠানসমূহে শিক্ষক, শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা নিরূপণ করা;

১৯, প্রয়ােজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালিত করা;

২০. প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সাথে সভা করে এতদসংক্রান্ত বিষয়ে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা;

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন কি বন্ধ থাকবে?

অবশ্যই বন্ধ থাকবে আগামী ০২/০৩/২০২২ তারিখ পর্যন্ত – দেশে করােনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমাগত ভাবে বৃদ্ধি পাওয়ায় মন্ত্রিপরিষদ বিভাগের ০৩/০২/২০২২ তারিখের ১৪৩ সংখ্যক স্মারকের নির্দেশনা মােতাবেক ২১/০২/২০২২ তারিখ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

https://reportbd.net/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b2%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8/