এলপিজি গ্যাসের দাম ২০২৩ । ১২ কেজি এপিজি গ্যাসের দাম কমলো

এলপিজি গ্যাসের দাম ২০২৩ । ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৩৮১ টাকা

এলপিজি গ্যাস প্রধানত বাসা বাড়িতে ব্যবহার হয় যদিও এর ব্যাপক ব্যবহার রয়েছে তবুও এটির উপর নির্ভর করে দৈনন্দিন জীবন যাপন বা জীবন পদ্ধতি – এলপিজি গ্যাসের দাম ২০২৩

আন্তর্জাতিক দামের সাথে কি এলপিজি গ্যাসের সম্পর্ক আছে? – Saudi CP অনুযায়ী ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় বিজ্ঞপ্তি নভেম্বর ২০২৩ মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন এর ঘোষিত Saudi CP প্রতি মেট্রিক টন যথাক্রমে ৬১০.০০ মার্কিন ডলার এবং ৬২০.০০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় Saudi CP প্রতি মেট্রিক টন ৬১৬.৫০ মার্কিন ডলার বিবেচনায় নভেম্বর ২০২৩ মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তাপর্যায়ের মূল্য সমন্বয় করা হয়েছে।

রেটিকুলেটেড পদ্ধতিতে (i) তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি’র ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১.২৬ টাকায় এবং (ii) গ্যাসীয় অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজি’র ভোক্তাপর্যায়ে মূসকসহ মূল্য প্রতি লিটার ০.২৪৭৩ টাকায় বা প্রতি ঘনমিটার ২৪৭.৩০ টাকায় সমন্বয় করা হয়েছে।

ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৬৩.৩৬ টাকায় সমন্বয় করা হয়েছে। সমন্বয়কৃত উক্ত মূল্য ১৭ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ/ ০২ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকা হতে প্রযোজ্য ও কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। সরকারি এলপিজি’র ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজি’র মূল্য সমন্বয়ের সাথে Saudi CP’র সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজি’র মূল্য অপরিবর্তিত থাকবে। প্রত্যেক এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ লাইসেন্সী এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ পরবর্তী মূল্যে (মূসক- উত্তর/মূসকসহ) ডিস্ট্রিবিউটরের নিকট এলপিজি বিক্রয় করবে এবং সে অনুযায়ী মুসক চালান/ডেলিভারি অর্ডার (ডিও) প্রদান করবে। কোনো পর্যায়ে (এলপিজি মজুতকরণ ও বোতলজাতকরণ, ডিস্ট্রিবিউটর এবং ভোক্তাপর্যায়ে রিটেইলার পয়েন্টে) কমিশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি (বোতলজাতকৃত এবং রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যমে সরবরাহকৃত)/অটোগ্যাস বিক্রয় করা যাবে না।

এলপিজি গ্যাস (LPG) হল একটি বাণিজ্যিক গ্যাস যা প্রাথমিকভাবে পেট্রলিয়াম থেকে উৎপাদিত হয় / এলপিজি গ্যাসের মূল উপাদানগুলি প্রোপেন এবং বুটেন হল।

এলপিজি গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি উপকরণ হিসেবে পরিচিত। এলপিজি গ্যাস সম্প্রসারণযোগ্য এবং পরিবেশবান একটি জ্বালানি উপকরণ। এটি প্রাকৃতিক গ্যাসের তুলনায় বেশি পরিবেশবান এবং স্বচ্ছ হওয়া এবং এটি অধিক সুরক্ষিত ও উপযোগী একটি প্রাকৃতিক গ্যাসের বিকল্প। এলপিজি গ্যাস ব্যবহার করা হয় স্টোভ, ওভেন, তন্দুর, চুলা এবং অন্যান্য জ্বালানি উপকরণে। এছাড়াও বাণিজ্যিক ব্যবসায়ে ও গাড়ির চালক তাঁত এর ব্যবহার হয়।

Caption: Source of Information

এলপিজি গ্যাসের দাম ২০২৩  । বিভিন্ন কেজির এলপিজি বোতলের মূল্য দেখে নিন

  1. ৫.৫ কেজি ৬৬৩ টাকা।
  2. ১২ কেজি ১৩৮১ টাকা।
  3. ১২.৫ কেজি ১৪৩৭ টাকা।
  4. ১৫ কেজি ১৭২৬ টাকা।
  5. ১৬ কেজি ১৮৪২ টাকা।
  6. ১৮ কেজি ২০৭২ টাকা।

দাম কি আবার বাড়বে?

হ্যাঁ বাড়তে পারে। সরকারি প্রতিমাসেই গ্যাস বিদ্যুতের দাম পুন: নির্ধারণ করবে। সরকারি এলপিজি’র ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এবং সরকারি এলপিজি’র মূল্য সমন্বয়ের সাথে Saudi CP’র সংশ্লিষ্টতা না থাকায় সরকারি এলপিজি’র মূল্য অপরিবর্তিত থাকবে। ২৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ/ ১০ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ তারিখে জারীকৃত বিইআরসি আদেশ নম্বর: ২০২১/০৭ এর অন্যান্য আদেশ ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে। বিস্তারিত মূল্য সমন্বয় আদেশ (বিইআরসি আদেশ নম্বর: ২০২৩/০৪) কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ পাওয়া যাবে।

১২ কেজি গ্যাস সিলিন্ডার কত দিন যাবে? নিরুপায় হয়ে অনেক দিন থেকেই সিলিন্ডারের এলপি গ্যাস ব্যবহার করছেন শহরের জনসাধারণও কারণ চাইলেই গ্যাস সংযোগ পাওয়া যায় না। প্রতিটি ১২ কেজির সিলিন্ডারের দাম ১০০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। একটি সিলিন্ডার ১৮ থেকে ২৬ দিন পর্যন্ত যায়। মেহমান এলে কোনো মাসে দুটিও লাগে। তাই গ্যাসের সিলিন্ডার কত দিন যাবে তা নির্ভর করে ব্যবহারের উপর। রাইসকুকার থাকাতে কিছুটা হলেও রক্ষা।

গ্যাসের মূল্য বৃদ্ধির তালিকা ২০২৩ । বাসা বাড়ির গ্যাসের দামও কি বৃদ্ধি পেল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *