অনলাইনে আয়ের সুযোগ ২০২২

100% original Freelancing market Place 2022 | যে সাইটগুলো থেকে দেশী ভাইয়েরা আয় করছে

বাংলাদেশের অনেক তরুন তরুনী এখন অনলাইন হতে আয় করছে। অনলাইন জগতে বাংলাদেশীদের আধিপত্যও কিন্তু কম নয়। বাংলাদেশের মেধাবী তরুন-তরুনী এখন প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয় করে রেমিটেন্স আকারে অর্থ দেশে আনছে। দেশের উন্নয়নের অংশীদার হিসেবে অবদান রাখছে।

অনলাইন থেকে আয় করতে কি কি যোগ্যতা লাগে?

যতই বলা হউক না কেন অনলাইনে খুব সহজেই আয় করা যায়। কিছু না জেনেও লক্ষ লক্ষ টাকা আয় করুন। ব্যাপারগুলো আসলে যত সহজেই বলা হয় তেমনটি নয়। আপনাকে কম্পিউটার বেসিক, ইংরেজী ভাষা বা অন্য যে কোন ভাষায় দখল ছাড়াও বাংলা ভাষায় দখল থাকতে হবে। টুকটাক গ্রাফিক্স বা ফটোএডিটিং জানতে হবে। মোট কথা কম্পিউটার জ্ঞান, ন্যূনতম ইংরেজী ভাষায় দখল এবং ফটো ও ভিডিও এডিটিং জানা না থাকলে আপনি অনলাইন জগতে মাথা তুলে দাড়াতেও পারবেন না। তাই জানতে হবে এবং শিখতে হবে। প্রতিনিয়ত নতুন কিছু জানতে হবে তবেই অনলাইন জগতে টিকে থাকা যাবে।

কোন কোন মাকের্টপ্লেস হতে জেনুইন অর্থ আয় করা যায়?

  1. Upwork 
  2. Fiverr
  3. Freelancer 
  4. Guru 
  5. People Per Hour 
  6. Toptal
  7. FlexJobs 
  8. 99designs 
  9. SimplyHired 
  10. Aquent 
  11. PubLoft 
  12. Designhill 
  13. Bark 
  14. Golance 
  15. FreeUp 
  16. Hubstaff Talent
  17. SolidGigs 
  18. We Work Remotely
  19. Gigster 
  20. Dribbble
  21. Behance
  22. CloudPeeps 
  23. Envato 
  24. Hackerone 
  25. Amazon Mechanical Turk 
  26. Shutterstock
  27. Adobe Stock
  28. iStock 
  29. Depositphotos

বাংলাদেশ ব্যাংক অফিসিয়ালি স্বীকার করছে যে, উপরোক্ত মাকের্টপ্লেস হতে ব্যাংকে মাধ্যমে দেশে রেমিটেন্স আসছে।

আসুন আমরা মার্কেটপ্লেসের লিংক গুলো দেখে নিই

এসব ওয়েবসাইটে কাজ করলে ধোকা খাওয়ার কোন সুযোগ নেই। অনেকেই অনেক আগ্রহ নিয়ে অনলাইন কাজ করা শুরু করলেও ফেইক এবং স্পামিং সাইট হতে বঞ্চিত হওয়ার কারণে ধীরে ধীরে কাজের আগ্রহ হারিয়ে ফেলে এক সময় অনলাইনে কাজ করা বাদ দেন। শুধু তাই নয় আশে পাশের সবাইকে অনলাইনে কাজ করা হতে নিরুৎসাহিত করেন।

বাংলাদেশ ব্যাংক নিচের মার্কেট প্লেস গুলো হতেও বাংলাদেশে রেমিটেন্স আসার কথা স্বীকার করেছে-

  1. 123rf. 
  2. Pond5 
  3. Dreamstime 
  4. Creative Market 
  5. Can StockPhoto 
  6. Alamy Unity 
  7. Asset Store 
  8. Sketchfab F
  9. reepik 
  10. Awin 
  11. Shareasale 
  12. Flexoffers 
  13. MaxBounty 
  14. Tradedoubler 
  15. CJ Affiliate 
  16. Viglink 
  17. JVZoo 
  18. Rakuten 
  19. IClickBank 
  20. Amazon Associates 
  21. Walmart Affiliate 
  22. Google AdSense 
  23. Facebook Monetization 
  24. YouTube Monetization 
  25. AppStore Playstore

নিচের লিংক গুলো থেকে আপনিও অনলাইন ইনকামের সুযোগ খুজতে পারেন। নির্দিষ্ট বিষয়ে দক্ষ হয়ে পেতে পারেন কাজ।

সূত্র: 100% original Freelancing market Place 2022: Download

নতুন হবু ফ্রিল্যান্সারদের একটি প্রশ্নই থাকে কাজ শিখে এত কষ্ট করে কাজ করে যদি টাকা হাতে না পাই এর চেয়ে বড় দু:খ আর কিছু হতেই পারে না। তাই উপরের লিংক গুলো গিয়ে কাজ পেয়ে করে দিলে ঠকবেন না এটি নিশ্চিত। যদি আপনারা চান তবে আমি উপরের সাইটগুলো সম্পর্কে বিস্তারিত লিখবো এবং কিভাবে কাজ পাবেন সে বিষয়ে নির্দেশনা দিবো। ধন্যবাদ

One comment

  1. mуsеlf Ιt’s crucial tⲟ ƅe аble to ely oon someone who кnows local and business habits ᴠery wеll.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *