বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স গ্রাহকদের দ্রুত সেবা দিতে চালু করল Priority Store. এই স্টোরের মাধ্যমে গ্রাহকগণ খুব অল্প সময়ের মধ্যে ইভ্যালির প্রডাক্ট হাতে পাবেন। মাত্র ২৪-৭২ ঘন্টার মধ্যে প্রডাক্ট ডেলিভারী পাবেন। যদি তিনি নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে পারেন।
Priority Store Reward Points details.
1. এই স্টোর থেকে প্রতি ১ টাকা কেনাকাটা করলে আপনার প্রোফাইল ১ পয়েন্ট হিসেবে জমা হবে।
2. আপনার অন্যান্য যেকোন ক্যাম্পেইন এ অর্ডার ডেলিভারি সিরিয়াল নিম্ন ক্রম অনুযায়ী অনুসারে ডেলিভারি হবে।
3. আপনার প্রতি অন্যান্য ক্যাম্পেইন ১০ টাকা ডেলিভারি জন্য ১ পয়েন্ট কাটা যাবে।
4. এই পয়েন্ট অনুযায়ী আপনার প্রোফাইল রেন্কিং হবে, যা দিয়ে আপনার ইভ্যালি এবং পার্টনার অর্গানাইজেশন এ স্পেশাল সুবিধা পাবেন।
5. Priority Store এর অর্ডার ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে ডেলিভারি হবে।
অন্য দিকে আপনি কোন ধরনের ইউজার সেটি আপনার কেনাকাটার উপর নির্ভর করবে। eBronze হয়ে থাকবেন ১০ লক্ষ টাকা নিম্ন ক্রয়ের জন্য। eSilver-10 Lac, eGold-30 Lac, eDiamond-50 Lac, ePlantinum-1 crore টাকার কেনা কাটা করলে আপনার ইউজার স্ট্যাটাস পরিবর্তন হবে এবং সে মোতাবেক আপনার ডেলিভারী স্পিড থাকবে।
এটি কিভাবে কাজ করে?
লয়ালিটি স্কোর Loyality Score: রেগুলার এবং ক্যাম্পেইন শপ থেকে কেনা কাটার জন্য আপনি এই পয়েন্ট গুলো অর্জন করবেন।
দ্রুত ডেলিভারী Faster Delivery
যত বেশি পয়েন্ট অর্জন করবেন আপনার পয়েন্টের উপর ভিত্তিকরে আপনার ডেলিভারী তত দ্রুত হবে এবং ডেলিভারীর পর নিয়মানুসারে পয়েন্ট কাটা যাবে।
স্পেশাল অফার Special Offer
আপনার পয়েন্ট এর উপর ভিত্তি করে আপনাকে স্পেশাল অফার দেয়া হবে। এটি এখনও কার্যকর হয়নি। ভবিষ্যতে হবে।
প্রশ্নোত্তর:
প্রশ্ন: পয়েন্ট বলতে কি বুঝায়?
উত্তর: গিফটকার্ড ও ইভ্যালি একাউন্ট ছাড়া রেগুলার এবং ক্যাম্পেইনে কেনাকাটা করলে আপনি পয়েন্ট পাবেন।
প্রশ্ন: পয়েন্টের সুবিধা কি?
উত্তর: যত বেশি পয়েন্ট জমা হবে আপনার স্ট্যাটার অনুসারে ডেলিভারি দ্রুততা নির্ভর করবে।
প্রশ্ন: পয়েন্ট কিভাবে অর্জন করা যাবে?
উত্তর: যে কোন গেইট ওয়েতে কেনা করার মাধ্যমে।
প্রশ্ন: লয়ালিটি লেভেল কি?
উত্তর: আপনার পয়েন্টের উপর ভিত্তি করে ৫ ধরনের লেভেল রয়েছে। ই-ব্রোঞ্জ, ই-সিলভার, ই-গোল্ড, ই ডায়ামন্ড, ই-প্লাটিনাম।