NID Verification charge 2024 । লোনের ক্ষেত্রে এনআইডি ভেরিফিকেশন ব্যাংক চার্জ কত?
পার্সোনাল লোনের তথ্য আপডেট করতে NID ভেরিফাই করতে হয়। NID এর ভেরিফিকেশন চার্জ দিতে হয়- বিস্তারিত আপনি শাখায় যোগাযোগ করেও জেনে নিতে পারবেন–NID Verification charge 2024
এনআইডি ভেরিফিকেশন করতে হয় কেন? –মানিলন্ডারিং, সন্ত্রাসী কার্যে অর্থায়ন ও জালিয়াতি প্রতিরোধ এবং ব্যাংকিং খাতকে এ বিষয়ক ঝুঁকি হতে মুক্ত রাখার লক্ষ্যে নতুন গ্রাহক, বিদ্যমান গ্রাহক, Beneficiary Owner ও ওয়াক-ইন কাস্টমারদের KYC সম্পাদনে গ্রাহক কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সঠিকতা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন এর ডাটা বেইজ হতে যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন এর সাথে অত্র ব্যাংক কর্তৃক গত ১৫/০৬/২০১৭ তারিখ চুক্তি (MoU) সম্পাদন করা হয়। বর্তমানে অত্র ব্যাংকে সাব ইউজার আইডি গ্রহণ করে NID Verification এর কার্যাদি পরিপালিত হচ্ছে।
এনআইডি ভেরিফিকেশন চার্জ কত? গ্রাহকদের NID যাচাইয়ের জন্য প্রতিবার ৫/-(পাঁচ) টাকা গ্রাহকের নিকট হতে অথবা গ্রাহকের একাউন্ট হতে আদায় করতে হবে। উক্ত ৫/-(পাঁচ) টাকা আয় খাতে (Income Account Miscellaneous NID Service Charge (625101108) উপ-খাত) জমা করতে হবে। বর্তমানে ভেরিফিকেশন চার্জ ১০ টাকা করা হয়েছে। চার্জের সাথে আবার ১৫% ভ্যাট প্রযোজ্য।
লোনের ক্ষেত্রে সাধারণ এনআইডি ভেরিফিকেশন করতে হয় / এক্ষেত্রে চার্জ গ্রাহকের একাউন্ট হতেই কর্তন করা হয়
ই ওয়ালেটের মাধ্যমে আপনি দেখতে পারবে যে, কত টাকা চার্জ করা হয়েছে।
Caption: NID Verification Charge Notice
Sonali Bank Personal Loan Documents Details 2024 । ব্যক্তিগত ঋণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট
- সোনালী ব্যাংকের নির্ধারিত আবেদন ফরম ও আবেদন পত্র পূরণ করতে হবে।
- কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে ব্যাংকে বেতন ভাতা হতে কিস্তি গ্রহণের ক্ষমতা অর্পন পত্র পূরণ করতে হবে।
- গ্র্যাচুইিটি/ প্রভিডেন্ট ফান্ডের লিয়েন দিতে হবে অঙ্গীকারনামা পূরণ করে।
- অন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ করা হয়নি মর্মে ঘোষণাপত্র পূরণ করে দিতে হবে।
- জামিনদাতা সম্পর্কিত তথ্যাবলীর ফরম পূরণ করে জমা দিতে হবে। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে গ্র্যারান্টর তা পরিশোধ করবে মর্মে ফর্মে স্বাক্ষর করতে হবে।
- জামিন নামা ঘোষণাপত্র পূরণ করে জাম দিতে হবে এবং এতে কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে।
- লিয়েন মার্ক প্রত্যয়ন পত্র তৈরি করে অফিস প্রধানের স্বাক্ষর গ্রহণ করতে হবে।
- বেতন ভাতাদি’র প্রত্যয়ন পত্র জমা দিতে হবে। (কর্তৃপক্ষের স্বাক্ষর সহ)
- জাল জালিয়াতি ও বিভাগীয় মামলা নাই মর্মে প্রত্যয়ন পত্র নিতে হবে।
বেতনভূক্ত কর্মচরীর ব্যক্তিগত ঋণ গ্রহণের কোন ডেমো পাওয়া যাবে?
ডেমো ডকুমেন্ট– জি। সোনালী ব্যাংক হতে ব্যক্তিগত লোন বা পার্সোনাল গ্রহণ গ্রহণ করেছেন এমন একটি ডকুমেন্ট ডেমো বা সম্পূর্ণ কাগজপত্রাদির নমুনা যুক্ত করে দেওয়া হলো। এখানে যে সকল ডকুমেন্ট আছে সেগুলো অবশ্যই ব্যাংকে সরবরাহ করতে হবে। নমুনা ডকুমেন্ট বা ডেমো: ডাউনলোড https://technicalalamin.com/sonali-bank-personal-loan-20-lac9-%e0%a5%a4-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d/