Pensioner Festival Bonus Check 2024 । পেনশনার হিসেবে আপনার বোনাস হয়েছে কিনা চেক করুন
পেনশনারের বোনাস ইতোমধ্যে ট্রান্সমিট করা হয়েছে- অনেকে ব্যাংক হিসাবে বোনাস পেয়ে গেছেন– Pensioner Festival Bonus Check 2024
ঘরে বসেই কি যাচাই করা যায়? হ্যাঁ। আপনার বোনাস দাখিল হয়েছে কিনা বা একাউন্টস অফিস বোনাস ট্রান্সমিট করেছে কিনা cafopfm ওয়েবসাইট হতে সহজেই জানা যায়। পেনশন স্টেটমেন্ট বের করে দেখা যায় যে, বোনাস বা বেতন ইএফটি ক্লিয়ার হয়েছে কিনা।
ইপিপিও নম্বর কিভাবে পাব? – আপনি প্রথমে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটে যাবেন cafopfm.gov.bd ওয়েবসাইটে ঢুকবেন মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে। অতপর আপনি পেনশন তথ্য কলামে গিয়ে Click Here এ ক্লিক করে এনআইডি নম্বর ১০ ডিজিট বা ১৭ ডিজিট যে কোন একটি ইনপুট দিবেন এবং মোবাইল নম্বর ইনপুট দিয়ে Submit এ ক্লিক করলেই পেনশন তথ্য দেখতে পারেন। ওখানে একটি ১০ ডিজিটের ইপিপিও নম্বর পাবেন সেটি কোথাও লিখে বা মোবাইলে নোটপ্যাডে সংরক্ষণ করুন কারণ অ্যাপ ব্যবহারে এটি প্রয়োজন পড়বে। যাহোক এভাবে অনলাইন ওয়েব স্টেটমেন্টের মাধ্যমে আপনি ইএফটি জেনারেট হয়েছে কিনা দেখতে পারবেন অথবা আপনি EFT Advice Sent হয়েছে কিনা দেখতে পারবেন। EPPO-অনলাইন হতেই ইপিপিও নম্বর বের করার নিয়ম ২০২৪
যদি কোন কারণে আপনার পেনশন বন্ধ থাকে তবে তা Block Reason এ উল্লেখ থাকবে। যদি আপনার লাইভ ভেরিফিকেশন দরকার হয় তবে তা এখানে উল্লেখ থাকবে। অন্যদিকে আপনার পেনশন Inactive দেখাবে। যদি Active দেখায় এবং Block Reason ফাঁকা থাকে তবে কোন চিন্তার কিছু নেই অপেক্ষা করুন পেনশন চলে আসবে। আর যদি Life Verification Required উল্লেখ থাকে তবে সরাসরি এজি অফিসে চলে যান বা Pensioner Verification অ্যাপ ডাউনলোড করে পেনশনার লাইফ ভেরিফিকেশন সম্পন্ন করুন। Pensioner Verification App। ঘরে বসে লাইফ ভেরিফিকেশন করুন
পেনশনার ব্লক থাকলে বোনাস বা বেতন কোনটিই আসবে না/ প্রতি ১১ মাসে একবার লাইফ ভেরিফিকেশন করতে হয়
Pension statement will provide you your PPO Number, Pay point, Months of Pension and Token number what is generated after EFT Sent. In This way you can get your pension statement, status by online. Why are pension is stopped or status of your pension you can check by online process.
Caption: Pension EFT Cleared
How to Check Pension Payment Information from Pension.gov.bd
- Do google by pension gov bd and click first link of search result page
- Pension Payment Information>Click Here
- Input your EFT NID Number which is used for Fixation
- Input your EFT Mobile Number for Fixation used
- Select Financial Year
- Just Click Submit
- You will get mobile message
- Check your handset or mobile for OTP or Passcode
- Input OTP and Click OK
- You are done, you will see your pension statement
পেনশন অ্যাপ হতে জানা যাবে?
হ্যাঁ। পেনশনারের ইএফটি করা এনআইডি যেটাই হোক না কেন। আপনাকে ১০ ডিজিটের স্মার্ট কার্ড নম্বরটি এবং ইপিপিও নম্বর ব্যবহার করে অ্যাপে লগিন করতে হবে। লগিন করার পর লাইভ ভেরিফিকেশনে ক্লিক করে ছবি তুলুন। দুবার দুটি ছবি তুললে অটোমেটিক ভেরিফিকেশন সফল হয়েছে মেসেজ দেখাবে এবং পরবর্তী ভেরিফিকেশন মাস ভেসে উঠবে।
https://technicalalamin.com/pension-check-%e0%a5%a4-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%87%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96/