Pensioner Verification App – NID Number & ePPO No is required to login Life verification App – Pensioner life verification
eppo No – You can get your eppo number from online process – CAFOPFM website ব্যবহার করিয়া ইপিপিও নম্বর পেতে পারেন। প্রথমে আপনি www.cafopfm.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে Penion Payment Information কলামে ক্লিক করে এনআইডি নম্বর এবং মোবাইল নম্বর ব্যবহার করে লগিন করবেন। স্টেটমেন্টের উপরের অংশে 10 ডিজিটের ইপিপিও নম্বর দেখতে পাবেন।.
ইপিপিও নম্বরটি আপনার পেনশন বইয়ে লেখা হয়েছে যখন আপনি পেনশন অনলাইন করেছেন বা পেনশন ইএফটি করেছেন। সেখান থেকেও আপনি ইপিপিও নম্বর সংগ্রহ করতে পারবেন। এছাড়াও ইপিপিও নম্বর আপনি হিসাবরক্ষণ অফিস বা এজি অফিসে গিয়েও সংগ্রহ করতে পারবেন।
পেনশনারদের পেনশন প্রাপ্তির ভোগান্তি লাগবের জন্য গত বছরই সকল পেনশনারকে আইবাস++ ইএফটি’র আওতায় আনা হয়েছে। ফলে এখন আর পেনশন তুলতে হিসাবরক্ষণ অফিসে যেতে হয় না। প্রতিমাসে পেনশন চলে আসে ব্যাংক হিসাবে। প্রতি বছর ১১তম মাসে পেনশনারদের লাইফ ভেরিফিকেশন করতে হয়। পেনশনারগণ যে বেচে আছেন তা দেশের যে কোন হিসাবরক্ষন অফিসের মাধ্যমে Life Verification Process সম্পন্ন করতে হয় স্বশরীরে উপস্থিত হয়ে। অ্যাপ ডাউনলোড করুন: Pensioner Verification App
EPPO NO হচ্চে ইলেকট্রনিক পেনশন পেমেন্ট অর্ডার / Electronic Pension Payment Order
পূর্বে এটি ছিল পিপিও বই যা ইএফটি কার্যকর হওয়ার পর এটি ইপিপিও বুক হয়ে গেছে
Caption: Pensioner Payment Information/ EPPO No marked by Circle
How to get EPPO Number by Online System 2024
- প্রথমে www.cafopfm.gov.bd/eppo-info-html.php এই লিংকে ক্লিক Pension Payment Information এর নিচে Click Here এ ক্লিক করতে হবে।
- এনআইডি এবং মোবাইল নম্বর দিয়ে Submit করলেই পেনশন পেমেন্ট স্টেটমেন্ট দেখাবে সেখানে এনআইডি নম্বরের নিচেই ১০ সংখ্যার ইপিপিও নম্বর দেখাবে।
ইপিপিও নম্বর আর কিভাবে পাওয়া যাবে?
EPPO NO – ১০ সংখ্যার ইপিপিও নম্বর আপনি হিসাবরক্ষণ অফিস হতেও সংগ্রহ করতে পারবেন। এছাড়া ইএফটি যখন হয়েছে তখন ফর্মে ইপিপিও নম্বর দিয়েছে। এছাড়াও আপনার পুরাতন পিপিও বুকেও ইপিপিও নম্বর লেখা আছে যা আপনি ইএফটি করার সময় জমা দিয়েছিলেন এবং পরবর্তীতে সংগ্রহ করেছেন। এছাড়াও আপনি আপনার মোবাইল নম্বর এবং এনআইডি নম্বর জানিয়ে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট অফিসে কল করেও জানতে পারেন। Call for Help: +880 9609 000 555 Open (09:00 AM to 05:00 PM)Except Government Holidays
তোমার নাম্বারটি কিভাবে পাইতে পারি সাহায্য চাই
দু:খিত। অনুগ্রহ করে কোন প্রশ্ন থাকলে [email protected] এ বিস্তারিত লিখে মেইল করুন।
আমার ইপিপিও নাম্বার কিভাবে বের করতে পারি একটু সাহায্য করবেন? আমার১৯৩ ৮৪৪০২৪৩ এনআইডি নম্বর। হেল্প প্লিজ
মোবাইল নম্বরও লাগবে।
আমার ইপিপিও নাম্বার টি দয়া করে জানাবেন। আমার NID NO = 4163763214 আমার মোবাইল নং 01915139041
NID এর সাথে মোবাইল নম্বর ম্যাচ করছে না দেখাচ্ছে। অনুগ্রহ করে আপনি পরবর্তীতে https://www.cafopfm.gov.bd/ লিংকে ট্রাই করুন।
My NID No. is 19622699501944038 & Mobile No. is 01711484165. Kindly arrange to provide my EPPO number per return.
The NID or mobile number that you have entered does not match with our database. তথ্য মিলছে না। পেনশনারের এনআইডি এবং মোবাইল নম্বর লাগবে।